ETV Bharat / state

By Election : তিন বিধানসভা কেন্দ্রে থাকছে 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - 52 কম্পানি কেন্দ্রীয় বাহিনী

আগামী 30 সেপ্টেম্বর রাজ্যে তিন আসনে নির্বাচন ও উপনির্বাচন হবে । রাজ্যে ভোটের আগে বা ভোটার দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী ।

By Election
By Election
author img

By

Published : Sep 14, 2021, 10:41 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : তিন আসনের নির্বাচন ও উপনির্বাচনের জন্য রাজ্যে এসে পৌঁছলো 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । পাশাপাশি আসন্ন এই তিন বিধানসভা কেন্দ্রে মোট 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর । আপাতত এই 15 কোম্পানি বাহিনীকে এরিয়া ডমিনেশন বা কেন্দ্র টহলের কাজে ব্যবহার করা হবে ।

আগামী 30 সেপ্টেম্বর রাজ্যে তিন আসনে নির্বাচন ও উপনির্বাচন হবে । রাজ্যে ভোটের আগে বা ভোটার দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য রাজ্যে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী । এই কথা আগেই জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন । জানা গিয়েছে, মোতায়েন করা ওই 15 কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফের 7 কোম্পানি, বিএসএফের 4 কোম্পানি, এসএসবি-র 2 কোম্পানি, সিআইএসএফ ও আইটিবিপি-র 1 কোম্পানি করে বাহিনী থাকবে ।

আরও পড়ুন : Bhabanipur by-election : সবচেয়ে ধনী প্রার্থী প্রিয়াঙ্কা, সম্পত্তির হিসেবে মমতার থেকে এগিয়ে শ্রীজীব

সাত কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে ৷ যদিও, এই সাত কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে দুটি কেন্দ্রে নির্বাচন হবে ৷ কারণ, ভোটগ্রহণের আগেই ওই দুই কেন্দ্রের প্রার্থী মারা যান ৷ সেক্ষেত্রে দুই কেন্দ্র উপনির্বাচনের আওতায় পড়ে না ৷ বাকি আরও পাঁচ কেন্দ্রে উপনির্বাচন ৷ এই পাঁচ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ 30 সেপ্টেম্বর ভবানীপুর-সহ রাজ্যের 3 আসনে ভোট ৷ গণনা রয়েছে 3 অক্টোবর ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর : তিন আসনের নির্বাচন ও উপনির্বাচনের জন্য রাজ্যে এসে পৌঁছলো 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । পাশাপাশি আসন্ন এই তিন বিধানসভা কেন্দ্রে মোট 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর । আপাতত এই 15 কোম্পানি বাহিনীকে এরিয়া ডমিনেশন বা কেন্দ্র টহলের কাজে ব্যবহার করা হবে ।

আগামী 30 সেপ্টেম্বর রাজ্যে তিন আসনে নির্বাচন ও উপনির্বাচন হবে । রাজ্যে ভোটের আগে বা ভোটার দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য রাজ্যে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী । এই কথা আগেই জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন । জানা গিয়েছে, মোতায়েন করা ওই 15 কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফের 7 কোম্পানি, বিএসএফের 4 কোম্পানি, এসএসবি-র 2 কোম্পানি, সিআইএসএফ ও আইটিবিপি-র 1 কোম্পানি করে বাহিনী থাকবে ।

আরও পড়ুন : Bhabanipur by-election : সবচেয়ে ধনী প্রার্থী প্রিয়াঙ্কা, সম্পত্তির হিসেবে মমতার থেকে এগিয়ে শ্রীজীব

সাত কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে ৷ যদিও, এই সাত কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে দুটি কেন্দ্রে নির্বাচন হবে ৷ কারণ, ভোটগ্রহণের আগেই ওই দুই কেন্দ্রের প্রার্থী মারা যান ৷ সেক্ষেত্রে দুই কেন্দ্র উপনির্বাচনের আওতায় পড়ে না ৷ বাকি আরও পাঁচ কেন্দ্রে উপনির্বাচন ৷ এই পাঁচ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ 30 সেপ্টেম্বর ভবানীপুর-সহ রাজ্যের 3 আসনে ভোট ৷ গণনা রয়েছে 3 অক্টোবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.