ETV Bharat / state

HS students feared drowned: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই গঙ্গায় স্নান, বাজে কদমতলায় তলিয়ে গেল 2 ছাত্র - গঙ্গায় তলিয়ে গেল ছাত্র

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই গঙ্গায় স্নান করতে বাজে কদমতলা (Baje Kadamtala Ghat news) ঘাটে গিয়েছিল 6 জন ছাত্র (HS students feared drowned)৷ তাদের মধ্যে থেকে 2 জন তলিয়ে গেল গঙ্গায় ৷ রাতভর চলে তল্লাশি ৷

2 HS students feared drowned in Ganga at Baje Kadamtala Ghat
উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই গঙ্গায় স্নান, বাজে কদমতলায় তলিয়ে গেল 2 ছাত্র
author img

By

Published : Apr 28, 2022, 8:58 AM IST

কলকাতা, 28 এপ্রিল: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে বাজে কদমতলা ঘাটে (Baje Kadamtala Ghat news) স্নান করতে নেমেছিল 6 জন ছাত্র । নদীর স্রোতের টানে তাদের মধ্যে দু'জন আচমকাই তলিয়ে যায় (HS students feared drowned)। জানা গিয়েছে, তারা কেউই সাঁতার জানত না । তলিয়ে যাওয়া দুই ছাত্রকে খুঁজতে রাতভর চলে তল্লাশি ৷

বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর বিকেলে রানি রাসমণি স্কুলের 6 জন ছাত্র গঙ্গায় স্নান করার জন্য বাজে কদমতলা ঘাটে যায় । জানা গিয়েছে, তাদের মধ্যে চারজন ছাত্র ঘাটে দাঁড়িয়েছিল এবং জলে নেমেছিল দুই ছাত্র । আচমকাই স্রোতের টানে তারা তলিয়ে যায় ৷

আরও পড়ুন: 4 Youths Missing in Damodar : দামোদরে নেমে তলিয়ে গেলেন 11জন যুবক ; উদ্ধার 7, নিখোঁজ 4

কলকাতা পুলিশের ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী 2 ছাত্রের খোঁজ চালাচ্ছে (drowned in Ganga)। কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশের বেশ কয়েকটি স্পিডবোট নদীতে নামানো হয়েছে । নিখোঁজ দুই ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।

জানা গিয়েছে, নিখোঁজ দুই ছাত্রের নাম শেখ ইসরাজি ও মহম্মদ বিলাল ৷ রাতভর তল্লাশি চললেও এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ মেলেনি বলে খবর ৷ তাদের খোঁজ পাওয়ার জন্য দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলা পুলিশের বিভিন্ন থানাকে সতর্ক করা হয়েছে ।

আরও পড়ুন : Girl Missing at Pandua : ডিভিসির জলে তলিয়ে যাচ্ছিল বোন, বাঁচাতে গিয়ে নিখোঁজ দিদি

কলকাতা, 28 এপ্রিল: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে বাজে কদমতলা ঘাটে (Baje Kadamtala Ghat news) স্নান করতে নেমেছিল 6 জন ছাত্র । নদীর স্রোতের টানে তাদের মধ্যে দু'জন আচমকাই তলিয়ে যায় (HS students feared drowned)। জানা গিয়েছে, তারা কেউই সাঁতার জানত না । তলিয়ে যাওয়া দুই ছাত্রকে খুঁজতে রাতভর চলে তল্লাশি ৷

বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর বিকেলে রানি রাসমণি স্কুলের 6 জন ছাত্র গঙ্গায় স্নান করার জন্য বাজে কদমতলা ঘাটে যায় । জানা গিয়েছে, তাদের মধ্যে চারজন ছাত্র ঘাটে দাঁড়িয়েছিল এবং জলে নেমেছিল দুই ছাত্র । আচমকাই স্রোতের টানে তারা তলিয়ে যায় ৷

আরও পড়ুন: 4 Youths Missing in Damodar : দামোদরে নেমে তলিয়ে গেলেন 11জন যুবক ; উদ্ধার 7, নিখোঁজ 4

কলকাতা পুলিশের ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী 2 ছাত্রের খোঁজ চালাচ্ছে (drowned in Ganga)। কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশের বেশ কয়েকটি স্পিডবোট নদীতে নামানো হয়েছে । নিখোঁজ দুই ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।

জানা গিয়েছে, নিখোঁজ দুই ছাত্রের নাম শেখ ইসরাজি ও মহম্মদ বিলাল ৷ রাতভর তল্লাশি চললেও এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ মেলেনি বলে খবর ৷ তাদের খোঁজ পাওয়ার জন্য দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া জেলা পুলিশের বিভিন্ন থানাকে সতর্ক করা হয়েছে ।

আরও পড়ুন : Girl Missing at Pandua : ডিভিসির জলে তলিয়ে যাচ্ছিল বোন, বাঁচাতে গিয়ে নিখোঁজ দিদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.