ETV Bharat / state

"বিদ্যুত আইন সংশোধনী জনস্বার্থ বিরোধী", আন্দোলনে ABECA

author img

By

Published : Aug 18, 2020, 5:19 AM IST

কেন্দ্রীয় সরকার যে বিদ্যুৎ আইন সংশোধনী 2020 বিলটি আনতে চলেছে সেটা সম্পূর্ণভাবে জনবিরোধী। এটা আইনে পরিণত হলে বিদ্যুতের যে পারস্পরিক ভর্তুকি আছে সেটাকে তারা বিলোপ করে দেবেন। এর ফলে ধনী ও বড় বড় শিল্পপতিদের জন্য বিদ্যুতের মাশুল কমে যাবে । বিপরীতে সাধারণ মানুষকে অনেক বেশি বিদ্যুতের মাশুল দিতে হবে ।

ABECA
ABECA

কলকাতা , 18 অগাস্ট : বিদ্যুৎ আইন সংশোধনী 2020 বাতিল এবং কয়লা ও বন্টন সংস্থা বেসরকারিকরণ বন্ধের দাবি সহ আরও বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে 18 আগস্ট সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দিল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ়্যুমারস এসোসিয়েশন (ABECA)।

ABECA-র দাবি সকলকে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের দিতে হবে । অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের (ABECA)সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরি বলেন , "কেন্দ্রীয় সরকার যে বিদ্যুৎ আইন সংশোধনী 2020 বিলটি আনতে চলেছে সেটা সম্পূর্ণভাবে জনবিরোধী। এটা আইনে পরিণত হলে বিদ্যুতের যে পারস্পরিক ভর্তুকি আছে সেটাকে তারা বিলোপ করে দেবেন। এর ফলে ধনী ও বড় বড় শিল্পপতিদের জন্য বিদ্যুতের মাশুল কমে যাবে । বিপরীতে সাধারণ মানুষকে অনেক বেশি বিদ্যুতের মাশুল দিতে হবে । "

তিনি আরও বলেন, " সাধারণ মানুষের বিদ্যুৎ মাশুল নাগালের বাইরে চলে যাবে । অন্যদিকে বিদ্যুৎ যুগ্মতালিকার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হবে। ব্যক্তিগত গ্রাহকের অ্যাকাউন্টে জমা দেওয়ার নামে ভর্তুকি তুলে দেওয়া হবে। বন্টন সংস্থাকে ভেঙে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে , ফলে বিদ্যুতে মাশুল আরও বাড়বে। ক্রসবর্ডার ট্রেডের নামে দেশের মানুষকে অন্ধকারে রেখে বিদেশে বিদ্যুৎ বিক্রি করাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই সংশোধনী 2020 সম্পূর্ণ জনস্বার্থবিরোধী। এই কারণে আমরা এই নীতির বিরোধিতা করছি। এটিকে জনবিরোধী বিদ্যুৎ বিল হিসেবে আখ্যা দিচ্ছি। "

"গত 23 এপ্রিল এই বিল সম্পূর্ণ বাতিলের দাবিতে আমরা কেন্দ্রীয় শক্তি মন্ত্রকে চিঠি দিয়েছি। পাশাপাশি আমরা সারা ভারতে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী সহ আরও 18টি রাজ্যেরের মুখ্যমন্ত্রীদের কাছে এই বিরোধিতা করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছি।" বলেন প্রদ্যুৎ চৌধুরি ।

মঙ্গলবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাপ্লাই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালন করা হবে বলে জানিয়েছেন প্রদ্যুৎবাবু।

কলকাতা , 18 অগাস্ট : বিদ্যুৎ আইন সংশোধনী 2020 বাতিল এবং কয়লা ও বন্টন সংস্থা বেসরকারিকরণ বন্ধের দাবি সহ আরও বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে 18 আগস্ট সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দিল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ়্যুমারস এসোসিয়েশন (ABECA)।

ABECA-র দাবি সকলকে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের দিতে হবে । অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের (ABECA)সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরি বলেন , "কেন্দ্রীয় সরকার যে বিদ্যুৎ আইন সংশোধনী 2020 বিলটি আনতে চলেছে সেটা সম্পূর্ণভাবে জনবিরোধী। এটা আইনে পরিণত হলে বিদ্যুতের যে পারস্পরিক ভর্তুকি আছে সেটাকে তারা বিলোপ করে দেবেন। এর ফলে ধনী ও বড় বড় শিল্পপতিদের জন্য বিদ্যুতের মাশুল কমে যাবে । বিপরীতে সাধারণ মানুষকে অনেক বেশি বিদ্যুতের মাশুল দিতে হবে । "

তিনি আরও বলেন, " সাধারণ মানুষের বিদ্যুৎ মাশুল নাগালের বাইরে চলে যাবে । অন্যদিকে বিদ্যুৎ যুগ্মতালিকার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হবে। ব্যক্তিগত গ্রাহকের অ্যাকাউন্টে জমা দেওয়ার নামে ভর্তুকি তুলে দেওয়া হবে। বন্টন সংস্থাকে ভেঙে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে , ফলে বিদ্যুতে মাশুল আরও বাড়বে। ক্রসবর্ডার ট্রেডের নামে দেশের মানুষকে অন্ধকারে রেখে বিদেশে বিদ্যুৎ বিক্রি করাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই সংশোধনী 2020 সম্পূর্ণ জনস্বার্থবিরোধী। এই কারণে আমরা এই নীতির বিরোধিতা করছি। এটিকে জনবিরোধী বিদ্যুৎ বিল হিসেবে আখ্যা দিচ্ছি। "

"গত 23 এপ্রিল এই বিল সম্পূর্ণ বাতিলের দাবিতে আমরা কেন্দ্রীয় শক্তি মন্ত্রকে চিঠি দিয়েছি। পাশাপাশি আমরা সারা ভারতে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী সহ আরও 18টি রাজ্যেরের মুখ্যমন্ত্রীদের কাছে এই বিরোধিতা করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছি।" বলেন প্রদ্যুৎ চৌধুরি ।

মঙ্গলবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাপ্লাই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালন করা হবে বলে জানিয়েছেন প্রদ্যুৎবাবু।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.