ETV Bharat / state

Old Kolkata Photo Exhibition: রাইটার্স থেকে শশ্মান ঘাট, টুকরো কোলাজে তিলোত্তমার 200 বছরের নগরজীবন টাউন হলে

200 Years Old Kolkata Urban Life: টাউন হলে ছবির প্রদর্শনী ৷ তুলে ধরা হল 200 বছরের প্রাচীন কলকাতার নগরজীবনকে ৷ দেখতে ভিড় জমাল স্কুল থেকে কলেজ পড়ুয়ারা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 9:45 PM IST

Updated : Sep 26, 2023, 6:35 AM IST

Photo Exhibition at Town Hall
তিলোত্তমার নগরজীবন
টুকরো কোলাজে তিলোত্তমার 200 বছর প্রাচীন নগরজীবন

কলকাতা, 25 সেপ্টেম্বর: টুকরো টুকরো কোলাজে 200 বছরের পুরনো তিলোত্তমা কলকাতার নগরজীবন । তুলে ধরা হল কলকাতার টাউন হলে ৷ উদ্যোক্তা হলেন অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টি'র বিপ্লব রায় । শুক্রবার থেকে শুরু হয়েছে ছবির প্রদর্শনী ৷ আজই তার শেষ দিন ৷

এই টুকরো কোলাজে জায়গা পেয়েছে সেকালের শশ্মান যাত্রা ৷ অপর কোলাজে ধোবিঘাট থেকে প্রশাসনিক কর্তাদের অফিস রাইটার্স বিল্ডিং। কিংবা পালকি চেপে হুঁকো টানতে টানতে শহর কলকাতা ভ্রমণের ছবি । ঠিক যেমন ইতিহাসে পড়েছে সকলে । দু'শতাব্দী প্রাচীন সেকেলে কলকাতার নানা দুষ্প্রাপ্য ছবি প্রদর্শিত হচ্ছে টাউন হলে । পরে রাজাবাদশা-ব্রিটিশদের আমলের সেই কামান, বন্দুক কিংবা দেব দেবীদের মূর্তি আগামীতে মিউজিয়ামে রাখা হবে। তাঁর যাবতীয় প্রস্তুতিও শুরু হয়েছে গিয়েছে। এদিকে টাউনহলের প্রদর্শনীতে ভিড় বাড়ছে স্কুল পড়ুয়া থেকে গবেষক-ইতিহাস প্রেমীদের ।

Photo Exhibition at Town Hall
কলকাতার প্রাচীন নগরজীবন

টাউন হলের প্রদর্শনীরুমে ঢোকা মানেই টাইম মেশিনে চড়া । গন্তব্য, 200 বছরের পুরনো কলকাতা । প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, রেড রোডের যুদ্ধ বিমান, বাবুঘাট, গঙ্গার স্নান ঘাট, নিউ মার্কেট বা হগ মার্কেট, চৌরঙ্গী, রাইটার্স বিল্ডিং, তখনকার সময়ে শ্মশান ঘাটে মহিলাদের ঠাঁই না-পাওয়ার ছবি পরপর সাজানো । প্রত্যেকটি ছবিতে জীবন্ত হয়ে উঠেছে ব্রিটিশ শাসিত কলকাতা । 1800 শতকের শেষ থেকে 1900 শতকের প্রথম ভাগ পর্যন্ত মোট 70টি ছবি ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। একাধিক ছবিতে সেকালের বাবু কালচার থেকে সমাজের অন্ত্যজ মানুষদের প্রতিচ্ছবিও ধরা পড়েছে ।

Photo Exhibition at Town Hall
200 বছর প্রাচীন নগরজীবন

অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টি বিপ্লব রায়ের দাবি, তাঁর দফতরে শুধু কলকাতা নয়, গোটা বিশ্বের 500 বেশি দুষ্প্রাপ্য ছবি রয়েছে । তাঁর মধ্যে কয়েকটি পুরোনো কলকাতার ছবি টাউন হলে রাখা হয়েছে । তিন দিন আগে টাউন হলে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ ।

Photo Exhibition at Town Hall
ছবিতে পুরনো দিনের শশ্মান ঘাট

সেই অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো হয় । 10 জন স্বাধীনতা সংগ্রামীর পরিবারের বর্তমান সদস্যদের সংবর্ধনা ও স্মারক তুলে দেওয়া হয় । তারপর তিন দিনের জন্য বিনামূল্যে এই প্রদর্শনী সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে । যা দেখতে ভিড় বাড়ে স্কুল থেকে কলেজ পড়ুয়াদের । শিক্ষক-শিক্ষিকরাও আসেন বাচ্চাদের নিয়ে। তাঁরাও 200 বছর প্রাচীন কলকাতা দেখে আপ্লুত । ঠিক যেন টাইম মেশিনে চড়ে ব্রিটিশ শাসনকালে ফিরে গিয়েছেন বলে দাবি করেন অনেকে ।

Photo Exhibition at Town Hall
টাউন হলে ছবির প্রদর্শনীতে হাজির ছোট থেকে বড়

আরও পড়ুন: কলকাতার কাহিনি শোনাবে নতুন সংগ্রহশালা, সৌজন্যে পৌরনিগম

পড়ুয়া মহম্মদ দেবাদিত্য ও দেবায়ন বিশ্বাসদের কথায়, আগে কলকাতা নিয়ে বাড়ির বয়স্কদের থেকে গল্প শুনেছে তারা । সেই গল্পের সঙ্গে ছবি মিলিয়ে দেখেছে অনেকে । জানতে পেরেছে আরও অনেক ইতিহাস । অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টি বিপ্লব রায় বলেন, "স্বাধীনতা আন্দোলনের এমন অনেক বীরযোদ্ধা আছেন যাদের নাম এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা জানে না । সেইসব যোদ্ধাদের অবদানকে মনে রাখতে ও তাঁদের শ্রদ্ধা জানাতেই প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে । এখনকার বাচ্চারা কলকাতার বিষয়ে আরও জ্ঞান সমৃদ্ধ হবে ।"

টুকরো কোলাজে তিলোত্তমার 200 বছর প্রাচীন নগরজীবন

কলকাতা, 25 সেপ্টেম্বর: টুকরো টুকরো কোলাজে 200 বছরের পুরনো তিলোত্তমা কলকাতার নগরজীবন । তুলে ধরা হল কলকাতার টাউন হলে ৷ উদ্যোক্তা হলেন অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টি'র বিপ্লব রায় । শুক্রবার থেকে শুরু হয়েছে ছবির প্রদর্শনী ৷ আজই তার শেষ দিন ৷

এই টুকরো কোলাজে জায়গা পেয়েছে সেকালের শশ্মান যাত্রা ৷ অপর কোলাজে ধোবিঘাট থেকে প্রশাসনিক কর্তাদের অফিস রাইটার্স বিল্ডিং। কিংবা পালকি চেপে হুঁকো টানতে টানতে শহর কলকাতা ভ্রমণের ছবি । ঠিক যেমন ইতিহাসে পড়েছে সকলে । দু'শতাব্দী প্রাচীন সেকেলে কলকাতার নানা দুষ্প্রাপ্য ছবি প্রদর্শিত হচ্ছে টাউন হলে । পরে রাজাবাদশা-ব্রিটিশদের আমলের সেই কামান, বন্দুক কিংবা দেব দেবীদের মূর্তি আগামীতে মিউজিয়ামে রাখা হবে। তাঁর যাবতীয় প্রস্তুতিও শুরু হয়েছে গিয়েছে। এদিকে টাউনহলের প্রদর্শনীতে ভিড় বাড়ছে স্কুল পড়ুয়া থেকে গবেষক-ইতিহাস প্রেমীদের ।

Photo Exhibition at Town Hall
কলকাতার প্রাচীন নগরজীবন

টাউন হলের প্রদর্শনীরুমে ঢোকা মানেই টাইম মেশিনে চড়া । গন্তব্য, 200 বছরের পুরনো কলকাতা । প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, রেড রোডের যুদ্ধ বিমান, বাবুঘাট, গঙ্গার স্নান ঘাট, নিউ মার্কেট বা হগ মার্কেট, চৌরঙ্গী, রাইটার্স বিল্ডিং, তখনকার সময়ে শ্মশান ঘাটে মহিলাদের ঠাঁই না-পাওয়ার ছবি পরপর সাজানো । প্রত্যেকটি ছবিতে জীবন্ত হয়ে উঠেছে ব্রিটিশ শাসিত কলকাতা । 1800 শতকের শেষ থেকে 1900 শতকের প্রথম ভাগ পর্যন্ত মোট 70টি ছবি ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। একাধিক ছবিতে সেকালের বাবু কালচার থেকে সমাজের অন্ত্যজ মানুষদের প্রতিচ্ছবিও ধরা পড়েছে ।

Photo Exhibition at Town Hall
200 বছর প্রাচীন নগরজীবন

অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টি বিপ্লব রায়ের দাবি, তাঁর দফতরে শুধু কলকাতা নয়, গোটা বিশ্বের 500 বেশি দুষ্প্রাপ্য ছবি রয়েছে । তাঁর মধ্যে কয়েকটি পুরোনো কলকাতার ছবি টাউন হলে রাখা হয়েছে । তিন দিন আগে টাউন হলে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ ।

Photo Exhibition at Town Hall
ছবিতে পুরনো দিনের শশ্মান ঘাট

সেই অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো হয় । 10 জন স্বাধীনতা সংগ্রামীর পরিবারের বর্তমান সদস্যদের সংবর্ধনা ও স্মারক তুলে দেওয়া হয় । তারপর তিন দিনের জন্য বিনামূল্যে এই প্রদর্শনী সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে । যা দেখতে ভিড় বাড়ে স্কুল থেকে কলেজ পড়ুয়াদের । শিক্ষক-শিক্ষিকরাও আসেন বাচ্চাদের নিয়ে। তাঁরাও 200 বছর প্রাচীন কলকাতা দেখে আপ্লুত । ঠিক যেন টাইম মেশিনে চড়ে ব্রিটিশ শাসনকালে ফিরে গিয়েছেন বলে দাবি করেন অনেকে ।

Photo Exhibition at Town Hall
টাউন হলে ছবির প্রদর্শনীতে হাজির ছোট থেকে বড়

আরও পড়ুন: কলকাতার কাহিনি শোনাবে নতুন সংগ্রহশালা, সৌজন্যে পৌরনিগম

পড়ুয়া মহম্মদ দেবাদিত্য ও দেবায়ন বিশ্বাসদের কথায়, আগে কলকাতা নিয়ে বাড়ির বয়স্কদের থেকে গল্প শুনেছে তারা । সেই গল্পের সঙ্গে ছবি মিলিয়ে দেখেছে অনেকে । জানতে পেরেছে আরও অনেক ইতিহাস । অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিশিয়াল ট্রাস্টি বিপ্লব রায় বলেন, "স্বাধীনতা আন্দোলনের এমন অনেক বীরযোদ্ধা আছেন যাদের নাম এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা জানে না । সেইসব যোদ্ধাদের অবদানকে মনে রাখতে ও তাঁদের শ্রদ্ধা জানাতেই প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে । এখনকার বাচ্চারা কলকাতার বিষয়ে আরও জ্ঞান সমৃদ্ধ হবে ।"

Last Updated : Sep 26, 2023, 6:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.