কলকাতা, ১৭ অক্টোবর: কোনও সীমান্ত এলাকা নয় । খাস কলকাতায় মিলল মানব পাচার চক্রের হদিশ । বেআইনিভাবে সীমান্ত পার করিয়ে এদেশে বাংলাদেশিদের নিয়ে আসাই তাদের কাজ । এবারও BSF-র চোখে ধুলো দিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশিদের আনা হয়েছিল কলকাতায় । গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । তারপরই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ৷
সম্প্রতি প্রায় নিয়ম করেই বাংলাদেশিদের আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছে BSF । নির্দিষ্ট চক্রের মাধ্যমে পয়সা দিয়ে বেআইনি পথে বাংলাদেশিদের এদেশে নিয়ে আসা হচ্ছে খবর ছিল । সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকজন দালালও এব্যাপারে সক্রিয় । যারা ছড়িয়ে আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে । এর আগে স্পেশাল টাস্কফোর্স এমন এক চক্রের সন্ধান পেয়েছিল । সেই সূত্রেই নজর রাখা হয়েছিল ৷
STF সূত্রে খবর, আজ বিকেলে বেনিয়াপুকুর থানা এলাকায় CIT রোড লেডিস পার্কের সামনে থেকে প্রথমে সন্দেহভাজন দুই বাংলাদেশিকে আটক করা হয় । জিজ্ঞাসাবাদ করলে তারা এ দেশে আসার কোনও বৈধ পাসপোর্ট কিংবা ভিসা দেখাতে পারেনি । একজনের নাম রহিম শেখ । তিনি নড়াইলের বাসিন্দা । অন্যজন লিটন সরদার, বাড়ি খুলনা ৷ তাদের সঙ্গেই গ্রেপ্তার করা হয় মানব পাচার চক্রের আরও তিনজনকে ৷ তাদের নাম বনমালি অধিকারী, ভোলানাথ অধিকারী এবং মহম্মদ রাজ্জাক গোলদার । তিনজনই বনগাঁর ছয়ঘরিয়ার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে 14A এবং 14C Foreigners Act -এ মামলা রুজু করেছে পুলিশ ।