কলকাতা, 20মে : ব্ল্যাক ফাংগাসের কবলে এবার রাজ্যও ৷ এখনও পর্যন্ত রাজ্যের 5 জনের শরীরে এই ছত্রাকের সংক্রমণ ধরা পড়েছে । এমনকি ব্ল্যাক ফাংগাসের উপসর্গ থাকা একজন রোগীর মৃত্যু হয়েছে বলেও খবর । পরিস্থিতির দিকে নজর রেখে দ্রুত ব্ল্যাক ফাংগাস সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকা বা গাইডলাইন তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য ।
এ বিষয়ে বুধবার বিশেষজ্ঞদের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী । বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, বৈঠকে বিভিন্ন জেলা থেকে সংক্রমণ সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে । তার ভিত্তিতে রাজ্যবাসীর জন্য ব্ল্যাক ফাংগাস সংক্রমণ সংক্রান্ত একটি নির্দেশিকা তৈরি করার কথা ভাবছে স্বাস্থ্য দফতর ।
এই বিশেষ প্রজাতির ছত্রাক সংক্রমণ সাধারণত কোভিড আক্রান্ত রোগীদের মধ্যেই দেখা যায় । তবে স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত ৫ জনই করোনা রোগী নন । সূত্রের খবর, ব্ল্যাক ফাংগাসের উপসর্গ নিয়ে আর এক জন রোগী ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে । দিন পাঁচেক আগে তাঁর মৃত্যু হয়েছে । ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকলে এটিই হবে রাজ্যে এই বিশেষ ছত্রাক সংক্রমণে প্রথম মৃত্যু । তবে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের হাতে মিউকরমাইকোসিসের ওষুধ অ্যাম্ফোটেরাইসিন বি যথেষ্ট পরিমাণে মজুত আছে । তাই এই রোগের চিকিৎসায় অসুবিধা হওয়ার কথা নয় ।
স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বৃহস্পতিবার এক চিঠিতে লিখেছেন, ফাংগাল ইনফেকশন মিউকরমাইকোসিসের রূপে নতুন চ্যালেঞ্জ এসে হাজির হল । বহু রাজ্যে কোভিড রোগীদের মধ্যে এই সংক্রমণ হচ্ছে ৷ বিশেষত যাঁদের স্টেরয়েড চলছে বা অত্যাধিক ডায়বেটিস রয়েছে। তাঁর কথায়, এই ফাংগাস সংক্রমণের কারণে কোভিড রোগীদের মৃত্যুর হার বাড়ছে ।
এই রোগের চিকিৎসার জন্য বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথাও লিখেছেন আগরওয়াল । নিউরো সার্জেন, ইএনটি, চক্ষু বিশেষজ্ঞ, ডেন্টাল ফেশিয়াল সার্জেনের পরামর্শ নিতে হবে । তিনি লিখেছেন, মিউকরমাইকোসিসের শনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিকে মেনে চলতে হবে ।
আরও পড়ুন : ব্ল্যাক ফাংগাসকে মহামারি ঘোষণা করুন, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের
ব্ল্যাক ফাংগাস রোগে নাকের ওপর কালো ছোপ, দুর্বল দৃষ্টিশক্তি, বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে । মহারাষ্ট্রে ইতিমধ্যে 1500 জন এই রোগে আক্রান্ত । 90 জনের মৃত্যুও হয়েছে । রাজস্থান, তেলাঙ্গানা ইতিমধ্যে এই রোগকে মহামারি ঘোষণা করেছে । তামিলনাড়ুতে 9 জন এই রোগে আক্রান্ত ।
এই রোগের ভয়াবহতার কথা মাথায় রেখে করোনার মতোই ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিকেও মহামারি ঘোষণা করেছে কেন্দ্র । কেন্দ্রীয় সরকার চাইছে, একই কাজ করুক রাজ্যগুলি। সে কথা চিঠি দিয়ে রাজ্য সরকারকে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক । এর ফলে রাজ্যগুলোকে এখন থেকে মহামারি আইনে মিউকরমাইকোসিসে মৃত্যুর পরিসংখ্যান কেন্দ্রকে জানাতে হবে ।