কলকাতা, 3 জানুয়ারি: শহরে উদ্ধার বিপুল পরিমাণে বেহিসেবি টাকা ৷ কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে রবীন্দ্র সরণি ও এমজির রোডে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় মোট 56 লক্ষ টাকা ৷ তবে এই টাকা কোথা থেকে এল বা কেন এই টাকা কলকাতায় রাখা ছিল, তার কোনও উত্তর পাননি তদন্তকারী আধিকারিকরা ৷ ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police arrested 9 people in connection with huge money recovery) ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে রবীন্দ্র সরণি এবং এমজি রোডের একটি গোডাউনে তল্লাশি অভিযান চালানো হয় ৷ ক'দিন ধরে তাদের কাছে খবর ছিল হাওয়ালার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা এই শহরে ঢুকেছে ৷ প্রথমে এমজি রোডের একটি গোডাউন থেকে এক ব্যক্তিকে আটক করা হয় ৷ পরে তাকে রবীন্দ্র সরণির একটি অফিসে নিয়ে গিয়ে সেখান থেকে বাকি 8 জনের হদিশ পান তদন্তকারী আধিকারিকরা ৷ অভিযোগ, রবীন্দ্র সরণিতে তল্লাশি অভিযান চালিয়ে প্রথমে 15 লক্ষ টাকা উদ্ধার করা হয় আর বাকি টাকা এমজি রোড থেকে উদ্ধার করা হয় ৷
আরও পড়ুন: জেল হেফাজতে থাকা কারবারীর 37 লক্ষ টাকা উদ্ধার শ্রমিকের বাড়ি থেকে
প্রসঙ্গত, গত বছরে একসঙ্গে উত্তর 24 পরগনার বেলঘড়িয়া এবং দক্ষিণ কলকাতার হরিদেবপুরের একটি আবাসনে তল্লাশি অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ সেই ঘটনায় নাম জড়িয়ে ছিল তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ৷