ETV Bharat / state

UNESCO Durga Puja : "অমিত শাহ ও বিজেপি নেতৃত্বের জন্য 2 মিনিটের নীরবতা", কটাক্ষ অভিষেকের - UNESCO Durga Puja

বাংলার দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি প্রসঙ্গ টেনে বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee criticises BJP leaders) ৷

UNESCO Durga Puja
"অমিত শাহ ও বিজেপি নেতৃত্বের জন্য দু মিনিটের নীরবতা", কটাক্ষ অভিষেকের
author img

By

Published : Dec 15, 2021, 9:27 PM IST

Updated : Dec 15, 2021, 10:33 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: বাংলার দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি প্রসঙ্গ টেনে বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee criticises BJP leaders) ৷ বুধবার তিনি টুইটে লেখেন, "অমিত শাহ ও অন্যান্য শীর্ষ বিজেপি নেতৃত্বের জন্য দু মিনিটের নীরবতা, যাঁরা নির্বাচনের আগে রাজ্যে এসে দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদযাপন হয় না ৷ "

  • Two minutes of silence for @AmitShah and all the tall leaders at @BJP4India who, during their pre-election political tours, HILARIOUSLY CLAIMED that DURGA PUJA IS NOT CELEBRATED IN WEST BENGAL.

    Your BIGOTRY and HOAX has been BUSTED, you stand EXPOSED YET AGAIN! https://t.co/MvBpgq3eVj

    — Abhishek Banerjee (@abhishekaitc) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরফলে বিজেপি'র ধাপ্পাবাজি আরও একবার প্রকাশ্যে চলে এল বলেও এদিন কটাক্ষ করেছেন অভিষেক ৷

আরও পড়ুন : দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি গর্বের বিষয়, বললেন প্রধানমন্ত্রী

বাংলার দুর্জাপুজো এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ টুইটে তিনি লিখেছেন, "বাংলার জন্য গর্বের মুহূর্ত ৷ বিশ্বজুড়ে থাকা বাঙালিদের কাছে দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়, একটি আবেগ ৷ আর এবার দুর্গাপুজো ইউনেসকো'র সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়ায় আমরা আনন্দে উচ্ছ্বসিত ৷ "

  • Proud moment for Bengal!

    To every #Bengali across the world, Durga Puja is much more than a festival, it is an emotion that unites everyone.

    And now, #DurgaPuja has been added to the Representative List of Intangible Cultural Heritage of Humanity.

    We are all beaming with joy!

    — Mamata Banerjee (@MamataOfficial) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 15 ডিসেম্বর: বাংলার দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি প্রসঙ্গ টেনে বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee criticises BJP leaders) ৷ বুধবার তিনি টুইটে লেখেন, "অমিত শাহ ও অন্যান্য শীর্ষ বিজেপি নেতৃত্বের জন্য দু মিনিটের নীরবতা, যাঁরা নির্বাচনের আগে রাজ্যে এসে দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদযাপন হয় না ৷ "

  • Two minutes of silence for @AmitShah and all the tall leaders at @BJP4India who, during their pre-election political tours, HILARIOUSLY CLAIMED that DURGA PUJA IS NOT CELEBRATED IN WEST BENGAL.

    Your BIGOTRY and HOAX has been BUSTED, you stand EXPOSED YET AGAIN! https://t.co/MvBpgq3eVj

    — Abhishek Banerjee (@abhishekaitc) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরফলে বিজেপি'র ধাপ্পাবাজি আরও একবার প্রকাশ্যে চলে এল বলেও এদিন কটাক্ষ করেছেন অভিষেক ৷

আরও পড়ুন : দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি গর্বের বিষয়, বললেন প্রধানমন্ত্রী

বাংলার দুর্জাপুজো এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ টুইটে তিনি লিখেছেন, "বাংলার জন্য গর্বের মুহূর্ত ৷ বিশ্বজুড়ে থাকা বাঙালিদের কাছে দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়, একটি আবেগ ৷ আর এবার দুর্গাপুজো ইউনেসকো'র সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়ায় আমরা আনন্দে উচ্ছ্বসিত ৷ "

  • Proud moment for Bengal!

    To every #Bengali across the world, Durga Puja is much more than a festival, it is an emotion that unites everyone.

    And now, #DurgaPuja has been added to the Representative List of Intangible Cultural Heritage of Humanity.

    We are all beaming with joy!

    — Mamata Banerjee (@MamataOfficial) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Dec 15, 2021, 10:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.