ETV Bharat / state

কর্মবিরতির ডাক ভারত পেট্রোলিয়ামের কর্মচারীদের, ছুটির দিনে কলকাতা হাইকোর্টে শুনানি - A special bench lead by chief justice of the Calcutta High Court

2018 সালে কেন্দ্রীয় সরকার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের বেসরকারিকরণের উদ্যোগ শুরু করে । এর প্রতিবাদে চলতি মাসের 7 ও 8 সেপ্টেম্বর সারাদেশে কর্মবিরতির ডাক দিয়েছিলেন পেট্রোলিয়াম ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা ।

A special bench lead by chief justice of the Calcutta High Court on Sunday on a hearing on the strike of Bharat Petroleum employees
রবিবার কলকাতা হাইকোর্টে বসল বিশেষ বেঞ্চ, ভারত পেট্রোলিয়ামের কর্মচারীদের কর্মবিরতি নিয়ে শুনানি
author img

By

Published : Sep 7, 2020, 7:36 AM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : ছুটির দিনে কলকাতা হাইকোর্টে বসল বিশেষ বেঞ্চ । ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মচারীদের ডাকা সারা দেশে আজ থেকে দু'দিনব্যাপী কর্মবিরতি আপাতত হচ্ছে না । প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আগামী মঙ্গলবার সকাল 11টায় ফের শুনানি এই মামলার ।

2018 সালে কেন্দ্রীয় সরকার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের বেসরকারিকরণের উদ্যোগ শুরু করে । ফলে, তখন থেকেই এই সংস্থার কর্মচারীদের বেতন কাঠামোর উন্নতি বা অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়নি । এর প্রতিবাদে 2019 সালের নভেম্বর মাসে কর্মচারীরা কর্মবিরতি করেন । কিন্তু, তাতেও ফল না পেয়ে আবার 2020 সালের জানুয়ারি মাসে ফের কর্মবিরতির ডাক দেন তাঁরা । তারপরেও কর্তৃপক্ষের টনক নড়েনি বলে অভিযোগ পেট্রোলিয়াম ওয়ার্কার্স ইউনিয়নের । ফলে বাধ্য হয়ে চলতি মাসের 7 ও 8 সেপ্টেম্বর সারাদেশে কর্মবিরতির ডাক দিয়েছিলেন পেট্রোলিয়াম ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা ।

4 সেপ্টেম্বর এর বিরুদ্ধে সংস্থার তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় । ওইদিনই বিচারপতি সুব্রত তালুকদার দুই পক্ষের বক্তব্য শোনেন ৷ এরপর মামলার নিষ্পত্তি না করলেও কর্মচারীদের কর্মবিরতির সিদ্ধান্তকে খারিজ করে দেন তিনি ৷ এছাড়াও কর্মচারীদের কর্মবিরতি ডাকার সিদ্ধান্তকে বেআইনি বলেও উল্লেখ করেন । গতকাল সেই রায়কে চ্যালেঞ্জ করে কর্মচারী সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন সংগঠনের সদস্যরা । ফলে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে ছুটির দিন সত্ত্বেও গতকাল সেই মামলার শুনানি হয় ৷

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের তরফে গতকাল মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, এই ব্যাপারে কর্মচারীদের সঙ্গে সংস্থার আলোচনা চলছে । তাই মামলাটি পিছিয়ে দিলে ভালো হয় । পাশাপাশি, সংস্থার তরফে জানানো হয় মাদ্রাজ, কেরালা ও মুম্বই হাইকোর্ট কর্মচারীদের কর্মবিরতির সিদ্ধান্তকে বেআইনি বলে ঘোষণা করেছে । কর্মচারীদের সুযোগ সুবিধার ব্যাপারে যখন সংস্থার সাথে কর্মচারীদের আলোচনা চলছে সেই সময় এইভাবে দু'দিনব্যাপী কর্মবিরতি ডাকা যায় না ৷ সেটা আইনবিরুদ্ধ ।

দুই পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় , যেহেতু দুই পক্ষের মধ্যে একটা সমঝোতায় আসার আলোচনা চলছে , তাই আপাতত এই মামলার শুনানি মঙ্গলবার পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে । মঙ্গলবার সকাল 11 টায় এই মামলার পুনরায় শুনানি হবে । আমরা আশা করছি, ততক্ষণে কিছু ইতিবাচক সিদ্ধান্তের কথা জানতে পারব । অন্যদিকে, আজ থেকে দু'দিনব্যাপী কর্মবিরতি ডাকার সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও অন্যান্য রাজ্যের তিনটি হাইকোর্ট ইতিমধ্যেই কর্মচারীদের এই কর্মবিরতির ডাকার সিদ্ধান্তকে বেআইনি বলে ঘোষণা করেছে । এই নির্দেশের ব্যাপারে আমরা এখনই আপাতত কিছু মন্তব্য করছি না । আমরা আশা করছি, মঙ্গলবারের মধ্যে দুইপক্ষ ইতিবাচক একটা সমঝোতায় আসবে । মঙ্গলবার সকালে মামলার ফের শুনানি ।

কলকাতা, 7 সেপ্টেম্বর : ছুটির দিনে কলকাতা হাইকোর্টে বসল বিশেষ বেঞ্চ । ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মচারীদের ডাকা সারা দেশে আজ থেকে দু'দিনব্যাপী কর্মবিরতি আপাতত হচ্ছে না । প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আগামী মঙ্গলবার সকাল 11টায় ফের শুনানি এই মামলার ।

2018 সালে কেন্দ্রীয় সরকার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের বেসরকারিকরণের উদ্যোগ শুরু করে । ফলে, তখন থেকেই এই সংস্থার কর্মচারীদের বেতন কাঠামোর উন্নতি বা অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়নি । এর প্রতিবাদে 2019 সালের নভেম্বর মাসে কর্মচারীরা কর্মবিরতি করেন । কিন্তু, তাতেও ফল না পেয়ে আবার 2020 সালের জানুয়ারি মাসে ফের কর্মবিরতির ডাক দেন তাঁরা । তারপরেও কর্তৃপক্ষের টনক নড়েনি বলে অভিযোগ পেট্রোলিয়াম ওয়ার্কার্স ইউনিয়নের । ফলে বাধ্য হয়ে চলতি মাসের 7 ও 8 সেপ্টেম্বর সারাদেশে কর্মবিরতির ডাক দিয়েছিলেন পেট্রোলিয়াম ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা ।

4 সেপ্টেম্বর এর বিরুদ্ধে সংস্থার তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় । ওইদিনই বিচারপতি সুব্রত তালুকদার দুই পক্ষের বক্তব্য শোনেন ৷ এরপর মামলার নিষ্পত্তি না করলেও কর্মচারীদের কর্মবিরতির সিদ্ধান্তকে খারিজ করে দেন তিনি ৷ এছাড়াও কর্মচারীদের কর্মবিরতি ডাকার সিদ্ধান্তকে বেআইনি বলেও উল্লেখ করেন । গতকাল সেই রায়কে চ্যালেঞ্জ করে কর্মচারী সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন সংগঠনের সদস্যরা । ফলে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে ছুটির দিন সত্ত্বেও গতকাল সেই মামলার শুনানি হয় ৷

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের তরফে গতকাল মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, এই ব্যাপারে কর্মচারীদের সঙ্গে সংস্থার আলোচনা চলছে । তাই মামলাটি পিছিয়ে দিলে ভালো হয় । পাশাপাশি, সংস্থার তরফে জানানো হয় মাদ্রাজ, কেরালা ও মুম্বই হাইকোর্ট কর্মচারীদের কর্মবিরতির সিদ্ধান্তকে বেআইনি বলে ঘোষণা করেছে । কর্মচারীদের সুযোগ সুবিধার ব্যাপারে যখন সংস্থার সাথে কর্মচারীদের আলোচনা চলছে সেই সময় এইভাবে দু'দিনব্যাপী কর্মবিরতি ডাকা যায় না ৷ সেটা আইনবিরুদ্ধ ।

দুই পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় , যেহেতু দুই পক্ষের মধ্যে একটা সমঝোতায় আসার আলোচনা চলছে , তাই আপাতত এই মামলার শুনানি মঙ্গলবার পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে । মঙ্গলবার সকাল 11 টায় এই মামলার পুনরায় শুনানি হবে । আমরা আশা করছি, ততক্ষণে কিছু ইতিবাচক সিদ্ধান্তের কথা জানতে পারব । অন্যদিকে, আজ থেকে দু'দিনব্যাপী কর্মবিরতি ডাকার সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও অন্যান্য রাজ্যের তিনটি হাইকোর্ট ইতিমধ্যেই কর্মচারীদের এই কর্মবিরতির ডাকার সিদ্ধান্তকে বেআইনি বলে ঘোষণা করেছে । এই নির্দেশের ব্যাপারে আমরা এখনই আপাতত কিছু মন্তব্য করছি না । আমরা আশা করছি, মঙ্গলবারের মধ্যে দুইপক্ষ ইতিবাচক একটা সমঝোতায় আসবে । মঙ্গলবার সকালে মামলার ফের শুনানি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.