ETV Bharat / state

Abhishek Banerjee: 'সঠিক সময়েই' দরজা খোলা হবে ! দলের প্রতিষ্ঠা দিবসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেকের - তৃণমূল কংগ্রেস

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) 'ডিসেম্বর ধামাকা' নিয়ে আলোচনা থামতে না থামতেই এবার 'সঠিক সময়ে' দরজার খোলার কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ! দলের প্রতিষ্ঠা দিবসে কী বার্তা দিলেন তিনি ?

Abhishek Banerjee comment on Proper Timing sparks new speculation
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ৷
author img

By

Published : Jan 1, 2023, 10:08 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: সম্প্রতি কাঁথির সভা থেকে বিজেপি নেতা ও কর্মীদের দলবদলের জল্পনা উসকে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বয়ং ৷ সেদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) বলেছিলেন, তিনি দরজা খুললে নাকি এ রাজ্য থেকে গোটা বিজেপি দলটাই উঠে যাবে ! এরপর তিনি এও ইঙ্গিত দিয়েছিলেন, পরবর্তী সপ্তাহে ছোট করে দরজা খোলা হবে ! সেই ঘটনার পর চলে গিয়েছে বেশ কিছুটা সময় ৷ ডিসেম্বর মাস শেষ হয়েছে, 2022 সাল শেষ হয়েছে ৷ এখনও পর্যন্ত তেমন কোনও চমক চোখে পড়েনি ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) 'ডিসেম্বর ধামাকা' যেমন কোনও 'বিস্ফোরণ' ঘটায়নি ৷ উলটোদিকে, একইভাবে ফলদায়ী হয়নি অভিষেকের হুংকারও ৷ আর সে কারণেই রবিবার তপসিয়ার তৃণমূল ভবনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হতেই উঠে আসে সেই 'দরজা খোলা'র প্রসঙ্গ ৷ এদিন অবশ্য অভিষেক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এখনও 'সঠিক সময়' আসেনি ৷ সময় এলেই দরজা খোলা হবে !

এরইসঙ্গে, এদিন 2023 সালের প্রথম দিনে অর্থাৎ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলের এই শীর্ষ নেতার গলায় উঠে এসেছে টাইমিং প্রসঙ্গ ৷ তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেছেন, "আপনারা কি অপেক্ষা করছেন কবে দরজা খুলব ? রাজনীতিতে সবকিছুর টাইমিং (সময়) আছে ৷ সময় মতোই দরজা খোলা হবে !" স্বাভাবিকভাবেই অভিষেকের এদিনের মন্তব্য নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা ৷ তাহলে কি শুভেন্দু অধিকারীর মতো তিনিও বিশেষ কোনও তারিখে বিশেষ ঘটনা ঘটার ইঙ্গিত দিচ্ছেন ? এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি ৷

আরও পড়ুন: বেঙ্গল মডেল আগামী দিনে দেশকে পথ দেখাবে, প্রতিষ্ঠা দিবসে বার্তা 'যুবরাজ' অভিষেকের

প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে দলবদল প্রসঙ্গ ৷ 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে যেমন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার একটা হিড়িক দেখা গিয়েছিল, ঠিক তেমনই নির্বাচনের পর 'ঘর ফেরা'র একটা স্রোত বয়ে যায় ! কিন্তু রাজ্যের শাসকদলের তরফ থেকে বারবারই একটা কথা বলা হয়েছে, চাইলেই যে কেউ আবার দলে ফিরতে পারবেন, এমন আর হবে না ৷ সূত্রের দাবি, এক্ষেত্রে একটা ছাঁকনি প্রক্রিয়া চলছে ! তবে সম্প্রতি ডিসেম্বর মাস (2022) আসতেই শাসক ও বিরোধী, দুই পক্ষই দলবদলকে কেন্দ্র করে একের পর এক দাবি করতে থাকে ৷ এদিন সেই দাবি নিয়েই কার্যত নিজের প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ এখন প্রশ্ন শুধু একটাই, তিনি যে এই দরজা খোলার কথা বলছেন, বাস্তবে তা বিরোধী দল বিজেপির জন্য কতটা বড় ধাক্কা হবে ? এই প্রশ্নের উত্তর দেবে সময় ৷ যে সময়ের কথা এদিন অভিষেকও বলেছেন !

কলকাতা, 1 জানুয়ারি: সম্প্রতি কাঁথির সভা থেকে বিজেপি নেতা ও কর্মীদের দলবদলের জল্পনা উসকে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বয়ং ৷ সেদিন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) বলেছিলেন, তিনি দরজা খুললে নাকি এ রাজ্য থেকে গোটা বিজেপি দলটাই উঠে যাবে ! এরপর তিনি এও ইঙ্গিত দিয়েছিলেন, পরবর্তী সপ্তাহে ছোট করে দরজা খোলা হবে ! সেই ঘটনার পর চলে গিয়েছে বেশ কিছুটা সময় ৷ ডিসেম্বর মাস শেষ হয়েছে, 2022 সাল শেষ হয়েছে ৷ এখনও পর্যন্ত তেমন কোনও চমক চোখে পড়েনি ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) 'ডিসেম্বর ধামাকা' যেমন কোনও 'বিস্ফোরণ' ঘটায়নি ৷ উলটোদিকে, একইভাবে ফলদায়ী হয়নি অভিষেকের হুংকারও ৷ আর সে কারণেই রবিবার তপসিয়ার তৃণমূল ভবনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হতেই উঠে আসে সেই 'দরজা খোলা'র প্রসঙ্গ ৷ এদিন অবশ্য অভিষেক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এখনও 'সঠিক সময়' আসেনি ৷ সময় এলেই দরজা খোলা হবে !

এরইসঙ্গে, এদিন 2023 সালের প্রথম দিনে অর্থাৎ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলের এই শীর্ষ নেতার গলায় উঠে এসেছে টাইমিং প্রসঙ্গ ৷ তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেছেন, "আপনারা কি অপেক্ষা করছেন কবে দরজা খুলব ? রাজনীতিতে সবকিছুর টাইমিং (সময়) আছে ৷ সময় মতোই দরজা খোলা হবে !" স্বাভাবিকভাবেই অভিষেকের এদিনের মন্তব্য নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা ৷ তাহলে কি শুভেন্দু অধিকারীর মতো তিনিও বিশেষ কোনও তারিখে বিশেষ ঘটনা ঘটার ইঙ্গিত দিচ্ছেন ? এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি ৷

আরও পড়ুন: বেঙ্গল মডেল আগামী দিনে দেশকে পথ দেখাবে, প্রতিষ্ঠা দিবসে বার্তা 'যুবরাজ' অভিষেকের

প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে দলবদল প্রসঙ্গ ৷ 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে যেমন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার একটা হিড়িক দেখা গিয়েছিল, ঠিক তেমনই নির্বাচনের পর 'ঘর ফেরা'র একটা স্রোত বয়ে যায় ! কিন্তু রাজ্যের শাসকদলের তরফ থেকে বারবারই একটা কথা বলা হয়েছে, চাইলেই যে কেউ আবার দলে ফিরতে পারবেন, এমন আর হবে না ৷ সূত্রের দাবি, এক্ষেত্রে একটা ছাঁকনি প্রক্রিয়া চলছে ! তবে সম্প্রতি ডিসেম্বর মাস (2022) আসতেই শাসক ও বিরোধী, দুই পক্ষই দলবদলকে কেন্দ্র করে একের পর এক দাবি করতে থাকে ৷ এদিন সেই দাবি নিয়েই কার্যত নিজের প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ এখন প্রশ্ন শুধু একটাই, তিনি যে এই দরজা খোলার কথা বলছেন, বাস্তবে তা বিরোধী দল বিজেপির জন্য কতটা বড় ধাক্কা হবে ? এই প্রশ্নের উত্তর দেবে সময় ৷ যে সময়ের কথা এদিন অভিষেকও বলেছেন !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.