ETV Bharat / state

SSKM হাসপাতালে যুবতির শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত - jadavpur

বাবার চিকিৎসার জন্য SSKM হাসপাতালে এসেছিলেন যুবতী । বাবাকে নিয়ে তিনি যখন হাসপাতালের ভিতর দিয়ে যাচ্ছিলেন তখন তার গায়ে  না কি হাত দেয় ফারুক আলি । ফারুকের বাড়ি মালদায় । যুবতীকে সে কটূক্তিও করে বলে অভিযোগ ।

image
শ্লীলতাহানির অভিযোগ
author img

By

Published : Dec 12, 2019, 9:32 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : SSKM হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ ৷ অভিযোগকারী যুবতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ৷ পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত ফারুক আলিকে ৷

বাবার চিকিৎসার জন্য SSKM হাসপাতালে এসেছিলেন যুবতী । বাবাকে নিয়ে তিনি যখন হাসপাতালের ভিতর দিয়ে যাচ্ছিলেন তখন তার গায়ে না কি হাত দেয় ফারুক আলি । ফারুকের বাড়ি মালদায় । যুবতীকে সে কটূক্তিও করে বলে অভিযোগ ।

মাথায় আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিল ফারুখ । শ্লীলতাহানির অভিযোগ করে ওই যুবতী সেখানেই প্রতিবাদ করেন । SSKM-র আউটপোস্ট থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থনে যায় । চিহ্নিত করা হয় অভিযুক্তকে । তাকে আউটপোস্টে নিয়ে যাওয়া হয় । ওই যুবতী পরে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয় ফারুককে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।

কলকাতা, 12 ডিসেম্বর : SSKM হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ ৷ অভিযোগকারী যুবতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ৷ পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত ফারুক আলিকে ৷

বাবার চিকিৎসার জন্য SSKM হাসপাতালে এসেছিলেন যুবতী । বাবাকে নিয়ে তিনি যখন হাসপাতালের ভিতর দিয়ে যাচ্ছিলেন তখন তার গায়ে না কি হাত দেয় ফারুক আলি । ফারুকের বাড়ি মালদায় । যুবতীকে সে কটূক্তিও করে বলে অভিযোগ ।

মাথায় আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিল ফারুখ । শ্লীলতাহানির অভিযোগ করে ওই যুবতী সেখানেই প্রতিবাদ করেন । SSKM-র আউটপোস্ট থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থনে যায় । চিহ্নিত করা হয় অভিযুক্তকে । তাকে আউটপোস্টে নিয়ে যাওয়া হয় । ওই যুবতী পরে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয় ফারুককে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।

Intro:কলকাতা, 12 ডিসেম্বর: এসএসকেএম হাসপাতালে বাবাকে নিয়ে এসেছিলেন চিকিৎসা করাতে। কিন্তু সেখানে এসে মুখোমুখি হতে হল অপ্রীতিকর পরিস্থিতির। এক যুবক তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে।



Body:আজ দুপুরে যাদবপুর ইউনিভার্সিটি পড়ুয়া ওই যুবতী বাবাকে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। যুবতীর বয়স 23 বছর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি মাস্টার ডিগ্রী করছেন। বাবার নানা শারীরিক অসুস্থতা রয়েছে। বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করার সময় হঠাৎই তার গায়ে হাত দেয় ফারুক আলি নামে 23 বছরের এক যুবক। ফারুকের বাড়ি মালদায়। ওই যুবতীকে সে কটূক্তিও করে বলে অভিযোগ। সঙ্গে শরীরের আপত্তিকর জায়গায় হাত দেয়। ফারুখ মাথায় আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিল বলে খবর। যুবতীকে শ্লীলতাহানীর সঙ্গে সঙ্গেই তিনি প্রতিবাদ করে চিৎকার শুরু করেন। এসএসকেএম আউটপোস্ট এর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। চিহ্নিত করা হয় অভিযুক্তকে। সঙ্গে সঙ্গেই তাকে টানতে টানতে আউটপোস্ট নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


Conclusion:
ওই যুবতী পরে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় ফারুককে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.