ETV Bharat / state

লকডাউন অমান্য করায় কলকাতায় গ্রেপ্তার 618

কলকাতাবাসীর একাংশের এখনও হুঁশ ফেরেনি । তাঁরা অপ্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন । তাঁদের নিয়ন্ত্রণে আনতে অবশ্য তৎপর কলকাতা পুলিশ । তাই গতকাল লকডাউন অমান্য করায় 618 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ।

author img

By

Published : May 11, 2020, 9:47 AM IST

Kolkata Police
কলকাতা পুলিশ

কলকাতা, 11 মে : আক্রান্তের সংখ্যা রাজ্যের মধ্যে সর্বাধিক । এই মুহূর্তে কলকাতায় সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 614 জন । গতকাল নতুন করে সংক্রমিত হয়েছেন 37 জন । তারপরেও কলকাতাবাসীর একাংশের হুঁশ ফেরেনি । তাঁরা অপ্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন । তাঁদের নিয়ন্ত্রণে আনতে তৎপর কলকাতা পুলিশ । তাই গতকাল লকডাউন অমান্য করায় 618 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ।

গতকাল কলকাতায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 948 । শনিবার এই সংখ্যাটা ছিল 911 । অর্থাৎ একদিনে কলকাতায় আক্রান্ত হয়েছেন 37 জন । কলকাতায় এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 208 জন । গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9 জন । কোরোনার কারণে মৃত্যু হয়েছে 74 জনের । শনিবার পর্যন্ত এই সংখ্যাটা ছিল 64 । অর্থাৎ 10 জন রোগীর মৃত্যু হয়েছে একদিনে । অথচ কলকাতাবাসীর একাংশ কোনও কিছুকেই পাত্তা দিতে নারাজ ।

লকডাউনের তৃতীয় পর্যায়েও নিয়ম মানছেন না মানুষ । নানা ছুতোয় বেরিয়ে পড়ছেন রাস্তায় । এরকম অভিজ্ঞতা প্রতিদিনই হচ্ছে বিভিন্ন জায়গায় ডিউটিতে থাকা কলকাতার পুলিশকর্মীদের । তাই এই লকডাউন অমান্যকারীদের নিয়ন্ত্রণে আনতে ধরপাকড় জারি রেখেছে কলকাতা পুলিশ । সেই সূত্রেই গতকাল 618 জনতে গ্রেপ্তার করা হয়েছে । যাঁদের মধ্যে মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে 146 জনকে । থুতু ফেলার জন্য গ্রেপ্তারের সংখ্যা 38 । আর গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে 50 টি ।

কলকাতা, 11 মে : আক্রান্তের সংখ্যা রাজ্যের মধ্যে সর্বাধিক । এই মুহূর্তে কলকাতায় সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 614 জন । গতকাল নতুন করে সংক্রমিত হয়েছেন 37 জন । তারপরেও কলকাতাবাসীর একাংশের হুঁশ ফেরেনি । তাঁরা অপ্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন । তাঁদের নিয়ন্ত্রণে আনতে তৎপর কলকাতা পুলিশ । তাই গতকাল লকডাউন অমান্য করায় 618 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ।

গতকাল কলকাতায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 948 । শনিবার এই সংখ্যাটা ছিল 911 । অর্থাৎ একদিনে কলকাতায় আক্রান্ত হয়েছেন 37 জন । কলকাতায় এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 208 জন । গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9 জন । কোরোনার কারণে মৃত্যু হয়েছে 74 জনের । শনিবার পর্যন্ত এই সংখ্যাটা ছিল 64 । অর্থাৎ 10 জন রোগীর মৃত্যু হয়েছে একদিনে । অথচ কলকাতাবাসীর একাংশ কোনও কিছুকেই পাত্তা দিতে নারাজ ।

লকডাউনের তৃতীয় পর্যায়েও নিয়ম মানছেন না মানুষ । নানা ছুতোয় বেরিয়ে পড়ছেন রাস্তায় । এরকম অভিজ্ঞতা প্রতিদিনই হচ্ছে বিভিন্ন জায়গায় ডিউটিতে থাকা কলকাতার পুলিশকর্মীদের । তাই এই লকডাউন অমান্যকারীদের নিয়ন্ত্রণে আনতে ধরপাকড় জারি রেখেছে কলকাতা পুলিশ । সেই সূত্রেই গতকাল 618 জনতে গ্রেপ্তার করা হয়েছে । যাঁদের মধ্যে মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে 146 জনকে । থুতু ফেলার জন্য গ্রেপ্তারের সংখ্যা 38 । আর গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে 50 টি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.