ETV Bharat / state

Abhishek Banerjee: নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে অভিষেক

শুক্রবার বিকেলে এসএসকেএম হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি দেখা করে নন্দীগ্রামের আহত তৃণমূল কর্মীদের সঙ্গে ৷

ETV Bharat
এসএসকেএম এ অভিষেক
author img

By

Published : Jul 14, 2023, 6:07 PM IST

Updated : Jul 14, 2023, 6:40 PM IST

কলকাতা, 14 জুলাই: পঞ্চায়েত ভোট পরবর্তী সন্ত্রাসে নন্দীগ্রামের আহত তৃণমূল কর্মীদের দেখতে শুক্রবার বিকেলে এসএসকেএম হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । এখানকার ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন 14 জন ও উডবার্ন ব্লকে একজন তৃণমূলকর্মী ভরতি রয়েছেন । এদিন তাঁদের দেখতেই এসএসকেএমে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

এদিন এসএসকেএম হাসপাতালে যাওয়ার আগে আগামী একুশে জুলাই সমাবেশ উপলক্ষে দলীয় কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা দেখতে সল্টলেক সেন্ট্রাল পার্কে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন বিকেল 4টে 15 মিনিট নাগাদ সেন্টাল পার্কে পৌঁছে যান অভিষেক । এরপর সেন্টাল পার্ক থেকে বেরিয়ে বিকেল 5টা 5 মিনিট নাগাদ এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

ট্রমা কেয়ারের দোতালায় এই মুহূর্তে ভর্তি রয়েছেন নন্দীগ্রামের 14 জন তৃণমূল সমর্থক ৷ তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীও রয়েছেন । এছাড়া ওই হাসপাতালেরই উডবার্ন ব্লকে ভর্তি রয়েছেন তমলুকের শহর-সভাপতি চন্দন খাঁড়া । ট্রমা কেয়ারে প্রায় 1 ঘণ্টা ছিলেন অভিষেক ৷ সেখানে নন্দীগ্রামে আহত কর্মী ও তাঁর আত্মীয়দের সঙ্গে কথা বলার পর তিনি পৌঁছে যান উডবার্ন ব্লকে । সেখানেও ওই আহত নেতার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি । মূলত সার্জারি বিভাগের সার্জেন্টের আন্ডারে তিনি ভর্তি রয়েছেন ।

আরও পড়ুন: তৃণমূল করার অপরাধে মহিলাকে গাছে বেঁধে মারধর, নন্দীগ্রামে অভিযুক্ত বিজেপি

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসএসকেএম হাসপাতালে যান সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা । ছিলেন ট্রমা কেয়ারের প্রধানও । ছিলেন এসএসকেএম-এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত তাঁদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেন কর্মীদের চোট কতটা গুরুতর । ট্রমা কেয়ার থেকে বেরিয়ে উডবার্ন ব্লকে যাওয়ার পথে অভিষেক জানিয়ে দেন, তাঁর দেখে আসা তৃণমূল কর্মীদের অনেকেরই অবস্থা গুরুতর । এদিন সন্ধ্যে পর্যন্ত তিনি উডবার্ন ওয়ার্ডেই ছিলেন ৷

কলকাতা, 14 জুলাই: পঞ্চায়েত ভোট পরবর্তী সন্ত্রাসে নন্দীগ্রামের আহত তৃণমূল কর্মীদের দেখতে শুক্রবার বিকেলে এসএসকেএম হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । এখানকার ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন 14 জন ও উডবার্ন ব্লকে একজন তৃণমূলকর্মী ভরতি রয়েছেন । এদিন তাঁদের দেখতেই এসএসকেএমে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

এদিন এসএসকেএম হাসপাতালে যাওয়ার আগে আগামী একুশে জুলাই সমাবেশ উপলক্ষে দলীয় কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা দেখতে সল্টলেক সেন্ট্রাল পার্কে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন বিকেল 4টে 15 মিনিট নাগাদ সেন্টাল পার্কে পৌঁছে যান অভিষেক । এরপর সেন্টাল পার্ক থেকে বেরিয়ে বিকেল 5টা 5 মিনিট নাগাদ এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

ট্রমা কেয়ারের দোতালায় এই মুহূর্তে ভর্তি রয়েছেন নন্দীগ্রামের 14 জন তৃণমূল সমর্থক ৷ তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীও রয়েছেন । এছাড়া ওই হাসপাতালেরই উডবার্ন ব্লকে ভর্তি রয়েছেন তমলুকের শহর-সভাপতি চন্দন খাঁড়া । ট্রমা কেয়ারে প্রায় 1 ঘণ্টা ছিলেন অভিষেক ৷ সেখানে নন্দীগ্রামে আহত কর্মী ও তাঁর আত্মীয়দের সঙ্গে কথা বলার পর তিনি পৌঁছে যান উডবার্ন ব্লকে । সেখানেও ওই আহত নেতার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি । মূলত সার্জারি বিভাগের সার্জেন্টের আন্ডারে তিনি ভর্তি রয়েছেন ।

আরও পড়ুন: তৃণমূল করার অপরাধে মহিলাকে গাছে বেঁধে মারধর, নন্দীগ্রামে অভিযুক্ত বিজেপি

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসএসকেএম হাসপাতালে যান সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা । ছিলেন ট্রমা কেয়ারের প্রধানও । ছিলেন এসএসকেএম-এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত তাঁদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেন কর্মীদের চোট কতটা গুরুতর । ট্রমা কেয়ার থেকে বেরিয়ে উডবার্ন ব্লকে যাওয়ার পথে অভিষেক জানিয়ে দেন, তাঁর দেখে আসা তৃণমূল কর্মীদের অনেকেরই অবস্থা গুরুতর । এদিন সন্ধ্যে পর্যন্ত তিনি উডবার্ন ওয়ার্ডেই ছিলেন ৷

Last Updated : Jul 14, 2023, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.