ETV Bharat / state

রাজ‍্যে কোরোনায় মৃত্যু 80 চিকিৎসকের

এরাজ‍্যে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে 80 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে । এই 80 জনের মধ্যে বৃহস্পতিবার তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে ।

80-doctors-died-due-to-covid-19-in-west-bengal
কোরোনায় রাজ‍্যে 80 জন চিকিৎসকের মৃত্যু
author img

By

Published : Dec 4, 2020, 5:01 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হল 80 জন চিকিৎসকের । গতকালই মৃত্যু হয়েছে তিন চিকিৎসকের । যাঁদের মধ্যে রয়েছেন রাজ‍্যের এক মেডিকেল কলেজের প্রিন্সিপাল ।


চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে জানিয়েছেন, এরাজ‍্যে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে 80 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে । এই 80 জনের মধ্যে বৃহস্পতিবার তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে । এই তিন জনের মধ্যে রয়েছেন উত্তর 24 পরগনার কামারহাটিতে অবস্থিত কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালের প্রিন্সিপাল ।

দেশে সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা


কোরোনায় আক্রান্ত হওয়ার জেরে কামারহাটির ওই মেডিকেল কলেজের প্রিন্সিপালের চিকিৎসা চলছিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানে গতকাল তাঁর মৃত্যু হয় । ডব্লিউবিডিএফের তরফে জানানো হয়েছে, ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে গতকাল কোরোনায় আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে । কয়েকদিন আগে হাসপাতাল থেকে তাঁকে ছাড়া করা হয়েছিল । তবে শারীরিক অবস্থার অবনতির কারণে ফের তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।

শিলিগুড়িতে আরও এক চিকিৎসকের মৃত্য়ু হয়েছে ৷ শিলিগুড়ির বেসরকারি একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই মৃত্যু হয় তাঁর । এখনও রাজ্য়ের একাধিক হাসপাতালে বহু চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়ে ভরতি রয়েছেন ৷

কলকাতা, 4 ডিসেম্বর: কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হল 80 জন চিকিৎসকের । গতকালই মৃত্যু হয়েছে তিন চিকিৎসকের । যাঁদের মধ্যে রয়েছেন রাজ‍্যের এক মেডিকেল কলেজের প্রিন্সিপাল ।


চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে জানিয়েছেন, এরাজ‍্যে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে 80 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে । এই 80 জনের মধ্যে বৃহস্পতিবার তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে । এই তিন জনের মধ্যে রয়েছেন উত্তর 24 পরগনার কামারহাটিতে অবস্থিত কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালের প্রিন্সিপাল ।

দেশে সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা


কোরোনায় আক্রান্ত হওয়ার জেরে কামারহাটির ওই মেডিকেল কলেজের প্রিন্সিপালের চিকিৎসা চলছিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানে গতকাল তাঁর মৃত্যু হয় । ডব্লিউবিডিএফের তরফে জানানো হয়েছে, ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে গতকাল কোরোনায় আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে । কয়েকদিন আগে হাসপাতাল থেকে তাঁকে ছাড়া করা হয়েছিল । তবে শারীরিক অবস্থার অবনতির কারণে ফের তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।

শিলিগুড়িতে আরও এক চিকিৎসকের মৃত্য়ু হয়েছে ৷ শিলিগুড়ির বেসরকারি একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই মৃত্যু হয় তাঁর । এখনও রাজ্য়ের একাধিক হাসপাতালে বহু চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়ে ভরতি রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.