ETV Bharat / state

অস্ত্র বিক্রি করতে এসে কলকাতায় গ্রেপ্তার 2 দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র - 2 miscreants were caught in Regent's Park when they came to sell weapons

গতরাতে রিজেন্ট পার্ক থানা এলাকার চণ্ডী ঘোষ লেনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই বাইক আরোহীকে । পুলিশ তাদের আটক করে ।

2 miscreants were caught in Regent's Park when they came to sell weapons
অস্ত্র বিক্রি করতে এসে গ্রেপ্তার 2 দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Nov 12, 2020, 12:31 PM IST

কলকাতা, 12 নভেম্বর : মোটর সাইকেলে এসেছিল অস্ত্র বিক্রি করতে । অস্ত্র ব্যবসায় পুরোনো রেকর্ড আছে । তাদের মধ্যে একজন রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিল আগে । কলকাতায় অস্ত্র বিক্রি করতে এসে আরও একবার পুলিশের জালে ধরা পড়ল দুই দুষ্কৃতী । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । ধৃতদের নাম জয়ন্ত হালদার ও সুব্রত মণ্ডল ৷

গতরাতে রিজেন্ট পার্ক থানা এলাকার চণ্ডী ঘোষ লেনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই বাইক আরোহীকে । পুলিশ তাদের আটক করে । তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় জানা যায় । একজনের নাম জয়ন্ত হালদার ও আর একজন সুব্রত মণ্ডল । দু'জনেরই বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় । এদের মধ্যে সুব্রত এর আগে কুলতলি থানা এলাকায় অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিল । এখন সে জামিনে রয়েছে । এরই মাঝে আরও একবার শুরু করেছে অস্ত্রের কারবার । তল্লাশি চালাতেই তাদের দু'জনের কাছ থেকে পাওয়া যায় একটি দেশি রিভলবার । তারপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে ।

two arms peddler arrested
সুব্রত মণ্ডল

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে মূলত অস্ত্র কারবারের সঙ্গেই জড়িত । অর্ডার মতো সে অস্ত্র সরবরাহ করে । এর আগেও কলকাতা পুলিশের এলাকায় সে অস্ত্র বিক্রি করেছে । রিজেন্ট পার্ক থানা এলাকায় কার কাছে অস্ত্র বিক্রি করতে এসেছিল তা জানার চেষ্টা চলছে ।

two arms peddler arrested
জয়ন্ত হালদার

কলকাতা, 12 নভেম্বর : মোটর সাইকেলে এসেছিল অস্ত্র বিক্রি করতে । অস্ত্র ব্যবসায় পুরোনো রেকর্ড আছে । তাদের মধ্যে একজন রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিল আগে । কলকাতায় অস্ত্র বিক্রি করতে এসে আরও একবার পুলিশের জালে ধরা পড়ল দুই দুষ্কৃতী । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । ধৃতদের নাম জয়ন্ত হালদার ও সুব্রত মণ্ডল ৷

গতরাতে রিজেন্ট পার্ক থানা এলাকার চণ্ডী ঘোষ লেনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই বাইক আরোহীকে । পুলিশ তাদের আটক করে । তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় জানা যায় । একজনের নাম জয়ন্ত হালদার ও আর একজন সুব্রত মণ্ডল । দু'জনেরই বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় । এদের মধ্যে সুব্রত এর আগে কুলতলি থানা এলাকায় অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিল । এখন সে জামিনে রয়েছে । এরই মাঝে আরও একবার শুরু করেছে অস্ত্রের কারবার । তল্লাশি চালাতেই তাদের দু'জনের কাছ থেকে পাওয়া যায় একটি দেশি রিভলবার । তারপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে ।

two arms peddler arrested
সুব্রত মণ্ডল

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে মূলত অস্ত্র কারবারের সঙ্গেই জড়িত । অর্ডার মতো সে অস্ত্র সরবরাহ করে । এর আগেও কলকাতা পুলিশের এলাকায় সে অস্ত্র বিক্রি করেছে । রিজেন্ট পার্ক থানা এলাকায় কার কাছে অস্ত্র বিক্রি করতে এসেছিল তা জানার চেষ্টা চলছে ।

two arms peddler arrested
জয়ন্ত হালদার

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.