ETV Bharat / state

Amrit Bharat Yojana: পূর্ব রেলের 28টি স্টেশনকে আনা হচ্ছে 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় - 28 Stations of Eastern Railway Being Beautified

এখনও পর্যন্ত সারা ভারতে 1 হাজার 309টি স্টেশনকে চিহ্নিত করে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য খরচ পড়বে 24 হাজার 470 কোটি টাকার কিছু বেশি।

Amrit Bharat Project
অমৃত ভারত
author img

By

Published : Aug 5, 2023, 11:01 PM IST

কলকাতা, 5 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'অমৃত ভারত' প্রকল্পের অন্তর্গত দেশের একাধিক রেল স্টেশন এবার পাবে নতুন রূপ। রবিবার এই প্রকল্পের অন্তর্গত দেশের 508টি রেল স্টেশনের সংস্কার এবং উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানটি হবে ভার্চুয়ালি। এই তালিকায় যেমন রয়েছে দক্ষিণ-পূর্ব রেল তেমনই রয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের 28টি স্টেশনের পুনরায় উন্নয়ন করা হবে। এখনও পর্যন্ত সারা ভারতে 1 হাজার 309টি স্টেশনকে চিহ্নিত করে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

আগামিকাল, শনিবার 27টি রাজ্যের মোট 508টি স্টেশনের সংস্কারের শিলান্যাস করা হবে। এর মধ্যে উত্তরপ্রদেশের 55টি স্টেশন, বিহারের 49টি স্টেশন, মহারাষ্ট্র 44টি, পশ্চিম বাংলার 37টি স্টেশন, মধ্যপ্রদেশের 34টি, অসমের 32টি, ওড়িশার 25টি স্টেশন, পঞ্জাবের 22টি স্টেশন, গুজরাতের 21টি স্টেশন, তেলেঙ্গানা 21টি স্টেশন, ঝাড়খণ্ডের 20টি স্টেশন, অন্ধ্রপ্রদেশের 18, তামিলনাড়ুর 18, হরিয়ানার 15 এবং কর্ণাটকের 13টি স্টেশন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য খরচ পড়বে 24 হাজার 470 কোটি টাকার কিছু বেশি।

আরও পড়ুন: সৌন্দর্যায়ন ও পরিষেবার উন্নতিতে 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় দক্ষিণ-পূর্ব রেলের দশটি স্টেশন

  • এই তালিকায় পূর্ব রেলের 28টি স্টেশন রয়েছে। আসানসোলের ডিভিশনের মোট পাঁচটি স্টেশন। আসানসোল জংশন, পাণ্ডবেশ্বর, অণ্ডাল জংশন শিমুলতলা এবং কুমারডুবি।
  • হাওড়া ডিভিশনের মোট 9টি স্টেশন রয়েছে এই প্রকল্পের আওতায়। বর্ধমান, রামপুরহাট জং, কাটোয়া, আজিমগঞ্জ, শেওড়াফুলি, অম্বিকা-কালনা, তারকেশ্বর, নবদ্বীপ ধাম, বোলপুর এবং শান্তিনিকেতন।
  • এই প্রকল্পের আওতায় রয়েছে মালদা ডিভিশনের 7টি স্টেশন। মালদা টাউন, নিউ ফারাক্কা, জামালপুর, সাহেবগঞ্জ, সুলতানগঞ্জ, কাহালগাঁও এবং পিরপাইন্টি।
  • শিয়ালদা ডিভিশনের 7টি স্টেশন- বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর সিটি জং, বেথুয়াডহরি, শিয়ালদা, ব্যারাকপুর, চাঁদপাড়া এবং শান্তিপুর স্টেশনগুলি ৷

অমৃত ভারতের প্রকল্পের কাজের শেষে শিয়ালদা স্টেশন এবং তার চারপাশের এলাকা কেমন দেখাবে, তার একটা সম্ভাব্য চিত্র প্রকাশ করেছে পূর্ব রেল ৷ প্রসঙ্গত, এই প্রকল্পের ভারতীয় রেলের একাধিক স্টেশনকে চিহ্নিত করে তার সংস্কার উন্নয়ন এবং সৌন্দর্যানের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: নয়া রূপে সেজে উঠছে উত্তরপূর্বের 56টি স্টেশন, খরচ 1960 কোটি

কলকাতা, 5 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'অমৃত ভারত' প্রকল্পের অন্তর্গত দেশের একাধিক রেল স্টেশন এবার পাবে নতুন রূপ। রবিবার এই প্রকল্পের অন্তর্গত দেশের 508টি রেল স্টেশনের সংস্কার এবং উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানটি হবে ভার্চুয়ালি। এই তালিকায় যেমন রয়েছে দক্ষিণ-পূর্ব রেল তেমনই রয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের 28টি স্টেশনের পুনরায় উন্নয়ন করা হবে। এখনও পর্যন্ত সারা ভারতে 1 হাজার 309টি স্টেশনকে চিহ্নিত করে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

আগামিকাল, শনিবার 27টি রাজ্যের মোট 508টি স্টেশনের সংস্কারের শিলান্যাস করা হবে। এর মধ্যে উত্তরপ্রদেশের 55টি স্টেশন, বিহারের 49টি স্টেশন, মহারাষ্ট্র 44টি, পশ্চিম বাংলার 37টি স্টেশন, মধ্যপ্রদেশের 34টি, অসমের 32টি, ওড়িশার 25টি স্টেশন, পঞ্জাবের 22টি স্টেশন, গুজরাতের 21টি স্টেশন, তেলেঙ্গানা 21টি স্টেশন, ঝাড়খণ্ডের 20টি স্টেশন, অন্ধ্রপ্রদেশের 18, তামিলনাড়ুর 18, হরিয়ানার 15 এবং কর্ণাটকের 13টি স্টেশন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য খরচ পড়বে 24 হাজার 470 কোটি টাকার কিছু বেশি।

আরও পড়ুন: সৌন্দর্যায়ন ও পরিষেবার উন্নতিতে 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় দক্ষিণ-পূর্ব রেলের দশটি স্টেশন

  • এই তালিকায় পূর্ব রেলের 28টি স্টেশন রয়েছে। আসানসোলের ডিভিশনের মোট পাঁচটি স্টেশন। আসানসোল জংশন, পাণ্ডবেশ্বর, অণ্ডাল জংশন শিমুলতলা এবং কুমারডুবি।
  • হাওড়া ডিভিশনের মোট 9টি স্টেশন রয়েছে এই প্রকল্পের আওতায়। বর্ধমান, রামপুরহাট জং, কাটোয়া, আজিমগঞ্জ, শেওড়াফুলি, অম্বিকা-কালনা, তারকেশ্বর, নবদ্বীপ ধাম, বোলপুর এবং শান্তিনিকেতন।
  • এই প্রকল্পের আওতায় রয়েছে মালদা ডিভিশনের 7টি স্টেশন। মালদা টাউন, নিউ ফারাক্কা, জামালপুর, সাহেবগঞ্জ, সুলতানগঞ্জ, কাহালগাঁও এবং পিরপাইন্টি।
  • শিয়ালদা ডিভিশনের 7টি স্টেশন- বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর সিটি জং, বেথুয়াডহরি, শিয়ালদা, ব্যারাকপুর, চাঁদপাড়া এবং শান্তিপুর স্টেশনগুলি ৷

অমৃত ভারতের প্রকল্পের কাজের শেষে শিয়ালদা স্টেশন এবং তার চারপাশের এলাকা কেমন দেখাবে, তার একটা সম্ভাব্য চিত্র প্রকাশ করেছে পূর্ব রেল ৷ প্রসঙ্গত, এই প্রকল্পের ভারতীয় রেলের একাধিক স্টেশনকে চিহ্নিত করে তার সংস্কার উন্নয়ন এবং সৌন্দর্যানের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: নয়া রূপে সেজে উঠছে উত্তরপূর্বের 56টি স্টেশন, খরচ 1960 কোটি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.