ETV Bharat / state

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে অভিষেকের সঙ্গে সাক্ষাৎ বিজেপি বিধায়কদের, ফের তুঙ্গে দলবদল জল্পনা

author img

By

Published : Jan 10, 2023, 11:07 PM IST

মঙ্গলবার ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপির দুই বিধায়ক (Abhishek Banerjee meets BJP MLAs at Camac Street office) ৷ এরমধ্যে একজন আবার তারকা বিধায়ক বলে গোপন সূত্রে খবর ৷ গোটা বিষয়টি 48 ঘণ্টার মধ্যে পরিষ্কার হওয়ার সম্ভাবনা ৷

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 10 জানুয়ারি: কাঁথির জনসভা থেকে দলবদল নিয়ে বড় ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছিলেন, দরজা খুললে বিজেপি দলটাই নাকি উঠে যাবে। এরপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময় ৷ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন দলবদল নিয়ে তিনি বলেছিলেন সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। অবশেষে কি সেই সময় নিকটে ? কারণ, সূত্রের খবর মঙ্গলবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপির দুই বিধায়ক (Abhishek Banerjee meets BJP MLAs at Camac Street office)। এরমধ্যে একজন আবার তারকা বলেও জানা গিয়েছে ৷

স্বাভাবিক নিয়মেই গেরুয়া শিবিরের দুই বিধায়ক কে? সে বিষয়ে দলের তরফ থেকে মুখ খোলা হয়নি। তবে যতদূর জানা গিয়েছে, ওই তারকা বিধায়ক আদতে পশ্চিম মেদিনীপুরের কোন এক বিধানসভা থেকে জিতে এসেছেন। অন্যজন যদিও উত্তরবঙ্গের। কানাঘুষো যা শোনা যাচ্ছে, তাতে আগামী 24-48 ঘণ্টার মধ্যে তাঁরা ঘাসফুল শিবিরে নাম লেখাতে পারেন।

গত কয়েকমাস ধরে রাজ্য-রাজনীতিতে দলবদল নিয়ে জোর জল্পনা চলছে। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি 77 আসনে জয়ী হলেও পরবর্তীতে কয়েকটি আসনে উপনির্বাচনে পরাজয় এবং কয়েকটি আসনে বিধায়করা দলবদল করার কারণে এই সংখ্যাটা কমতে কমতে ইতিমধ্যেই 70-এ নেমেছে ৷ মাঝে বেশ কিছুদিন এই দলবদল নিয়ে জল্পনা বন্ধ ছিল কারণ, শাসকদলের তরফ থেকে নীতি গ্রহণ করা হয়েছিল যারা ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাদের আবেদন থাকলেও এখনই দলে নেওয়া হবে না। তবে এরই মধ্যে দলবদল নিয়ে জল্পনা উসকে দিয়ে বাজার গরম করে দেন বিজেপির মহাগুরু তথা চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের অন্তত 38 জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। এর মধ্যে অন্তত 21 জন সরাসরি তার সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।

আরও পড়ুন: 'এলিতেলি গঙ্গারামের' পালটা দিয়ে মিঠুনের 'গোপন কথা' ফাঁস কুণালের

মিঠুন চক্রবর্তীর এই দাবির পর অনেকটা সময় কেটে গেলেও বিজেপি কোনও চমক দেখাতে পারেনি। উলটোদিকে বছরের শুরুতেই কাঁথির সভায় গিয়ে দলবদল নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন অভিষেক ৷ তারপর এই দুই বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সারাদিন যখন একাধিক ইস্যু নিয়ে রাজ্য-রাজনীতি সরগরম, তখন সন্ধ্যায় এই খবর প্রকাশ্যে আসতেই নতুন করে ফের জল্পনা শুরু হয়েছে।

কলকাতা, 10 জানুয়ারি: কাঁথির জনসভা থেকে দলবদল নিয়ে বড় ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছিলেন, দরজা খুললে বিজেপি দলটাই নাকি উঠে যাবে। এরপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময় ৷ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন দলবদল নিয়ে তিনি বলেছিলেন সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। অবশেষে কি সেই সময় নিকটে ? কারণ, সূত্রের খবর মঙ্গলবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপির দুই বিধায়ক (Abhishek Banerjee meets BJP MLAs at Camac Street office)। এরমধ্যে একজন আবার তারকা বলেও জানা গিয়েছে ৷

স্বাভাবিক নিয়মেই গেরুয়া শিবিরের দুই বিধায়ক কে? সে বিষয়ে দলের তরফ থেকে মুখ খোলা হয়নি। তবে যতদূর জানা গিয়েছে, ওই তারকা বিধায়ক আদতে পশ্চিম মেদিনীপুরের কোন এক বিধানসভা থেকে জিতে এসেছেন। অন্যজন যদিও উত্তরবঙ্গের। কানাঘুষো যা শোনা যাচ্ছে, তাতে আগামী 24-48 ঘণ্টার মধ্যে তাঁরা ঘাসফুল শিবিরে নাম লেখাতে পারেন।

গত কয়েকমাস ধরে রাজ্য-রাজনীতিতে দলবদল নিয়ে জোর জল্পনা চলছে। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি 77 আসনে জয়ী হলেও পরবর্তীতে কয়েকটি আসনে উপনির্বাচনে পরাজয় এবং কয়েকটি আসনে বিধায়করা দলবদল করার কারণে এই সংখ্যাটা কমতে কমতে ইতিমধ্যেই 70-এ নেমেছে ৷ মাঝে বেশ কিছুদিন এই দলবদল নিয়ে জল্পনা বন্ধ ছিল কারণ, শাসকদলের তরফ থেকে নীতি গ্রহণ করা হয়েছিল যারা ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাদের আবেদন থাকলেও এখনই দলে নেওয়া হবে না। তবে এরই মধ্যে দলবদল নিয়ে জল্পনা উসকে দিয়ে বাজার গরম করে দেন বিজেপির মহাগুরু তথা চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের অন্তত 38 জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। এর মধ্যে অন্তত 21 জন সরাসরি তার সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।

আরও পড়ুন: 'এলিতেলি গঙ্গারামের' পালটা দিয়ে মিঠুনের 'গোপন কথা' ফাঁস কুণালের

মিঠুন চক্রবর্তীর এই দাবির পর অনেকটা সময় কেটে গেলেও বিজেপি কোনও চমক দেখাতে পারেনি। উলটোদিকে বছরের শুরুতেই কাঁথির সভায় গিয়ে দলবদল নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন অভিষেক ৷ তারপর এই দুই বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সারাদিন যখন একাধিক ইস্যু নিয়ে রাজ্য-রাজনীতি সরগরম, তখন সন্ধ্যায় এই খবর প্রকাশ্যে আসতেই নতুন করে ফের জল্পনা শুরু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.