কলকাতা, 3 নভেম্বর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় প্রয়াত । তাঁর অত্যন্ত সংকটজনক অবস্থার কথা জেনে আজই কলকাতায় আসেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । তিনি মাকে দেখতে যান মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ৷ তবে তারপরই চিকিৎসকরা জানান যে, আজ বেলা 12.35-এ নোবেলজয়ী অর্থনীতিবিদের মায়ের জীবনাবসান হয়েছে ৷
তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই তিনি নোবেলজয়ীর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, অত্যন্ত সংকটজনক অবস্থা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের ৷ আজ তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) মুখ্যমন্ত্রী লিখেছেন, "নোবেলজয়ী অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় প্রয়াণে গভীরভাবে শোকাহত । আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । আমি গতকাল তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম । অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে প্রশিক্ষিত ছিলেন এবং কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে অর্থনীতির প্রাক্তন অধ্যাপক ছিলেন । তিনি প্রেসিডেন্সি কলেজের বিশিষ্ট অর্থনীতিবিদ প্রয়াত অধ্যাপক দীপক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন । আমি নির্মলাদিকে খুব ভালো করে জানতাম এবং এখন অনেক মধুর স্মৃতি আছে । তাঁর মৃত্যু আমাদের জনজীবনের এক বিরাট ক্ষতি । অভিজিৎ, অনিরুদ্ধ, এসথার ডুফলো-সহ পরিবারের অন্যান্য সদস্য এবং নির্মলাদির বন্ধু ও ছাত্রদের প্রতি আমার গভীর সমবেদনা ।"
-
Deeply saddened at the demise of Prof. Nirmala Banerjee, renowned economist, and mother of Nobel laureate Prof. Abhijit Vinayak Banerjee. She breathed her last today at Kolkata. I visited her at the hospital yesterday.
— Mamata Banerjee (@MamataOfficial) November 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Prof. Nirmala Banerjee was trained at the London School of…
">Deeply saddened at the demise of Prof. Nirmala Banerjee, renowned economist, and mother of Nobel laureate Prof. Abhijit Vinayak Banerjee. She breathed her last today at Kolkata. I visited her at the hospital yesterday.
— Mamata Banerjee (@MamataOfficial) November 3, 2023
Prof. Nirmala Banerjee was trained at the London School of…Deeply saddened at the demise of Prof. Nirmala Banerjee, renowned economist, and mother of Nobel laureate Prof. Abhijit Vinayak Banerjee. She breathed her last today at Kolkata. I visited her at the hospital yesterday.
— Mamata Banerjee (@MamataOfficial) November 3, 2023
Prof. Nirmala Banerjee was trained at the London School of…
গতকালই নোবেলজয়ীর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ নবান্নে থাকাকালীন তাঁর কাছে একটা ফোন মারফত প্রাক্তন অধ্যাপিকার অসুস্থতার খবর আসে । এরপর তিনি যোগাযোগ করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । তারপরেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । সেখান থেকে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোজা রাজভবনে চলেছে যান । রাজভবনের দাঁড়িয়ে মমতা জানিয়েছিলেন যে, অত্যন্ত সংকটজনক অবস্থা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের ৷
আরও পড়ুন: অতি সংকটে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, দেখতে হাসপাতালে মমতা; কাল আসছেন নোবেলজয়ী
মুখ্যমন্ত্রী বলেন, "আমার তাঁর সঙ্গে অনেকবার আলাপ হয়েছিল । আমি শুনেছি উনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন । তিনি খুব অসুস্থ তাই আমি গিয়েছিলাম । আমি তাঁকে দেখেছি কত সুন্দর ফিটফাট । আমার কাছে এসেছিলেন অনেকবার কথাও হয়েছে । উনার অবস্থা খুব সংকটজনক ।" এমনকি আজ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের আজ আসার কথাও মুখ্যমন্ত্রীই প্রথম জানান ।
বেশকিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় । নিউরোলজিস্ট বিভাগের চিকিৎসক অনিমেষ কর এবং পালমোনোলজিস্ট বিভাগের চিকিৎসক সৌরভ মাঝির তত্ত্বাবধানে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে । গতকাল সকাল থেকেই তাঁর হুঁশ ছিল না বলে হাসপাতাল সূত্রে খবর । মাকে দেখতে আজ কলকাতা বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে চলে যান নোবেলজয়ী অর্থনীতিবিদ । তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন ও 109 ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায় । অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যাওয়ার পর তাঁর মায়ের মৃত্যুর খবর জানায় হাসপাতাল ।