ETV Bharat / state

Nirmala Banerjee No More: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা প্রয়াত, শোকপ্রকাশ মমতার - Nirmala Banerjee passes away

Abhijit Vinayak Banerjee's mother Nirmala Banerjee passes away:নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান । বাইপাসের ধারের একটি হাসপাতে আজ বেলা 12.35-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

Nirmala Banerjee No More
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা প্রয়াত
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 1:18 PM IST

Updated : Nov 3, 2023, 1:35 PM IST

কলকাতা, 3 নভেম্বর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় প্রয়াত । তাঁর অত্যন্ত সংকটজনক অবস্থার কথা জেনে আজই কলকাতায় আসেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । তিনি মাকে দেখতে যান মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ৷ তবে তারপরই চিকিৎসকরা জানান যে, আজ বেলা 12.35-এ নোবেলজয়ী অর্থনীতিবিদের মায়ের জীবনাবসান হয়েছে ৷

তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই তিনি নোবেলজয়ীর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, অত্যন্ত সংকটজনক অবস্থা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের ৷ আজ তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) মুখ্যমন্ত্রী লিখেছেন, "নোবেলজয়ী অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় প্রয়াণে গভীরভাবে শোকাহত । আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । আমি গতকাল তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম । অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে প্রশিক্ষিত ছিলেন এবং কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে অর্থনীতির প্রাক্তন অধ্যাপক ছিলেন । তিনি প্রেসিডেন্সি কলেজের বিশিষ্ট অর্থনীতিবিদ প্রয়াত অধ্যাপক দীপক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন । আমি নির্মলাদিকে খুব ভালো করে জানতাম এবং এখন অনেক মধুর স্মৃতি আছে । তাঁর মৃত্যু আমাদের জনজীবনের এক বিরাট ক্ষতি । অভিজিৎ, অনিরুদ্ধ, এসথার ডুফলো-সহ পরিবারের অন্যান্য সদস্য এবং নির্মলাদির বন্ধু ও ছাত্রদের প্রতি আমার গভীর সমবেদনা ।"

  • Deeply saddened at the demise of Prof. Nirmala Banerjee, renowned economist, and mother of Nobel laureate Prof. Abhijit Vinayak Banerjee. She breathed her last today at Kolkata. I visited her at the hospital yesterday.

    Prof. Nirmala Banerjee was trained at the London School of…

    — Mamata Banerjee (@MamataOfficial) November 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালই নোবেলজয়ীর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ নবান্নে থাকাকালীন তাঁর কাছে একটা ফোন মারফত প্রাক্তন অধ্যাপিকার অসুস্থতার খবর আসে । এরপর তিনি যোগাযোগ করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । তারপরেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । সেখান থেকে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোজা রাজভবনে চলেছে যান । রাজভবনের দাঁড়িয়ে মমতা জানিয়েছিলেন যে, অত্যন্ত সংকটজনক অবস্থা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের ৷

আরও পড়ুন: অতি সংকটে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, দেখতে হাসপাতালে মমতা; কাল আসছেন নোবেলজয়ী

মুখ্যমন্ত্রী বলেন, "আমার তাঁর সঙ্গে অনেকবার আলাপ হয়েছিল । আমি শুনেছি উনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন । তিনি খুব অসুস্থ তাই আমি গিয়েছিলাম । আমি তাঁকে দেখেছি কত সুন্দর ফিটফাট । আমার কাছে এসেছিলেন অনেকবার কথাও হয়েছে । উনার অবস্থা খুব সংকটজনক ।" এমনকি আজ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের আজ আসার কথাও মুখ্যমন্ত্রীই প্রথম জানান ।

বেশকিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় । নিউরোলজিস্ট বিভাগের চিকিৎসক অনিমেষ কর এবং পালমোনোলজিস্ট বিভাগের চিকিৎসক সৌরভ মাঝির তত্ত্বাবধানে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে । গতকাল সকাল থেকেই তাঁর হুঁশ ছিল না বলে হাসপাতাল সূত্রে খবর । মাকে দেখতে আজ কলকাতা বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে চলে যান নোবেলজয়ী অর্থনীতিবিদ । তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন ও 109 ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায় । অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যাওয়ার পর তাঁর মায়ের মৃত্যুর খবর জানায় হাসপাতাল ।

কলকাতা, 3 নভেম্বর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় প্রয়াত । তাঁর অত্যন্ত সংকটজনক অবস্থার কথা জেনে আজই কলকাতায় আসেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । তিনি মাকে দেখতে যান মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ৷ তবে তারপরই চিকিৎসকরা জানান যে, আজ বেলা 12.35-এ নোবেলজয়ী অর্থনীতিবিদের মায়ের জীবনাবসান হয়েছে ৷

তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই তিনি নোবেলজয়ীর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, অত্যন্ত সংকটজনক অবস্থা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের ৷ আজ তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) মুখ্যমন্ত্রী লিখেছেন, "নোবেলজয়ী অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় প্রয়াণে গভীরভাবে শোকাহত । আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । আমি গতকাল তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম । অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে প্রশিক্ষিত ছিলেন এবং কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে অর্থনীতির প্রাক্তন অধ্যাপক ছিলেন । তিনি প্রেসিডেন্সি কলেজের বিশিষ্ট অর্থনীতিবিদ প্রয়াত অধ্যাপক দীপক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন । আমি নির্মলাদিকে খুব ভালো করে জানতাম এবং এখন অনেক মধুর স্মৃতি আছে । তাঁর মৃত্যু আমাদের জনজীবনের এক বিরাট ক্ষতি । অভিজিৎ, অনিরুদ্ধ, এসথার ডুফলো-সহ পরিবারের অন্যান্য সদস্য এবং নির্মলাদির বন্ধু ও ছাত্রদের প্রতি আমার গভীর সমবেদনা ।"

  • Deeply saddened at the demise of Prof. Nirmala Banerjee, renowned economist, and mother of Nobel laureate Prof. Abhijit Vinayak Banerjee. She breathed her last today at Kolkata. I visited her at the hospital yesterday.

    Prof. Nirmala Banerjee was trained at the London School of…

    — Mamata Banerjee (@MamataOfficial) November 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালই নোবেলজয়ীর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ নবান্নে থাকাকালীন তাঁর কাছে একটা ফোন মারফত প্রাক্তন অধ্যাপিকার অসুস্থতার খবর আসে । এরপর তিনি যোগাযোগ করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । তারপরেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । সেখান থেকে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোজা রাজভবনে চলেছে যান । রাজভবনের দাঁড়িয়ে মমতা জানিয়েছিলেন যে, অত্যন্ত সংকটজনক অবস্থা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের ৷

আরও পড়ুন: অতি সংকটে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, দেখতে হাসপাতালে মমতা; কাল আসছেন নোবেলজয়ী

মুখ্যমন্ত্রী বলেন, "আমার তাঁর সঙ্গে অনেকবার আলাপ হয়েছিল । আমি শুনেছি উনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন । তিনি খুব অসুস্থ তাই আমি গিয়েছিলাম । আমি তাঁকে দেখেছি কত সুন্দর ফিটফাট । আমার কাছে এসেছিলেন অনেকবার কথাও হয়েছে । উনার অবস্থা খুব সংকটজনক ।" এমনকি আজ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের আজ আসার কথাও মুখ্যমন্ত্রীই প্রথম জানান ।

বেশকিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় । নিউরোলজিস্ট বিভাগের চিকিৎসক অনিমেষ কর এবং পালমোনোলজিস্ট বিভাগের চিকিৎসক সৌরভ মাঝির তত্ত্বাবধানে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে । গতকাল সকাল থেকেই তাঁর হুঁশ ছিল না বলে হাসপাতাল সূত্রে খবর । মাকে দেখতে আজ কলকাতা বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে চলে যান নোবেলজয়ী অর্থনীতিবিদ । তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন ও 109 ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায় । অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যাওয়ার পর তাঁর মায়ের মৃত্যুর খবর জানায় হাসপাতাল ।

Last Updated : Nov 3, 2023, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.