কলকাতা, 1 মার্চ : আজ শহিদ মিনারের সভা থেকে রাজ্য সরকারের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ । আর তারপরই অমিত শাহর উদ্দেশে টুইট করলেন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি । লেখেন, "এখানে না এসে আপনার উচিত দিল্লির ঘটনার ব্যাখা দেওয়া ও ক্ষমা চাওয়া ।"
-
Rather than coming and preaching #Bengal @AmitShah you should have explained and apologised for failing to save more than 50 innocent lives in #DelhiViolence right under your nose.
— Citizen Abhishek Banerjee (@abhishekaitc) March 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Mr Shah, Bengal is better off without bigotry and hatred that BJP is trying to spread.
">Rather than coming and preaching #Bengal @AmitShah you should have explained and apologised for failing to save more than 50 innocent lives in #DelhiViolence right under your nose.
— Citizen Abhishek Banerjee (@abhishekaitc) March 1, 2020
Mr Shah, Bengal is better off without bigotry and hatred that BJP is trying to spread.Rather than coming and preaching #Bengal @AmitShah you should have explained and apologised for failing to save more than 50 innocent lives in #DelhiViolence right under your nose.
— Citizen Abhishek Banerjee (@abhishekaitc) March 1, 2020
Mr Shah, Bengal is better off without bigotry and hatred that BJP is trying to spread.
শহিদ মিনারে CAA-র সমর্থনে আয়োজিত দলীয় সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ । বলেন, "মমতাদির নেতৃত্বে সোনার বাংলা তৈরি হবে না" । তাই BJP-কে রাজ্যে ক্ষমতায় আনার জন্য আবেদন করেন তিনি ।
এরপরই অমিত শাহর উদ্দেশে টুইট করেন অভিষেক ব্যানার্জি । লেখেন, "আপনার নাকের ডগায় দিল্লি হিংসায় 50 জনেরও বেশি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে । আপনার উচিত পশ্চিমবঙ্গে এসে প্রচার না করে ওই ঘটনার ব্যাখ্যা দেওয়া ও ক্ষমা চাওয়া ।" সঙ্গে অমিত শাহর নাম করে তিনি লেখেন, BJP যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে তা থেকে মুক্ত বাংলা অনেক ভালো আছে ।