ETV Bharat / state

কোরোনার থাবা এবার স্বাস্থ্যভবনে, আক্রান্ত 20

কোরোনায় আক্রান্ত এই 20 জন COVID-19 নিয়ন্ত্রণের জন্য সেলে ডিউটি করতেন বলে জানা গেছে ৷

Kolkata
কলকাতা
author img

By

Published : Jul 7, 2020, 6:58 PM IST

Updated : Jul 7, 2020, 8:15 PM IST

কলকাতা , 7 জুলাই : কোরোনার হানা এবার স্বাস্থ্যভবনে । সূত্রের খবর, স্বাস্থ্যভবনে 20 জন আক্রান্তের হদিস পাওয়া গেছে । আক্রান্তদের মধ‍্যে 14 জন কোরোনা নিয়ন্ত্রণের জন্য সেলে ডিউটি করেন বলে জানা গেছে । এই 14 জনের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন ৷ বাকি আক্রান্তরা স্বাস্থ্যভবনের অন্য বিভাগে ডিউটি করেন ।


কোরোনা নিয়ন্ত্রণের জন্য তিনটি সেল রয়েছে স্বাস্থ্যভবনে । সূত্রের খবর , সেল- 1-এর 13 জন এবং সেল-2-এর একজন কোরোনায় আক্রান্ত হয়েছেন । মঙ্গলবার এই 14 জনের আক্রান্ত হওয়ার খবর জানা গেছে । সূত্রের খবর ,গতকাল অর্থাৎ সোমবার এই 14 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । প্রতিটি সেলে 15 জন করে ডিউটি করেন । এই 15 জনের মধ্যে চারজন করে চিকিৎসক রয়েছেন । সেল-2-এর যে একজন আক্রান্ত হয়েছেন তিনি চিকিৎসক বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, স্বাস্থ্য ভবনের অন্য বিভাগে ডিউটি করেন এমন অন্য আরও ছ'জনের শরীরেও এর আগে সংক্রমণের হদিস পাওয়া গেছে । তাঁদের রিপোর্ট এখনও নেগেটিভ আসেনি ৷ অর্থাৎ, তাঁরা এখনও সুস্থ হয়ে ওঠেননি । সব মিলিয়ে স্বাস্থ্যভবনের 20 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে । এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি ।

কোরোনা নিয়ন্ত্রণের জন্য সেল-1-এর 15 জনের মধ্যে 13 জন কোরোনায় আক্রান্ত হওয়ার জেরে এই সেলের কাজ এখন কীভাবে চলবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে । সূত্রের খবর কীভাবে সেলের কাজ চালানো হবে , এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা । এদিকে, অভিযোগ উঠেছে, কোরোনা পজ়িটিভ হওয়ার পরও এই সেলের কর্মীদের কাজ চালিয়ে যেতে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ । এর ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় । যদিও এই অভিযোগের বিষয়ে স্বাস্থ্যভবনের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

কলকাতা , 7 জুলাই : কোরোনার হানা এবার স্বাস্থ্যভবনে । সূত্রের খবর, স্বাস্থ্যভবনে 20 জন আক্রান্তের হদিস পাওয়া গেছে । আক্রান্তদের মধ‍্যে 14 জন কোরোনা নিয়ন্ত্রণের জন্য সেলে ডিউটি করেন বলে জানা গেছে । এই 14 জনের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন ৷ বাকি আক্রান্তরা স্বাস্থ্যভবনের অন্য বিভাগে ডিউটি করেন ।


কোরোনা নিয়ন্ত্রণের জন্য তিনটি সেল রয়েছে স্বাস্থ্যভবনে । সূত্রের খবর , সেল- 1-এর 13 জন এবং সেল-2-এর একজন কোরোনায় আক্রান্ত হয়েছেন । মঙ্গলবার এই 14 জনের আক্রান্ত হওয়ার খবর জানা গেছে । সূত্রের খবর ,গতকাল অর্থাৎ সোমবার এই 14 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । প্রতিটি সেলে 15 জন করে ডিউটি করেন । এই 15 জনের মধ্যে চারজন করে চিকিৎসক রয়েছেন । সেল-2-এর যে একজন আক্রান্ত হয়েছেন তিনি চিকিৎসক বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, স্বাস্থ্য ভবনের অন্য বিভাগে ডিউটি করেন এমন অন্য আরও ছ'জনের শরীরেও এর আগে সংক্রমণের হদিস পাওয়া গেছে । তাঁদের রিপোর্ট এখনও নেগেটিভ আসেনি ৷ অর্থাৎ, তাঁরা এখনও সুস্থ হয়ে ওঠেননি । সব মিলিয়ে স্বাস্থ্যভবনের 20 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে । এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি ।

কোরোনা নিয়ন্ত্রণের জন্য সেল-1-এর 15 জনের মধ্যে 13 জন কোরোনায় আক্রান্ত হওয়ার জেরে এই সেলের কাজ এখন কীভাবে চলবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে । সূত্রের খবর কীভাবে সেলের কাজ চালানো হবে , এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা । এদিকে, অভিযোগ উঠেছে, কোরোনা পজ়িটিভ হওয়ার পরও এই সেলের কর্মীদের কাজ চালিয়ে যেতে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ । এর ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় । যদিও এই অভিযোগের বিষয়ে স্বাস্থ্যভবনের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

Last Updated : Jul 7, 2020, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.