কলকাতা, 21 জুলাই: ধর্মতলার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে দিল্লি যাওয়ার ডাক দিয়েছেন তিনি ৷ আর গেরুয়া শিবিরের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে আগামী 5 অগস্ট রাজ্যের বিজেপি নেতাদের বাড়ির সামনে শান্তিপূর্ণ ভাবে ঘেরাও করার ডাক দিয়েছেন তিনি ৷
শুক্রবার একুশে জুলাইয়ের সমাবেশে উপস্থিত কর্ম-সমর্থকদের উদ্দেশে অভিষেক বলেন, "বিজেপির সব নেতাদের নিয়ে একটি তালিকা তৈরি করুন ৷ ব্লক থেকে শুরু করে সব স্তরের নেতাদের সেই তালিকায় রাখবেন ৷ এরপর আগামী 5 অগস্ট সেই বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন ৷ সকাল 10টা থেকে সন্ধে 6টা - আট ঘণ্টা ধরে ঘেরাও চলবে ৷ বয়স্কদের ছাড় দেবেন ৷ ওই সময় বিজেপি নেতারা বাড়িতে ঢুকতে ও বেরোতে পারবেন না ৷ কারও গায়ে হাত দেবেন না ৷ প্ররোচনায় পা দেবেন না ৷ শান্তিপূর্ণ ভাবে ঘেরাও করবেন ৷ 341টা ব্লক, 127টি মিউনিসিপালিটির ওয়ার্ড, টাউন সর্বত্র গণঘেরাও করুন ৷"
অভিষেক রাজ্যের সর্বস্তরের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে বলেন যে, শুধু ব্লক স্তরেই এই কর্মসুচি করা হোক ৷ বিজেপি নেতাদের বাড়ি থেকে 100 মিটার দূরে ঘেরাও করতে বলেন তিনি ৷
'ভোট ব্যবধান বেড়েছে': এ দিন বক্তব্যের শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, নবজোয়ার কর্মসূচিতে 2 মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের রায় নিয়েই পঞ্চায়েতের প্রার্থী নির্বাচন করেছিল দল ৷ কোনও নেতার কথায় কারওকে প্রার্থী করা হয়নি ৷ মানুষও তাই তৃণমূলের পাশে থেকেছে ৷ 2008 সালে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের ব্যবধান ছিল 10 শতাংশ ৷ আর এ বার পঞ্চায়েতে সেই ব্যবধান বেড়ে হয়েছে 30 শতাংশ ৷
আরও পড়ুন: একুশে জুলাইয়ের মঞ্চে মমতা, মানুষের ঢল ধর্মতলায়
'ইন্ডিয়াকে আটকানো যাবে না': এ দিনে জাতীয় ক্ষেত্রে বিরোধী দলগুলি যে জোট গঠন করেছে, সেই প্রসঙ্গ টেনে অভিষেক দৃঢ়তার সঙ্গে বলেন যে, 2024 সালে আগামী লোকসভা নির্বাচনে জিতবে বিরোধী জোট ইন্ডিয়া ৷ অভিষেকের কথায়, "24-এ জিতছে কে, ইন্ডিয়া আবার কে ! ভারতের সঙ্গে লড়বে কার ক্ষমতা আছে ? জনতা জনার্দনই শেষ কথা ৷ যদি কেউ ভাবে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দুর্বল করবে, তা হলে ভুল করছে । তৃণমূল বিশুদ্ধ লোহা, যত পোড়াবে, আঘাত করবে তত শক্তিশালী হবে । 'ইন্ডিয়া'কে আটকানো যাবে না ।"
দিল্লি চলোর ডাক: এ দিন মণিপুরের ঘটনা নিয়েও কেন্দ্রকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ মণিপুরে হিংসার ঘটনার পর 2 মাস কেটে গেলেও কেন্দ্র এখনও কোনও ব্যবস্থা নিতে পারেনি বলে জানিয়ে অভিষেক বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছিলেন ৷ চিঠি দিয়েছিলেন কেন্দ্রকে ৷ সেই চিঠির জবাবও দেওয়া হয়নি ৷ এ ছাড়াও 100 দিনের কাজের টাকা আদায় করতে দিল্লি চলোরও ডাক দিয়েছেন অভিষেক ৷