কলকাতা, 23 জুলাই : আজ সন্ধ্যা ছ'টা পর্যন্ত কলকাতায় গ্রেপ্তার হয়েছে 886 জন । লকডাউন ভাঙা থেকে শুরু করে মাস্ক না পরা, প্রকাশ্যে থুতু ফেলার মতো অপরাধে গ্রেপ্তার করা হয়েছে । আজ মাস্ক না পড়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে 552 জনকে । মোট গাড়ি সিজ করা হয়েছে 30 টি । প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 40 জনকে ।
কোরোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে পুলিশ । বারবার পুলিশের তরফে দেওয়া হচ্ছে সতর্কবার্তা । বিভিন্ন এলাকায় মাইকিং করে চালান হচ্ছে প্রচার ।
কিন্তু তারপরেও কনটেনমেন্ট জোনের মানুষজন বেরিয়ে পড়ছেন পথে । তবে নাছোড়বান্দা পুলিশ । পাশাপাশি লকডাউনের কলকাতায় শহরজুড়ে চলছে নাকা চেকিং । সেই সূত্রে চেক করা হচ্ছে সব গাড়ি এবং বাইক আরোহীদের । দেখা হচ্ছে কতটা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তারা । পাশাপাশি দেখা হচ্ছে মানুষ মাস্ক পড়ে রাস্তায় বের হচ্ছেন কিনা ।
কলকাতায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে । স্বরাষ্ট্রসচিব জানিয়ে দিয়েছেন শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ । সংক্রমণ ঠেকাতে সপ্তাহে দুদিন কড়া লকডাউনের ব্যবস্থা নেওয়া হয়েছে । তারপরেও একশ্রেণির মানুষ অপ্রয়োজনে বেরিয়ে পড়ছে রাস্তায় । অনেকেই ব্যবহার করছেন না মাস্ক ।
মাস্ক ব্যবহার বাধ্যতামূলক । তারপর পুলিশের তরফ থেকে বিলি করা হচ্ছে মাস্ক । রাজ্যে রোজ 2 হাজারের বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন । তার সিংহভাগই কলকাতার বাসিন্দা । রাজ্য সরকার জানিয়ে দিয়েছে কোরোনা পরিস্থিতি আশঙ্কাজনক । কিন্তু তাতেও টনক নড়েনি কলকাতাবাসীর ।