কলকাতা, 2 জুন : রাজ্যে সাড়ে ছ'হাজার ছাড়াল কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় 340 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে । রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল 6 হাজার 508 । বেড়েছে মৃতের সংখ্যাও । এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্য়ে মোট 273 জনের মৃত্যু হয়েছে ।
গতকাল রাজ্য়ে কোরোনা আক্রান্তের সংখ্য়া ছিল 6 হাজার 168 জন । আজ আক্রান্ত হয়েছে আরও 340 জন । গতকাল মৃতের সংখ্য়া ছিল 263 । আজ আরও দশ জনের মৃত্য়ু হয়েছে । আর কোমর্বিডিটিতে মৃত্য়ু হয়েছে 72 জনের । সুস্থ হয়ে আজ 170 জন বাড়ি ফিরেছেন । এপর্যন্ত রাজ্যে মোট 2 হাজার 580 জন সুস্থ হয়ে উঠেছেন । সুস্থ হয়ে ওঠার হার 39.64 শতাংশ । রাজ্যে গতকাল পর্যন্ত 2 লাখ 22 হাজার 726 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 9 হাজার 499 জনের নমুনা পরীক্ষা করা হয় । এপর্যন্ত মোট 2 লাখ 32 হাজার 225 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 2 হাজার 580 জনের পরীক্ষা করা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনা আক্রান্তের হার 2.80 শতাংশ । বর্তমানে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্য়া 41 । এই সপ্তাহে নতুন করে তিনটি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । এর মধ্য়ে একটি ল্য়াবরেটরি এখনও অনুমোদন পায়নি ।
রাজ্য়ে সরকারি কোয়ারানটিনের মোট সংখ্য়া 582 । বর্তমানে সেখানে 18 হাজার 525 জন রয়েছে । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 56 হাজার 118 জন । এপর্যন্ত হোম কোয়ারানটিনে রয়েছে 2 লাখ 44 হাজার 828 জন । বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছে 1 লাখ 48 হাজার 287 জন । ছাড়া পেয়েছে 96 হাজার 541 জন । এই মুহূর্তে কোরোনা হাসপাতালের সংখ্যা 69 । এর মধ্যে 16 টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল রয়েছে । কোরোনা হাসপাতাগুলিতে মোট শয্য়ার সংখ্যা 8 হাজার 785 । ICU যুক্ত শয্যার সংখ্যা 920 । এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্য়া 392 ।