কলকাতা, 15 মে : রাজ্যে এল আরও 75 হাজার করোনা ভ্যাকসিন ৷ আজ সকাল 8টায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় কোভ্যাকসিন ৷ হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন পৌঁছায় ৷ বাগবাজারের সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে প্রথমে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখান থেকেই রাজ্যের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে বণ্টন প্রক্রিয়া শুরু হবে ৷ বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক ৷
আরও পড়ুন : 7 লাখ 45 হাজার কোভিশিল্ড ভ্যাকসিন এল রাজ্যে
চলতি মাসে প্রায় 14 লাখ ভ্যাকসিন এসেছে রাজ্যে ৷ প্রসঙ্গত রাজ্যের বহু জায়গায় ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে ৷ আবার ভ্যাকসিন পাওয়ার জন্য দিতে হচ্ছে লাইন ৷ দীর্ঘসময় লম্বালাইনে দাঁড়াবার পরেও অনেকে ভ্যাকসিন পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে বারে বারে ৷
ওয়াকিবহাল মহল মনে করছেন, এই কঠিন পরিস্থিতিতে কোভিশিল্ডের বিকল্প হিসেবে কোভ্যাকসিন মজুত করে রাখছে রাজ্য সরকার ৷ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনের তুলনায় এই বরাত কম হলেও ভ্যাকসিনের সংকট কিছুটা হলেও কমবে ৷