ETV Bharat / state

নিউটাউনে ধৃত ATM জালিয়াতি চক্রের 3

author img

By

Published : Nov 5, 2020, 6:57 PM IST

এদিন নিউটাউন এলাকার বাসস্ট্যান্ডে বেশ কয়েক ঘণ্টা ধরে বসে ছিল ওই তিন যুবক । স্থানীয় সূত্রের খবর, ওই যুবকদের কাছে আরও কয়েকজন যুবক আসে ।

newtown
নিউটাউন

নিউটাউন, 5 নভেম্বর : ATM জালিয়াতিতে নতুন পর্দা ফাঁস । ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্তসহ তিনজন । অভিযুক্তদের এদিন গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ । ধৃতদের নাম মায়াঙ্ক দিদওয়ানিয়া, অভিজিৎ সরকার, শ্যামসুন্দর বিশ্বাস । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 15টি ATM কার্ড, 10টি সিম কার্ড । পুলিশ সূত্রের খবর, ধৃত মায়াঙ্কের বাড়ি রাজস্থানে । অভিজিৎ ও শ্যামসুন্দরের বাড়ি নিউটাউন এলাকায় । বাগুইআটি এলাকায় বসে এই ATM জালিয়াতির চক্র চালাত অভিযুক্তরা ।

পুলিশ সূত্রের খবর, এদিন নিউটাউন এলাকার বাসস্ট্যান্ডে বেশ কয়েক ঘণ্টা ধরে বসে ছিল ওই তিন যুবক । স্থানীয় সূত্রের খবর, ওই যুবকদের কাছে আরও কয়েকজন যুবক আসে । ওই যুবকেরা তাদের বেশ কিছু ATM কার্ড দিয়ে যায় বলে দাবি স্থানীয়দের । সন্দেহ হওয়ায় স্থানীয়রা নিউটাউন থানার পুলিশে খবর দেন । ওই তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।

পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা ATM জালিয়াতির কথা স্বীকার করে । জানা গিয়েছে, এলাকার বাসিন্দাদের কাছ থেকে স্থানীয় যুবকদের দিয়ে ATM কার্ড হাতিয়ে নিত তারা । সরকারি টাকা পাইয়ে দেওয়ার নামে ATM কার্ড ও পাসওয়ার্ড সংগ্রহ করত স্থানীয় ওই যুবকরা । এরপরেই ওই কার্ড দিয়ে টাকা তুলে নিত মায়াঙ্ক, অভিজিৎ ও শ্যামসুন্দররা ।

ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউটাউন, 5 নভেম্বর : ATM জালিয়াতিতে নতুন পর্দা ফাঁস । ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্তসহ তিনজন । অভিযুক্তদের এদিন গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ । ধৃতদের নাম মায়াঙ্ক দিদওয়ানিয়া, অভিজিৎ সরকার, শ্যামসুন্দর বিশ্বাস । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 15টি ATM কার্ড, 10টি সিম কার্ড । পুলিশ সূত্রের খবর, ধৃত মায়াঙ্কের বাড়ি রাজস্থানে । অভিজিৎ ও শ্যামসুন্দরের বাড়ি নিউটাউন এলাকায় । বাগুইআটি এলাকায় বসে এই ATM জালিয়াতির চক্র চালাত অভিযুক্তরা ।

পুলিশ সূত্রের খবর, এদিন নিউটাউন এলাকার বাসস্ট্যান্ডে বেশ কয়েক ঘণ্টা ধরে বসে ছিল ওই তিন যুবক । স্থানীয় সূত্রের খবর, ওই যুবকদের কাছে আরও কয়েকজন যুবক আসে । ওই যুবকেরা তাদের বেশ কিছু ATM কার্ড দিয়ে যায় বলে দাবি স্থানীয়দের । সন্দেহ হওয়ায় স্থানীয়রা নিউটাউন থানার পুলিশে খবর দেন । ওই তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।

পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা ATM জালিয়াতির কথা স্বীকার করে । জানা গিয়েছে, এলাকার বাসিন্দাদের কাছ থেকে স্থানীয় যুবকদের দিয়ে ATM কার্ড হাতিয়ে নিত তারা । সরকারি টাকা পাইয়ে দেওয়ার নামে ATM কার্ড ও পাসওয়ার্ড সংগ্রহ করত স্থানীয় ওই যুবকরা । এরপরেই ওই কার্ড দিয়ে টাকা তুলে নিত মায়াঙ্ক, অভিজিৎ ও শ্যামসুন্দররা ।

ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.