ETV Bharat / state

ফের মানব পাচার চক্রের হদিশ, STF এর হাতে গ্রেপ্তার ৫ - CIT রোড লেডিস পার্কের ঘটনা

আজ বিকেলে বেনিয়াপুকুর থানা এলাকায় CIT রোড লেডিস পার্কের সামনে থেকে প্রথমে সন্দেহভাজন দুই বাংলাদেশিকে আটক করা হয় । জিজ্ঞাসাবাদ করলে তারা এ দেশে আসার কোনও বৈধ পাসপোর্ট কিংবা ভিসা দেখাতে পারেনি । পরে তাদের সূত্র ধরে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাদের নাম রহিম শেখ, লিটন সরদার, বনমালি অধিকারী, ভোলানাথ অধিকারী ও মহম্মদ রাজ্জাক গোলদার ৷

ছবি
author img

By

Published : Oct 17, 2019, 9:12 PM IST

কলকাতা, ১৭ অক্টোবর: কোনও সীমান্ত এলাকা নয় । খাস কলকাতায় মিলল মানব পাচার চক্রের হদিশ । বেআইনিভাবে সীমান্ত পার করিয়ে এদেশে বাংলাদেশিদের নিয়ে আসাই তাদের কাজ । এবারও BSF-র চোখে ধুলো দিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশিদের আনা হয়েছিল কলকাতায় । গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । তারপরই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ৷

সম্প্রতি প্রায় নিয়ম করেই বাংলাদেশিদের আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছে BSF । নির্দিষ্ট চক্রের মাধ্যমে পয়সা দিয়ে বেআইনি পথে বাংলাদেশিদের এদেশে নিয়ে আসা হচ্ছে খবর ছিল । সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকজন দালালও এব্যাপারে সক্রিয় । যারা ছড়িয়ে আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে । এর আগে স্পেশাল টাস্কফোর্স এমন এক চক্রের সন্ধান পেয়েছিল । সেই সূত্রেই নজর রাখা হয়েছিল ৷

STF সূত্রে খবর, আজ বিকেলে বেনিয়াপুকুর থানা এলাকায় CIT রোড লেডিস পার্কের সামনে থেকে প্রথমে সন্দেহভাজন দুই বাংলাদেশিকে আটক করা হয় । জিজ্ঞাসাবাদ করলে তারা এ দেশে আসার কোনও বৈধ পাসপোর্ট কিংবা ভিসা দেখাতে পারেনি । একজনের নাম রহিম শেখ । তিনি নড়াইলের বাসিন্দা । অন্যজন লিটন সরদার, বাড়ি খুলনা ৷ তাদের সঙ্গেই গ্রেপ্তার করা হয় মানব পাচার চক্রের আরও তিনজনকে ৷ তাদের নাম বনমালি অধিকারী, ভোলানাথ অধিকারী এবং মহম্মদ রাজ্জাক গোলদার । তিনজনই বনগাঁর ছয়ঘরিয়ার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে 14A এবং 14C Foreigners Act -এ মামলা রুজু করেছে পুলিশ ।

কলকাতা, ১৭ অক্টোবর: কোনও সীমান্ত এলাকা নয় । খাস কলকাতায় মিলল মানব পাচার চক্রের হদিশ । বেআইনিভাবে সীমান্ত পার করিয়ে এদেশে বাংলাদেশিদের নিয়ে আসাই তাদের কাজ । এবারও BSF-র চোখে ধুলো দিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশিদের আনা হয়েছিল কলকাতায় । গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । তারপরই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ৷

সম্প্রতি প্রায় নিয়ম করেই বাংলাদেশিদের আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছে BSF । নির্দিষ্ট চক্রের মাধ্যমে পয়সা দিয়ে বেআইনি পথে বাংলাদেশিদের এদেশে নিয়ে আসা হচ্ছে খবর ছিল । সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকজন দালালও এব্যাপারে সক্রিয় । যারা ছড়িয়ে আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে । এর আগে স্পেশাল টাস্কফোর্স এমন এক চক্রের সন্ধান পেয়েছিল । সেই সূত্রেই নজর রাখা হয়েছিল ৷

STF সূত্রে খবর, আজ বিকেলে বেনিয়াপুকুর থানা এলাকায় CIT রোড লেডিস পার্কের সামনে থেকে প্রথমে সন্দেহভাজন দুই বাংলাদেশিকে আটক করা হয় । জিজ্ঞাসাবাদ করলে তারা এ দেশে আসার কোনও বৈধ পাসপোর্ট কিংবা ভিসা দেখাতে পারেনি । একজনের নাম রহিম শেখ । তিনি নড়াইলের বাসিন্দা । অন্যজন লিটন সরদার, বাড়ি খুলনা ৷ তাদের সঙ্গেই গ্রেপ্তার করা হয় মানব পাচার চক্রের আরও তিনজনকে ৷ তাদের নাম বনমালি অধিকারী, ভোলানাথ অধিকারী এবং মহম্মদ রাজ্জাক গোলদার । তিনজনই বনগাঁর ছয়ঘরিয়ার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে 14A এবং 14C Foreigners Act -এ মামলা রুজু করেছে পুলিশ ।

Intro:কলকাতা, ১৭ অক্টোবর: কোনও সীমান্ত এলাকা নয়। আবার খাস কলকাতায় মিলল মানব পাচার চক্রের হদিশ। বেআইনিভাবে বাংলাদেশ সীমান্ত পার করিয়ে এদেশে বাংলাদেশিদের নিয়ে আসাই যাদের কাজ। এবারও BSFএর চোখে ধুলো দিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশীদের এনে ফেলা হয়েছিল খাস কলকাতায়। গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। সেই সূত্রেই গ্রেপ্তার করা হয় তাদের। চক্রের তিন পান্ডা কেউ গ্রেপ্তার করেছে পুলিশ।
Body:বাংলাদেশ সীমান্ত বাহিনীকে লুকিয়ে এদেশে চলে আসা প্রায় নিত্যদিনের ঘটনা। সম্প্রতি রোজ নিয়ম করে বিএসএফ বাংলাদেশিদের আটক করে তুলে দিচ্ছে পুলিশের হাতে। তখনই জানা যায় নির্দিষ্ট চক্রের মাধ্যমে পয়সা দিয়ে বেআইনি পথে বাংলাদেশীদের ঢোকানো হয়। সীমান্তবর্তী এলাকার বেশকিছু দালাল এব্যাপারে সক্রিয়। সেই দালাল চক্র ছড়িয়ে আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এর আগে স্পেশাল টাস্কফোর্স এমন এক চক্রের সন্ধান পেয়েছিল। সেই সূত্রেই নজর রাখা হয়েছিল এই ধরনের চক্রের উপর। একটাতেই সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দা তিনজনকে গ্রেপ্তার করা হলো।
Conclusion:STF সূত্রে খবর, আজ বিকেলে বেনিয়াপুকুর থানা এলাকায় সিআইটি রোড লেডিস পার্কের সামনে থেকে প্রথমে সন্দেহভাজন দুই বাংলাদেশিকে আটক করা হয়। তারা এ দেশে আসার কোনো বৈধ পাসপোর্ট কিম্বা ভিসা দেখাতে পারেনি। তাদের একজনের নাম রহিম শেখ। তিনি নড়াইলের বাসিন্দা। অন্য ব্যক্তির নাম লিটন সরদার। তিনি খুলনার বাসিন্দা। তাদের সঙ্গেই গ্রেপ্তার করা হয় মানব পাচার চক্রের 3 পান্ডা কে। এই তিনজনের নাম বনমালি অধিকারী, ভোলানাথ অধিকারী এবং মহম্মদ রাজ্জাক গোলদার। তিনজনই বনগাঁর ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে 14A & 14C Foreigners Act এ মামলা রুজু করেছে পুলিশ।



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.