কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : AC বাসের পর এবার শহরে AC ট্রাম চালু হচ্ছে। গতকাল রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন দুটি AC ট্রামের উদ্বোধন করেন। ব্রিটিশ আমল থেকে কলকাতা শহরের অন্যতম ঐতিহ্য ট্রাম। ট্রামকে জনপ্রিয় করে তুলতে এই উদ্যোগ নিল পরিবহন দপ্তর। আগামীদিনে AC ট্রামের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী।
প্রতিটি AC ট্রামে থাকবে ৩২টি আসন। তা ছাড়া এই ট্রামে আছে GPS ব্যবস্থাও। এর ফলে কন্ট্রোল রুম থেকে ট্রামের অবস্থান প্রতি মুহূর্তে জানা সম্ভব হবে।
ট্রাম উদ্বোধন অনুষ্ঠানে এসে পরিবহনমন্ত্রী জানান, এবার থেকে বাড়িতে বসেই সরকারি AC বাসের টিকিট কাটা যাবে অ্যাপ-এর মাধ্যমে। অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে টিকিটে ১০ শতাংশ ছাড়ও মিলবে।