ETV Bharat / state

Governor Wants to Meet TMC: তৃণমূলের সঙ্গে দার্জিলিংয়ে দেখা করবেন রাজ্যপাল, অভিষেক বললেন ধরনা চলবেই - তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

আগামিকাল অর্থাৎ শনিবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইচ্ছাপ্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 8:02 PM IST

Updated : Oct 6, 2023, 9:09 PM IST

কলকাতা, 6 অক্টোবর: আগামিকাল অর্থাৎ শনিবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইচ্ছাপ্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নিজেই জানিয়েছেন, রাজ্যপাল রাজ্যের শাসকদলের নেতৃত্বের সঙ্গে দেখা করতে চেয়েছেন । তিনি বলেন, "আমাদের রাজ্যপাল বলেছেন যে, তিনি আগামিকাল দার্জিলিংয়ে আমাদের সঙ্গে দেখা করতে চান।" একই সঙ্গে, অভিষেক জানান, রাজ্যপাল তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করলেও কলকাতায় তাদের ধরনা অবস্থান চলবে ।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় শুক্রবার জানিছেন, তিন সদস্যের প্রতিনিধি দল শনিবার দার্জিলিংয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবে । রাজ্যপাল বৈঠকে বসার যে আহ্বান জানিয়েছেন, তাতে সাড়া দেবে তৃণমূল এমনটাই জানিয়েছেন অভিষেক। এর পাশাপাশি অবশ্য তিনি জোরের সঙ্গে জানিছেন যে, রাজভবন অভিযানে যে ভুক্তভোগীরা অংশগ্রহণ করেছেন, তাদের সঙ্গে রাজ্যপাল দেখা না-করা পর্যন্ত রাজভবনের বাইরে অনির্দিষ্টকালের জন্য তৃণমূলের অবস্থান চলবে। প্রতিবাদকারীদের সঙ্গেও রাজ্যপালকে দেখা করতে হবে বলে আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্ববারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজভবনের বাইরে তাঁর অনির্দিষ্টকালের অবস্থানের দ্বিতীয় দিনে বলেন, "কঠিন প্রশ্নগুলি এড়িয়ে যাওয়ার যুগ শেষ হয়ে গিয়েছে । কারণ মানুষ এখন পশ্চিমবঙ্গের মনরেগা তহবিলে তাদের ন্যায্য পাওনা দাবি করছে । যা কেন্দ্র জোর করে আটকে রেখেছে। কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে সাধারণ মানুষ আন্দোলন করছে ।"

এদিন অভিষেক আরও বলেন, "রাজ্যপাল আগামিকাল দার্জিলিংয়ে তাঁর সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। তাঁর অবস্থানকে সম্মান করে, আমরা পাহাড়ে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি । শুধুমাত্র তাঁকে জানানোর জন্য যে, তাঁকে কলকাতায় এসে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে হবে। যারা বঞ্চিত হয়েছে তাদের সঙ্গে এসে রাজ্যপালকে কথা বলতে হবে।"

আরও পড়ুন: আর অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যপালের

প্রসঙ্গত, রাজ্যপাল আনন্দ বোস সম্প্রতি উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন । এরপর সেখান থেকেই বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ফের তিনি উত্তরবঙ্গে ফিরে এসেছেন । এবং সেখানেই তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন ।

কলকাতা, 6 অক্টোবর: আগামিকাল অর্থাৎ শনিবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইচ্ছাপ্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নিজেই জানিয়েছেন, রাজ্যপাল রাজ্যের শাসকদলের নেতৃত্বের সঙ্গে দেখা করতে চেয়েছেন । তিনি বলেন, "আমাদের রাজ্যপাল বলেছেন যে, তিনি আগামিকাল দার্জিলিংয়ে আমাদের সঙ্গে দেখা করতে চান।" একই সঙ্গে, অভিষেক জানান, রাজ্যপাল তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করলেও কলকাতায় তাদের ধরনা অবস্থান চলবে ।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় শুক্রবার জানিছেন, তিন সদস্যের প্রতিনিধি দল শনিবার দার্জিলিংয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবে । রাজ্যপাল বৈঠকে বসার যে আহ্বান জানিয়েছেন, তাতে সাড়া দেবে তৃণমূল এমনটাই জানিয়েছেন অভিষেক। এর পাশাপাশি অবশ্য তিনি জোরের সঙ্গে জানিছেন যে, রাজভবন অভিযানে যে ভুক্তভোগীরা অংশগ্রহণ করেছেন, তাদের সঙ্গে রাজ্যপাল দেখা না-করা পর্যন্ত রাজভবনের বাইরে অনির্দিষ্টকালের জন্য তৃণমূলের অবস্থান চলবে। প্রতিবাদকারীদের সঙ্গেও রাজ্যপালকে দেখা করতে হবে বলে আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্ববারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজভবনের বাইরে তাঁর অনির্দিষ্টকালের অবস্থানের দ্বিতীয় দিনে বলেন, "কঠিন প্রশ্নগুলি এড়িয়ে যাওয়ার যুগ শেষ হয়ে গিয়েছে । কারণ মানুষ এখন পশ্চিমবঙ্গের মনরেগা তহবিলে তাদের ন্যায্য পাওনা দাবি করছে । যা কেন্দ্র জোর করে আটকে রেখেছে। কেন্দ্রের এই বঞ্চনার প্রতিবাদে সাধারণ মানুষ আন্দোলন করছে ।"

এদিন অভিষেক আরও বলেন, "রাজ্যপাল আগামিকাল দার্জিলিংয়ে তাঁর সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। তাঁর অবস্থানকে সম্মান করে, আমরা পাহাড়ে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি । শুধুমাত্র তাঁকে জানানোর জন্য যে, তাঁকে কলকাতায় এসে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে হবে। যারা বঞ্চিত হয়েছে তাদের সঙ্গে এসে রাজ্যপালকে কথা বলতে হবে।"

আরও পড়ুন: আর অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যপালের

প্রসঙ্গত, রাজ্যপাল আনন্দ বোস সম্প্রতি উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন । এরপর সেখান থেকেই বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ফের তিনি উত্তরবঙ্গে ফিরে এসেছেন । এবং সেখানেই তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন ।

Last Updated : Oct 6, 2023, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.