ETV Bharat / state

নয়া আকর্ষণ অ্যানাকোন্ডা ; চিড়িয়াখানায় দ্রুত শূন্যপদে নিয়োগের আশ্বাস মন্ত্রীর - কলকাতা চিড়িয়াখানা

কলকাতা চিড়িয়াখানায় নতুন 9 সদস্যকে আনা হল দর্শকের সামনে । এদের মধ্যে আছে চারটি অ্যানাকোন্ডা, দুটি লেপার্ড, দুটি হায়না ও একটি সাদা বাঘ ৷

নয়া আকর্ষণ অ্যানাকোন্ডা
author img

By

Published : Jul 29, 2019, 6:12 PM IST

কলকাতা, 29 জুলাই : আজ কলকাতা চিড়িয়াখানার নতুন 9 সদস্যকে আনা হল দর্শকদের সামনে ৷ এদের মধ্যে আছে চারটি অ্যানাকোন্ডা, দুটি লেপার্ড, দুটি হায়না ও একটি সাদা বাঘ ৷ এখন এরাই হল কলকাতা চিড়িয়াখানার নতুন আকর্ষণ ৷ আজ বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে এই নতুন প্রাণীদের এনক্লোজা়রগুলির উদ্বোধন করেন বনমন্ত্রী ব্রাত্য বসু ৷

kolkata
কলকাতা চিড়িয়াখানা


14ই জুন মাদ্রাজ থেকে এই চারটি অ্যানাকন্ডাকে আনা হয় । এগুলি প্রায় সাড়ে চার ফুটের ৷ বয়স চার বছর । অন্যদিকে, চোরা শিকারিদের হাত থেকে দুটি লেপার্ডকে উদ্ধার করে জলপাইগুড়ি ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিওরো ৷ এই লেপার্ড দুটিকেও আনা হয় কলকাতা চিড়িয়াখানায় । পাশাপাশি ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে দুটি হায়না, পটনা চিড়িয়াখানা থেকে একটি সাদা বাঘও আনা হয় । দুটি জ়েব্রার বদলে এই সাদা বাঘটিকে আনা হয়েছে । এই বাঘের নাম রাজা ৷ তার বয়স 5 বছর । এতদিন কলকাতা চিড়িয়াখানার সাদা বাঘ ছিল 1৷ রাজা আসায় এবার সাদা বাঘের সংখ্যা বেড়ে দাঁড়াল 2 ৷

kolkata
নয়া আকর্ষণ অ্যানাকোন্ডা

ব্রাত্য বসু বলেন, "গত চার বছরে অন্য রাজ্যে যেখানে বাঘের সংখ্যা কমছে সেখানে আমাদের রাজ্যে বাঘের সংখ্যা অনেকটাই বেড়েছে । বাঘের সংখ্যা 76 থেকে 88 হয়েছে । ইতিমধ্যে আরও তিনটে বাঘের সন্ধান পাওয়া গেছে । সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে 91টি বাঘ রয়েছে । আমাদের রাজ্যের ঘণবসতি বেশি হওয়া সত্ত্বেও বাঘের সংখ্যা বেড়েছে । তাদের নিরাপত্তার জন্য আরও নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে ৷ দীর্ঘদিন ধরে নিরাপত্তা জন্য পদ খালি পড়ে আছে । দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে ৷ চিড়িয়াখানাতেও নতুন 342টি পদ আছে ৷ সেই জায়গাতে দ্রুতই কর্মী নিয়োগ করা হবে ।"

kolkata
আজ বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে এই নতুন প্রাণীদের এনক্লোজা়রগুলির উদ্বোধন করেন বনমন্ত্রী ব্রাত্য বসু

কলকাতা, 29 জুলাই : আজ কলকাতা চিড়িয়াখানার নতুন 9 সদস্যকে আনা হল দর্শকদের সামনে ৷ এদের মধ্যে আছে চারটি অ্যানাকোন্ডা, দুটি লেপার্ড, দুটি হায়না ও একটি সাদা বাঘ ৷ এখন এরাই হল কলকাতা চিড়িয়াখানার নতুন আকর্ষণ ৷ আজ বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে এই নতুন প্রাণীদের এনক্লোজা়রগুলির উদ্বোধন করেন বনমন্ত্রী ব্রাত্য বসু ৷

kolkata
কলকাতা চিড়িয়াখানা


14ই জুন মাদ্রাজ থেকে এই চারটি অ্যানাকন্ডাকে আনা হয় । এগুলি প্রায় সাড়ে চার ফুটের ৷ বয়স চার বছর । অন্যদিকে, চোরা শিকারিদের হাত থেকে দুটি লেপার্ডকে উদ্ধার করে জলপাইগুড়ি ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিওরো ৷ এই লেপার্ড দুটিকেও আনা হয় কলকাতা চিড়িয়াখানায় । পাশাপাশি ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে দুটি হায়না, পটনা চিড়িয়াখানা থেকে একটি সাদা বাঘও আনা হয় । দুটি জ়েব্রার বদলে এই সাদা বাঘটিকে আনা হয়েছে । এই বাঘের নাম রাজা ৷ তার বয়স 5 বছর । এতদিন কলকাতা চিড়িয়াখানার সাদা বাঘ ছিল 1৷ রাজা আসায় এবার সাদা বাঘের সংখ্যা বেড়ে দাঁড়াল 2 ৷

kolkata
নয়া আকর্ষণ অ্যানাকোন্ডা

ব্রাত্য বসু বলেন, "গত চার বছরে অন্য রাজ্যে যেখানে বাঘের সংখ্যা কমছে সেখানে আমাদের রাজ্যে বাঘের সংখ্যা অনেকটাই বেড়েছে । বাঘের সংখ্যা 76 থেকে 88 হয়েছে । ইতিমধ্যে আরও তিনটে বাঘের সন্ধান পাওয়া গেছে । সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে 91টি বাঘ রয়েছে । আমাদের রাজ্যের ঘণবসতি বেশি হওয়া সত্ত্বেও বাঘের সংখ্যা বেড়েছে । তাদের নিরাপত্তার জন্য আরও নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে ৷ দীর্ঘদিন ধরে নিরাপত্তা জন্য পদ খালি পড়ে আছে । দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে ৷ চিড়িয়াখানাতেও নতুন 342টি পদ আছে ৷ সেই জায়গাতে দ্রুতই কর্মী নিয়োগ করা হবে ।"

kolkata
আজ বিশ্ব ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে এই নতুন প্রাণীদের এনক্লোজা়রগুলির উদ্বোধন করেন বনমন্ত্রী ব্রাত্য বসু
Intro:চিড়িয়াখানায় নতুন 9 সদস্যকে আনা হলো দর্শকের সামনে। আজ থেকে দর্শকদের সামনে তুলে ধরা হলো চিড়িয়াখানা নতুন সদস্যদের কে। চারটি অ্যানাকন্ডা, দুটি লেপার্ড, দুটি হায়না ও একটি সাদা বাঘ এখন চিড়িয়াখানার নতুন আকর্ষণ। আজ আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। এই উপলক্ষে বনমন্ত্রী ব্রাত্য বসু এই নতুন প্রাণীদের এনক্লোজার গুলির উদ্বোধন করেন।

14 ই জুন মাদ্রাস থেকে চারটি অ্যানাকন্ডা আনা হয়। প্রায় সাড়ে চার ফুটের এই অ্যানাকন্ডা গুলোর বয়স প্রায় চার বছর। ঝারগ্রাম এর চিড়িয়াখানা থেকে দুটি হায়না আনা হয়েছে।



Body:জলপাইগুড়ি ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর চোরা শিকারিদের হাত থেকে উদ্ধার করে দুটি লেপার্ড কে। উদ্ধার হওয়া লেপার্ড আনা হয় চিড়িয়াখানায়। আজ থেকে লেপার্ট গুলি কেউ দর্শকের সামনে আনা হয়।
ঝারগ্রাম এর চিড়িয়াখানা থেকে আনা হয়েছে দুটি হায়না। পাটনা চিড়িয়াখানা থেকে একটি সাদা বাঘ আনা হয়েছে। দুটি জিব্রারা বদলে এই সাদা বাঘটি কে আনা হয়েছে। এই বাঘের নাম রাজা বয়স 5 বছর। এতদিন সাদা বাঘ একটা ছিল রাজা আসার পর সংখ্যা বেড়ে দাড়ালো 2।


Conclusion:মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন বাঘের সংখ্যা যেখানে অন্য রাজ্যে কমছে সেখানে আমাদের রাজ্যের বাঘের সংখ্যা অনেকটাই বেড়েছে গত চার বছরে। গত চার বছরে 76 থেকে বাঘের সংখ্যা হয়েছে 88। আরো তিনটে বাঘের সন্ধান পাওয়া গেছে। ক্যামেরায় ছবি ওঠেনি বলে সেই তিনটি বাক্যে এখনো তালিকা ভুক্ত করা হয়নি। সব মিলিয়ে 91 টি বাঘ এই মুহূর্তে রয়েছে রাজ্যে । গোটা বিশ্বের যেখানে বাঘের সংখ্যা কমে যাচ্ছে সেখানেই আমাদের রাজ্যে বাঘের সংখ্যা বাড়াটা অত্যন্ত গর্বের। আমাদের রাজ্যের ঘনবসতি সত্ত বাঘের সংখ্যা বেড়েছে।সেই সঙ্গে আরও নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন। নিরাপত্তা কর্মী পদ খালি পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সেখানেও দ্রুত নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। চিড়িয়াখানাতেও নতুন করে 342 টি পদ তৈরি হয়েছে সেই সব জায়গাতে দ্রুতই কর্মী নিয়োগ করা হবে। চিড়িয়াখানাতেও নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.