কলকাতা, 12 ডিসেম্বর : SSKM হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ ৷ অভিযোগকারী যুবতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ৷ পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত ফারুক আলিকে ৷
বাবার চিকিৎসার জন্য SSKM হাসপাতালে এসেছিলেন যুবতী । বাবাকে নিয়ে তিনি যখন হাসপাতালের ভিতর দিয়ে যাচ্ছিলেন তখন তার গায়ে না কি হাত দেয় ফারুক আলি । ফারুকের বাড়ি মালদায় । যুবতীকে সে কটূক্তিও করে বলে অভিযোগ ।
মাথায় আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিল ফারুখ । শ্লীলতাহানির অভিযোগ করে ওই যুবতী সেখানেই প্রতিবাদ করেন । SSKM-র আউটপোস্ট থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থনে যায় । চিহ্নিত করা হয় অভিযুক্তকে । তাকে আউটপোস্টে নিয়ে যাওয়া হয় । ওই যুবতী পরে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয় ফারুককে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।