ETV Bharat / state

ষষ্ঠ দফায় রাজ্যে থাকবে 740 কম্পানি কেন্দ্রীয় বাহিনী

710 কম্পানি কেন্দ্রীয় বাহিনীতে 100 শতাংশ বুথে ভোট সম্ভব নয় । গতকাল 740 কম্পানি কেন্দ্রীয় বাহিনীর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করেন বিবেক দুবে । সূত্রের খবর, রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে ষষ্ঠ দফার নির্বাচনে ।

কেন্দ্রীয় বাহিনী
author img

By

Published : May 9, 2019, 12:38 AM IST

কলকাতা, 9 মে : রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে ষষ্ঠ দফার নির্বাচনে । গতকাল 740 কম্পানি কেন্দ্রীয় বাহিনীর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করেন বিবেক দুবে । কমিশনের ইচ্ছে ছিল 100 শতাংশ বাহিনী রেখে ভোট করার । কিন্তু 710 কম্পানিতে সেটা সম্ভব ছিল না । সেই সূত্রেই স্বরাষ্ট্র মন্ত্রকের দারস্থ হয় কমিশন । কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে মিলবে আরও 30 কম্পানি বাহিনী ।

সেই সূত্রে 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী নিয়েই ষষ্ঠ দফার ভোট সম্পন্ন হওয়ার সম্ভবনা প্রবল । আসলে কমিশনের নজরে আছে জঙ্গলমহল । সেখানে রাজ্যের বাহিনী দিয়ে ভোট করানো কোনোভাবেই চায়নি কমিশন । সেকারণেই আবেদন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ।

এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের সর্বোচ্চ মহলের কাছে খবর ছিল ষষ্ঠ দফায় সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী । রাজ্য পুলিশের এক কর্তা এবিষয়ে জানিয়েছিলেন, শুধু মাওবাদী অধ্যুষিত ঝাড়গ্রাম লোকসভার 100 শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী । বাকি সাতটিতে 73.3 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে । ঠিক ছিল, আটটি লোকসভা আসনে নির্বাচনের জন্য এবার থাকবে 683 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । সেই হিসেবেই তৈরি হয়ে যায় বাহিনী ডেপ্লয়মেন্টের প্ল্যান । কিন্তু বিবেক দুবে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পর বিষয়টি পালটে যায় । এরপর তিনি জানিয়ে দেন, 710 কম্পানি রেখেই হবে ষষ্ঠ দফার ভোট । যদিও তিনি আরও বলেন, "সেটা এখনও ঠিক হয়নি । দেখা যাক কী ডেপ্লয়মেন্ট হয় ।"


12 মে ষষ্ঠ দফার নির্বাচন । পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে নির্বাচন সেদিন । এই দফায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ঝাড়গ্রাম । কারণ কিছুদিন আগেই মাওবাদীদের হামলায় মহারাষ্ট্রের গড়চিরৌলিতে এক চালকসহ 15 জন জওয়ান শহিদ হন । জানা গেছে, সাম্প্রতিক এই ঘটনার ফলেই তথাকথিত এই মাওবাদী অধ্যুষিত এলাকায় ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন । সেই সূত্রে পঞ্চম দফা নির্বাচনের আগেই 50 কম্পানি বাহিনী পাঠিয়ে দেওয়া হয় জঙ্গলমহলে ।

কলকাতা, 9 মে : রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে ষষ্ঠ দফার নির্বাচনে । গতকাল 740 কম্পানি কেন্দ্রীয় বাহিনীর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করেন বিবেক দুবে । কমিশনের ইচ্ছে ছিল 100 শতাংশ বাহিনী রেখে ভোট করার । কিন্তু 710 কম্পানিতে সেটা সম্ভব ছিল না । সেই সূত্রেই স্বরাষ্ট্র মন্ত্রকের দারস্থ হয় কমিশন । কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে মিলবে আরও 30 কম্পানি বাহিনী ।

সেই সূত্রে 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী নিয়েই ষষ্ঠ দফার ভোট সম্পন্ন হওয়ার সম্ভবনা প্রবল । আসলে কমিশনের নজরে আছে জঙ্গলমহল । সেখানে রাজ্যের বাহিনী দিয়ে ভোট করানো কোনোভাবেই চায়নি কমিশন । সেকারণেই আবেদন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ।

এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের সর্বোচ্চ মহলের কাছে খবর ছিল ষষ্ঠ দফায় সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী । রাজ্য পুলিশের এক কর্তা এবিষয়ে জানিয়েছিলেন, শুধু মাওবাদী অধ্যুষিত ঝাড়গ্রাম লোকসভার 100 শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী । বাকি সাতটিতে 73.3 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে । ঠিক ছিল, আটটি লোকসভা আসনে নির্বাচনের জন্য এবার থাকবে 683 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । সেই হিসেবেই তৈরি হয়ে যায় বাহিনী ডেপ্লয়মেন্টের প্ল্যান । কিন্তু বিবেক দুবে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পর বিষয়টি পালটে যায় । এরপর তিনি জানিয়ে দেন, 710 কম্পানি রেখেই হবে ষষ্ঠ দফার ভোট । যদিও তিনি আরও বলেন, "সেটা এখনও ঠিক হয়নি । দেখা যাক কী ডেপ্লয়মেন্ট হয় ।"


12 মে ষষ্ঠ দফার নির্বাচন । পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে নির্বাচন সেদিন । এই দফায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ঝাড়গ্রাম । কারণ কিছুদিন আগেই মাওবাদীদের হামলায় মহারাষ্ট্রের গড়চিরৌলিতে এক চালকসহ 15 জন জওয়ান শহিদ হন । জানা গেছে, সাম্প্রতিক এই ঘটনার ফলেই তথাকথিত এই মাওবাদী অধ্যুষিত এলাকায় ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন । সেই সূত্রে পঞ্চম দফা নির্বাচনের আগেই 50 কম্পানি বাহিনী পাঠিয়ে দেওয়া হয় জঙ্গলমহলে ।

Intro:কলকাতা, ৮ মে: ষষ্ঠ দফার সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। সেভাবেই তৈরি হয়েছিল প্ল্যান। সেই প্ল্যান জানিয়ে দেওয়া হয় জেলা স্তরে। কিন্তু গতকাল সন্ধ্যার পরে বদলে যায় চিত্রটা। দিল্লিতে নির্বাচন সদনে বৈঠক করার পর বিবেক দুবে জানিয়ে দেন, ৭১০ কম্পানি বাহিনী রেখে ভোট হবে ষষ্ঠ দফায়। কিন্তু সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবেন কিনা তা জানাতে পারেননি তিনি। আজ বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও কথা দিতে পারলেন না। জানাতে পারলেন না সব বুঝে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা। বললেন, “ পর্যাপ্ত বাহিনী থাকবে ষষ্ঠ দফায়।" Body:এদিকে, কমিশন চাইছে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকুক। সেই সূত্রে আজ বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে দেখা করছেন স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবের সঙ্গে। দুবে জানিয়েছেন, আরো বেশি বাহিনী পাওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা করতে তিনি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করবেন। সে ক্ষেত্রে ষষ্ঠ দফায় আরো বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা প্রবল।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ৬১৭ কম্পানি বাহিনী রেখে ভোট হয়েছিল। ২০১৬ সালের বিধানসভার নির্বাচনে বাহিনী 700 কম্পানির কিছু কম ছিল। কিন্তু এবার সেই সব রেকর্ড ভাঙতে চলেছে ষষ্ঠ দফায়।


যদিও রাজ্য পুলিশের সর্বচ্চ মহলের কাছে গতকাল বিকেল পর্যন্ত খবর ছিল ষষ্ঠ দফায় সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী! সূত্রের খবর তেমনটাই। রাজ্য পুলিশের এক কর্তা জানিয়েছিলেন, শুধুমাত্র মাও অধ্যুষিত ঝাড়গ্রাম লোকসভায় থাকবে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী। বাকি ৭ লোকসভা আসনে ৭৩.৫ শতাংশ বুথে থাকবে বাহিনী। ঠিক ছিল ৮ টি লোকসভা আসনে নির্বাচনের জন্য এবার থাকবে ৬৮৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই হিসেবেই তৈরি হয়ে যায় বাহিনী ডেপ্লয়মেন্টের প্ল্যান। কিন্তু বিবেক দুবে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পর পাল্টে যায় সংখ্যাটা। সন্ধ্যের পর তিনি জানিয়ে দেন, ৭১০ কম্পানি রেখে হবে ভোট। আজ আবার দুবে জানান বাড়তে পারে বাহিনীর সংখ্যা। সেক্ষেত্রে ১০০ শতাংশবুথেই বাহিনী থাকার সম্ভবনা। যদিও বিবেক বলেন, “ সেটা এখনও ঠিক হয়নি। দেখা যাক কি ডেপ্লয়মেন্ট হয়।"Conclusion:আগামী ১২ মে ষষ্ঠ দফার নির্বাচন। পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে নির্বাচন হবে সেদিন। এই দফায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ঝাড়গ্রাম আসলে শ্রম দিবসে “ বিপ্লব" করেছিল মাওবাদীরা। তাদের গেরিলা আক্রমনে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে এক চালক সহ ১৫ জন জওয়ান শহিদ হন।IED বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয় সেনা জওয়ানদের গাড়িতে। পরের দিনই ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীরা গ্রামে ঢুকে দু'জনকে পুলিশের “গুপ্তচর সন্দেহে" খুন করে। সাম্প্রতিক এই ঘটনা প্রবাহের যুগে ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন। সেই সূত্রে পঞ্চম দফার নির্বাচনের আগেই ৫০ কোম্পানি বাহিনী পাঠানো হয় জঙ্গলমহলে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.