ETV Bharat / state

হেলদোল নেই একাংশের, কলকাতায় লকডাউন ভেঙে গ্রেপ্তার 715 - corona news updates

লকডাউন অমান্য করায় ও মাস্ক না পরে বেরোনোয় গতকাল মোট 715 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : May 9, 2020, 7:57 AM IST

কলকাতা, 9 মে : বেড়েছে লকডাউনের সময়সীমা । এদিকে লকডাউনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও । একদিনে সংক্রমণের নিরিখে গতকাল রেকর্ড করেছে রাজ্য । বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত মাত্র 24 ঘণ্টায় 130 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা এখন 1678 । এই পরিস্থিতিতেও লকডাউন অমান্য করে রাস্তায় বের হচ্ছেন মানুষজন । রাস্তায় বেরোলে যেখানে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ছেন অনেকে । আর এতে গতকাল মোট 715 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ । কলকাতার বিভিন্ন প্রান্তে চলছে নাকা চেকিং । জারি রয়েছে কড়া নজরদারি ।

নবান্নের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছেন 1678 জন মানুষ । আর তার মধ্যে কলকাতাতেই 883 । অর্থাৎ গোটা রাজ্যে যতজন সংক্রমিত তার মধ্যে অর্ধেকই কলকাতায় । যাতে মৃত্যু হয়েছে 55 জনের । কোরোনা সংক্রমণ হওয়া সত্ত্বেও অন্য কারণে মৃত্যু হয়েছে 52 জনের । এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 572 । যা রাজ্যের মধ্যে সর্বাধিক । এই পরিসংখ্যান দেখেও হুঁশ ফেরেনি কারও । সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হলেও নানা অজুহাতে বেরিয়ে পড়ছেন অনেকে । কেউ পুরানো প্রেসকিপশন দেখাচ্ছেন, কেউ বেতন আনতে যাওয়ার অজুহাত দিচ্ছেন তো কেউ ব্যাঙ্কে যাচ্ছেন বলে বেরিয়ে পড়ছেন । রোজই এমন অনেককে গ্রেপ্তার করছে কলকাতা পুলিশ । গতকালও লকডাউন অমান্য করার অপরাধে ও মাস্ক না পরে বেরোনোয় মোট 715 জনকে গ্রেপ্তার করেছে তারা ।

লালবাজারের তথ্য বলছে, এদের মধ্যে মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার হয়েছেন 117 জন । প্রকাশ্যে থুথু ফেলার জন্য গ্রেপ্তারের সংখ্যা 48 । এর পাশাপাশি সিজ় করা হয়েছে 41 টি গাড়ি ।

কলকাতা, 9 মে : বেড়েছে লকডাউনের সময়সীমা । এদিকে লকডাউনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও । একদিনে সংক্রমণের নিরিখে গতকাল রেকর্ড করেছে রাজ্য । বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত মাত্র 24 ঘণ্টায় 130 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা এখন 1678 । এই পরিস্থিতিতেও লকডাউন অমান্য করে রাস্তায় বের হচ্ছেন মানুষজন । রাস্তায় বেরোলে যেখানে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ছেন অনেকে । আর এতে গতকাল মোট 715 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ । কলকাতার বিভিন্ন প্রান্তে চলছে নাকা চেকিং । জারি রয়েছে কড়া নজরদারি ।

নবান্নের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছেন 1678 জন মানুষ । আর তার মধ্যে কলকাতাতেই 883 । অর্থাৎ গোটা রাজ্যে যতজন সংক্রমিত তার মধ্যে অর্ধেকই কলকাতায় । যাতে মৃত্যু হয়েছে 55 জনের । কোরোনা সংক্রমণ হওয়া সত্ত্বেও অন্য কারণে মৃত্যু হয়েছে 52 জনের । এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 572 । যা রাজ্যের মধ্যে সর্বাধিক । এই পরিসংখ্যান দেখেও হুঁশ ফেরেনি কারও । সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হলেও নানা অজুহাতে বেরিয়ে পড়ছেন অনেকে । কেউ পুরানো প্রেসকিপশন দেখাচ্ছেন, কেউ বেতন আনতে যাওয়ার অজুহাত দিচ্ছেন তো কেউ ব্যাঙ্কে যাচ্ছেন বলে বেরিয়ে পড়ছেন । রোজই এমন অনেককে গ্রেপ্তার করছে কলকাতা পুলিশ । গতকালও লকডাউন অমান্য করার অপরাধে ও মাস্ক না পরে বেরোনোয় মোট 715 জনকে গ্রেপ্তার করেছে তারা ।

লালবাজারের তথ্য বলছে, এদের মধ্যে মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার হয়েছেন 117 জন । প্রকাশ্যে থুথু ফেলার জন্য গ্রেপ্তারের সংখ্যা 48 । এর পাশাপাশি সিজ় করা হয়েছে 41 টি গাড়ি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.