ETV Bharat / state

কলকাতায় অনুপ্রবেশ চক্রের হদিশ, পুলিশের জালে তিন পান্ডা - racked of infiltration

তিন পান্ডা ছাড়াও পাঁচ বাংলাদেশের নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাদের নাম হাবিব শেখ, মহম্মদ হৃদয় শেখ, আবদুল কালাম, আওয়াল মিদ্দা ও রাহুল শেখ । এদের মধ্যে প্রথম চারজন খুলনার বাসিন্দা ও রাহুলের বাড়ি বাংলাদেশের যশোরে । ধৃতদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনও বৈধ ছাড়পত্র পাওয়া যায়নি । টাকার বিনিময়ে তারা সীমান্ত পার হত বলে পুলিশের জেরায় স্বীকার করে নিয়েছে ৷ তাদের বিরুদ্ধে 14 সি ফরেনার অ্যাক্টে মামলা রুজু হয়েছে ৷

কলকাতায় অনুপ্রবেশ চক্রের হদিশ, পুলিশের জালে তিন পান্ডা
author img

By

Published : Aug 21, 2019, 5:56 PM IST

কলকাতা, 21 অগাস্ট : কলকাতায় মিলল অনুপ্রবেশ চক্রের হদিশ । এই চক্রের তিন পান্ডাকে কালকাতা থেকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স ৷

বাংলাদেশের নাগরিকদের বেআইনিভাবে ভারতে প্রবেশ করানোই ছিল এই অনুপ্রবেশ চক্রের পান্ডাদের মূল কাজ ৷ কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোপন সূত্রে খবর পায়, BSF-র চোখে ধুলো দিয়ে বেআইনিভাবে কয়েকজন বাংলাদেশের নাগরিককে কলকাতায় আনা হয়েছে ৷ এর পরই কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের তিন পান্ডাকে ৷

সম্প্রতি নিয়মিত BSF বাংলাদেশের নাগরিকদের আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, টাকার বিনিময়ে বাংলাদেশিদের বেআইনিভাবে ভারতে ঢোকানো হয় ৷ সীমান্তবর্তী এলাকার কয়েকজন দালাল এ ব্যাপারে সক্রিয় ৷ এই দালাল চক্র রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ৷ গতকাল গোপন সূত্রে খবর পেয়ে, রবীন্দ্র প্রসাদ, আবদুল সালাম ও মজিবর কাজি নামে এই চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ গতরাতে তাদের কলকাতার সুরেশ সরকার রোড থেকে গ্রেপ্তার করা হয় ৷ এদের মধ্যে রবীন্দ্র প্রসাদ কলকাতার মুচিপাড়ার বাসিন্দা ৷ আবদুল ও মজিবরের বাড়ি যথাক্রমে হাওড়া ও উত্তর 24 পরগনায় ৷

তিন পান্ডা ছাড়াও পাঁচ বাংলাদেশের নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাদের নাম হাবিব শেখ, মহম্মদ হৃদয় শেখ, আবদুল কালাম, আওয়াল মিদ্দা ও রাহুল শেখ । এদের মধ্যে প্রথম চারজন খুলনার বাসিন্দা ও রাহুলের বাড়ি বাংলাদেশের যশোরে । ধৃতদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনও বৈধ ছাড়পত্র পাওয়া যায়নি । টাকার বিনিময়ে তারা সীমান্ত পার হত বলে পুলিশের জেরায় স্বীকার করে নিয়েছে ৷ তাদের বিরুদ্ধে 14 সি ফরেনার অ্যাক্টে মামলা রুজু হয়েছে ৷ পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে ৷

কলকাতা, 21 অগাস্ট : কলকাতায় মিলল অনুপ্রবেশ চক্রের হদিশ । এই চক্রের তিন পান্ডাকে কালকাতা থেকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স ৷

বাংলাদেশের নাগরিকদের বেআইনিভাবে ভারতে প্রবেশ করানোই ছিল এই অনুপ্রবেশ চক্রের পান্ডাদের মূল কাজ ৷ কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোপন সূত্রে খবর পায়, BSF-র চোখে ধুলো দিয়ে বেআইনিভাবে কয়েকজন বাংলাদেশের নাগরিককে কলকাতায় আনা হয়েছে ৷ এর পরই কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের তিন পান্ডাকে ৷

সম্প্রতি নিয়মিত BSF বাংলাদেশের নাগরিকদের আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, টাকার বিনিময়ে বাংলাদেশিদের বেআইনিভাবে ভারতে ঢোকানো হয় ৷ সীমান্তবর্তী এলাকার কয়েকজন দালাল এ ব্যাপারে সক্রিয় ৷ এই দালাল চক্র রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ৷ গতকাল গোপন সূত্রে খবর পেয়ে, রবীন্দ্র প্রসাদ, আবদুল সালাম ও মজিবর কাজি নামে এই চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ গতরাতে তাদের কলকাতার সুরেশ সরকার রোড থেকে গ্রেপ্তার করা হয় ৷ এদের মধ্যে রবীন্দ্র প্রসাদ কলকাতার মুচিপাড়ার বাসিন্দা ৷ আবদুল ও মজিবরের বাড়ি যথাক্রমে হাওড়া ও উত্তর 24 পরগনায় ৷

তিন পান্ডা ছাড়াও পাঁচ বাংলাদেশের নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাদের নাম হাবিব শেখ, মহম্মদ হৃদয় শেখ, আবদুল কালাম, আওয়াল মিদ্দা ও রাহুল শেখ । এদের মধ্যে প্রথম চারজন খুলনার বাসিন্দা ও রাহুলের বাড়ি বাংলাদেশের যশোরে । ধৃতদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনও বৈধ ছাড়পত্র পাওয়া যায়নি । টাকার বিনিময়ে তারা সীমান্ত পার হত বলে পুলিশের জেরায় স্বীকার করে নিয়েছে ৷ তাদের বিরুদ্ধে 14 সি ফরেনার অ্যাক্টে মামলা রুজু হয়েছে ৷ পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে ৷

Intro:কলকাতা, ২১ অগাস্ট: কোনও সীমান্ত এলাকা নয়। এবার খাস কলকাতায় মিলল মানব পাচার চক্রের হদিশ। বেআইনিভাবে বাংলাদেশ সীমান্ত পার করিয়ে এদেশে বাংলাদেশিদের নিয়ে আসাই যাদের কাজ। এবারও BSFএর চোখে ধুলো দিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশীদের এনে ফেলা হয়েছিল খাস কলকাতায়। গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। সেই সূত্রেই গ্রেপ্তার করা হয় তাদের। চক্রের দুই পান্ডা কেউ গ্রেপ্তার করেছে পুলিশ।Body:বাংলাদেশ সীমান্ত বাহিনী ফায়ার করে এদেশে চলে আসা প্রায় নিত্যদিনের ঘটনা। সম্প্রতি রোজ নিয়ম করে বিএসএফ বাংলাদেশিদের আটক করে তুলে দিচ্ছে পুলিশের হাতে। তখনই জানা যায় নির্দিষ্ট চক্রের মাধ্যমে পয়সা দিয়ে বেআইনি পথে বাংলাদেশীদের ঢোকানো হয়। সীমান্তবর্তী এলাকার বেশকিছু দালাল এব্যাপারে সক্রিয়। সেই দালাল চক্র ছড়িয়ে আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স খবর পায়, কলকাতার মুচিপাড়া এবং কামারহাটির বাসিন্দা রবীন্দ্র প্রসাদ, হাওড়ার আব্দুল সালাম এবং উত্তর 24 পরগনার মজিবর কাজী মানব পাচার চক্রের পান্ডা। তাদের ওপর নজর রাখা হচ্ছিল। Conclusion:গত মধ্যরাতে কলকাতা সুরেশ সরকার রোড থেকে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ বাংলাদেশীকেও। তাদের নাম হাবিব শেখ, মহম্মদ হৃদয় শেখ, আব্দুল কালাম, আওয়াল মিদ্দা, রাহুল শেখ। এদের মধ্যে প্রথম চারজন খুলনার বাসিন্দা। রাহুল যশোরের। তাদের কাছে ভারতে আসার কোনো বৈধ ছাড়পত্র পাওয়া যায়নি। পুলিশি জেরায় তালা স্বীকার করে নিয়েছে, তারা নির্দিষ্ট ব্যক্তির হাতে টাকা দিয়ে সীমান্ত পার হয়ে এদেশে এসেছে। ধৃতদের জেরা করে এই চক্রে আরো কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে ১৪ সি ফরেনার অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.