কলকাতা, 16 ডিসেম্বর: পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে শুরু বচসা ৷ তারপর ধাক্কাধাক্কি। আর এতেই মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার অন্নদা ব্যানার্জি রোড ওরফে পাগরি গলিতে। মৃতের নাম, সুনীল ঠাকুর ৷ তাঁর বয়স 45 বছর। পেশায় গাড়িচালক ছিলেন তিনি। এই ঘটনায় পিন্টু সাউ এবং তাঁর স্ত্রী কাঞ্চন সাউকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে।
-
VIDEO | "Security breach happened in Lok Sabha. The reason behind this is unemployment and inflation due to PM Modi's policies," says Congress leader @RahulGandhi. pic.twitter.com/BFkEAjoZwI
— Press Trust of India (@PTI_News) December 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO | "Security breach happened in Lok Sabha. The reason behind this is unemployment and inflation due to PM Modi's policies," says Congress leader @RahulGandhi. pic.twitter.com/BFkEAjoZwI
— Press Trust of India (@PTI_News) December 16, 2023VIDEO | "Security breach happened in Lok Sabha. The reason behind this is unemployment and inflation due to PM Modi's policies," says Congress leader @RahulGandhi. pic.twitter.com/BFkEAjoZwI
— Press Trust of India (@PTI_News) December 16, 2023
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও সাউ ও ঠাকুর এই দুুই পরিবারের মধ্যে খাওয়ার জল নেওয়াকে কেন্দ্র করে অশান্তি হয়েছে ৷ তবে মারধরে পৌঁছয়নি ৷ ধাক্কাধাক্কিও কোনদিন হয়নি। গতকাল রাতে এই ঘটনার রেশ পৌঁছয় চরমে। এলাকার বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, গতকাল পানীয় জল ভরতি করছিলেন সুনীল ঠাকুর। সেই সময় আচমকাই তাঁদের খাওয়ার জল নিতে বারণ করেন এলাকার প্রতিবেশী পিন্টু সাউ এবং তার স্ত্রী কাঞ্চন সাউ। এরপরেই সুনীল ওই দম্পতির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন।
অভিযোগ, সুনীলকে তখন ধাক্কা মেরে ফেলে দেয় পিন্টু সাউ। রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন সুনীল। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান এলাকার বাসিন্দারা। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরেই এলাকা ছাড়া ছিল পিন্টু এবং কাঞ্চন। রাতেই খবর যায় ভবানীপুর থানায়। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি জানার পর ওই এলাকা থেকেই অভিযুক্ত পিন্টু সাউ এবং তার স্ত্রী'কে গ্রেফতার করে পুলিশ।
এলাকার বাসিন্দারা পুলিশকে জানান, প্রায়শই এই দুই পরিবারের মধ্যে জল নেওয়াকে কেন্দ্র করে অশান্তি লেগেই থাকত। অনেকবার এলাকার বাসিন্দারাই এই অশান্তি থামিয়েছে। কিন্তু গতরাতে এই অশান্তি চরম সীমা লঙ্ঘন করে যায়। আর তাতেই মৃত্যু হয় প্রতিবেশী সুনীল ঠাকুরের ৷
আরও পড়ুন: