কলকাতা, 2 মার্চ : পাখির চোখ 2021 । বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার সাংবাদিক ও সংবাদমাধ্যমের সঙ্গে সক্রিয় যোগাযাগ রাখবে তৃণমূল কংগ্রেস। প্রতি বিধানসভা কেন্দ্র থেকে 10-15 জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হবে । তাঁদের সঙ্গে কথা বলবেন দলের নেতারা । থাকবে জলযোগের ব্যবস্থাও ।
আজ নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে "বাংলার গর্ব মমতা" নামে একটি 75 দিনব্যাপী জনসংযোগ কর্মসূচির ঘোষণা করা হয়। সেখানেই সাংবাদিকদের জন্য এই বিশেষ কর্মসূচির উল্লেখ রয়েছে । দলের তরফে যে সূচি প্রকাশিত হয়েছে, তাতে জানানো হয়েছে 8-14 মার্চ চলবে "জলযোগ যোগাযোগ" নামে এক অনুষ্ঠান । সেখানে 294টি বিধানসভা কেন্দ্রে দলীয় নেতারা প্রায় 2 হাজার 500 জন সাংবাদিকের সঙ্গে আলাপচারিতা সারবেন । প্রতিটি বিধানসভা কেন্দ্রে 10-15 জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হবে ।
এখানেই শেষ নয় । দলের সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে যিনি থাকবেন, সভার পর তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন । যাতে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ বজায় রাখা যায়।
অনেকেই বলছেন, ক্ষমতায় আসার পর থেকে সংবাদমাধ্যমের একাংশকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে এসেছে তৃণমূল । এবার বিধানসভা ভোটের আগে "জলযোগ যোগাযোগের" নামে সেই চেষ্টায় বৃহৎ আকারে করা হচ্ছে না তো ? প্রশ্ন তুলছেন তাঁরা ।