কলকাতা, 23 অক্টোবর : নবনীতা দেবসেনের বাড়িতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । সকালের দিকে জানা যায় যে, তিনি আজ বাড়িতেই থাকবেন ৷ তবে একটু বেলার দিকে তিনি অসুস্থ নবনীতা দেবসেনকে দেখতে হিন্দুস্থান পার্কের ভালো-বাসায় যান অভিজিৎবাবু৷
সকালে অ্যাপার্টমেন্টের সিকিউরিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল, তাঁকে যেন কেউ বিরক্ত না করে । সেই নির্দেশ অনুযায়ী, কেউ তাঁর সঙ্গে হঠাৎ দেখা করতে এলে তাঁকে বিল্ডিংয়ের নিচ থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছিল ৷ একথা জানিয়েছিলেন বিল্ডিংয়ের নিচে উপস্থিত থাকা পুলিশ আধিকারিকরা । তাঁরা জানান, আজ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কোথাও যাবেন না বলেই জানিয়েছেন তাঁদের । বাড়িতে মায়ের সঙ্গে সময় কাটিয়ে বিশ্রামে থাকতে চান তিনি । তবে পরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন প্রেসিডেন্সির প্রাক্তনীরা ৷
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিভাস চৌধুরিসহ কয়েকজন অভিজিৎবাবুর বাড়ি আসেন তাঁর সঙ্গে দেখা করতে ৷ অন্যদিকে, গতকাল গভীর রাতেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিশেষভাবে ডিজ়াইন করা স্ক্রোল তাঁর বাড়িতে দিয়ে আসেন প্রেসিডেন্সির প্রতিনিধি ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সেরা প্রাক্তনীর পুরস্কার দেওয়া হবে অভিজিৎবাবুকে ৷ এর আগে অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্ব এই সম্মান পেয়েছেন ৷
এস্থার ডুফলোকে সংবর্ধনা দিতে তাঁর নামেও একটি স্ক্রোল পৌঁছে দেওয়া হয়েছে অভিজিৎবাবুর বাড়িতেই ৷
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তাঁর বাড়িতে যাওয়া নিয়ে নবনীতা দেবসেন বলেন, "ও খুব ভালো ছেলে । আমার কাছে এক ঘন্টা বসল । ওর কাজ নিয়ে কথা হল । ছোটোবেলার কথা হল । আমার লেখা ভালোবাসে তাই বলল ।" অভিজিৎকে নবনীতা দেবসেন তাঁর নিজের লেখা 'ভালোবাসার বারান্দা' বইটি আজ উপহার হিসেবে দিয়েছেন।