কলকাতা, 31 জুলাই: মাত্র 5 টাকার জন্য রবীন্দ্র সরোবারে মদের দোকানে কর্মচারীদের হাতে খুন হতে হয়েছে বছর পঁয়তাল্লিশের সুশান্ত মণ্ডলকে। এই ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে প্রসেনজিৎ বৈদ্য, প্রবীর দত্ত, মদের দোকানের মালিক দেবজ্যোতি সাহা এবং অমিত কর। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন রবিবার দুপুরবেলা যখন সুশান্ত মণ্ডল নামে ওই ব্যক্তি দোকানে মদ কিনতে গিয়েছিলেন সেই সময় তাঁর 5 টাকা কম পড়ে। সেই 5 টাকা কম পড়াকে কেন্দ্র করে দোকানের কর্মচারী প্রসেনজিৎ বৈদ্যর সঙ্গে তার বচসা বাঁধে।
সিসিটিভি ক্যামেরায় দেখা যায় প্রসেনজিৎ বৈদ্য নামে ওই ব্যক্তি সুশান্ত মণ্ডলকে কার্যত জামার কলার ধরে অনবরত মারতে থাকে । হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঢাকুরিয়া ব্রিজের ঠিক কাছে একটি মদের দোকানে। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসতে থাকেন । এরপর এলাকার মহিলা এবং ব্যক্তিরা জোর করে ওই মদের দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন । দোকানের বাইরের অংশে ভাঙচুর চালায় এলাকার বাসিন্দারা । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ । গড়িয়াহাট থানার পাশাপাশি ঘটনাস্থলে আসে রবীন্দ্র সরোবর এবং যাদবপুর থানার পুলিশ ।
আরও পড়ুন: মহিলা কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
পুলিশকে ঘিরে ধরে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে দেরি করে এসেছে এবং অভিযুক্ত ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করছে। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি মদের দোকানেই রয়েছে এবং তাকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানান ক্ষিপ্ত জনতা । মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করেছে। জানা গিয়েছে, মৃতের বাড়িতে রয়েছেন স্ত্রী, ছেলে ও মেয়ে। সুশান্তের বছর চোদ্দোর ছেলে লেক হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র । জানা গিয়েছে, এক চিকিৎসকের গাড়ি চালাতেন সুশান্ত ।
আরও পড়ুন: খাস কলকাতায় মদের দোকানে বচসা, ক্রেতাকে পিটিয়ে খুন