ETV Bharat / state

Municipal Primary School: কলকাতায় বন্ধ হল 18টি পৌর প্রাথমিক স্কুল, জারি সংযুক্তিকরণের নির্দেশিকা - মেয়র ফিরহাদ হাকিম

অতীতে বেশ ভালো সংখ্যায় পৌর প্রাথমিক স্কুল মাধ্যম বদলের অছিলায় সংযুক্তিকরণের কারণে বন্ধ করে দেওয়া হয়। এবার ফের বন্ধ হচ্ছে (Municipal Primary Schools Closed) আরও বেশ কয়েকটি পৌর প্রাথমিক স্কুল। এবারেও সংযুক্তিকরণের কথাই বলছে পৌরনিগম।

Municipal Primary School
কলকাতায় বন্ধ হল 18টি পৌর প্রাথমিক স্কুল
author img

By

Published : Mar 7, 2023, 10:47 AM IST

কলকাতা, 7 মার্চ: কলকাতা কর্পোরেশনের (Kolkata Corporation) পৌর প্রাথমিক স্কুলের সংখ্যা 242 থেকে কমে দাঁড়াল 224টিতে। 18টি পৌর প্রাথমিক স্কুল বিভিন্ন স্কুলের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হল। এই মর্মে কলকাতা কর্পোরেশনের শিক্ষাবিভাগের মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা ও পৌরকমিশনার বিনোদ কুমারের অনুমোদন সাপেক্ষে একটি নির্দেশিকা জারি হয়েছে।

সম্প্রতি রাজ্যজুড়ে একাধিক সরকারি স্কুল বন্ধ (School Close) হওয়ার ঘটনা ঘিরে সরগরম রাজনৈতিক মহল। বন্ধ স্কুল খোলার দাবিতে আগামী 10 মার্চ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। আর এর মধ্যেই এবার কলকাতা কর্পোরেশনে ফের এমন ঘটনা। মাসখানেক আগে এই স্কুল মিশিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, প্রথম ধাপে 25টি স্কুল চিহ্নিত করা হয়েছে।

এই ধরনের অনেক স্কুলেই ছাত্র সংখ্যা কম । তাছাড়া স্কুল বাড়িগুলির অবস্থাও বেশ খারাপ। অনেক স্কুল বাড়িতেই সকাল এবং দুপুরে পৃথক দু'টি স্কুল চলছে। শিক্ষকের সংখ্যাও একটা বড় অংশ। এই ধরনের স্কুলগুলিকে চিহ্নিত করেই মেশানো হচ্ছে। যাতে স্কুল বাড়ি সংস্কার করা থেকে ছাত্র ও শিক্ষক ভারসাম্য তৈরি করে পঠন-পাঠনের মান উন্নত করা যায়। এই বিষয়ে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানান, 18টি স্কুল মিশে যাচ্ছে। এর মধ্যে কিছু স্কুল ইংরাজি মাধ্যমে রূপান্তরিত করা হচ্ছে। আরও 7টি স্কুল মেশানো হবে। বই-খাতা এবং পরিকাঠামো সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। ধীরে ধীরে কাজ চলছে সব সমস্যা সমাধান হবে এরপরেও বেশ কয়েকটি স্কুল সংযুক্ত করা হতে পারে পরিস্থিতি বুঝে।

আরও পড়ুন: পৌর প্রাথমিক স্কুলের মিড-ডে মিলের তালিকায় নেই সুষম আহার 'ডিম'

এসএফআই কলকাতা জেলা সম্পাদক মহম্মদ আতিফ এবিষয়ে জানান, রাজ্যে বন্ধ স্কুল খোলা-সহ একাধিক দাবিতে বিধানসভা অভিযানে সামিল হব। দেখা যাচ্ছে, এর মধ্যে সংযুক্তিকরণের নামে কলকাতা কর্পোরেশন আরও 18টি প্রাথমিক স্কুল বন্ধ করল। করোনা সময় স্কুলছুট বাচ্চাদের সংখ্যা বেড়েছে। দেশজুড়ে বিজেপি শিক্ষা ব্যবস্থাকে পুঁজিপতিদের হাতে তুলে দিয়েছে ৷ আর রাজ্যের তৃণমূল সরকার একই পথে যাচ্ছে। কলকাতা কর্পোরেশন তাদের হাতে। কখনও মডেল স্কুল, কখনও মাধ্যম বদলের নামে স্কুল বন্ধ করছে। আর এর ফলে বস্তিবাসী, প্রান্তিক ঘরের ছেলে-মেয়েরা বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে।

কলকাতা, 7 মার্চ: কলকাতা কর্পোরেশনের (Kolkata Corporation) পৌর প্রাথমিক স্কুলের সংখ্যা 242 থেকে কমে দাঁড়াল 224টিতে। 18টি পৌর প্রাথমিক স্কুল বিভিন্ন স্কুলের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হল। এই মর্মে কলকাতা কর্পোরেশনের শিক্ষাবিভাগের মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা ও পৌরকমিশনার বিনোদ কুমারের অনুমোদন সাপেক্ষে একটি নির্দেশিকা জারি হয়েছে।

সম্প্রতি রাজ্যজুড়ে একাধিক সরকারি স্কুল বন্ধ (School Close) হওয়ার ঘটনা ঘিরে সরগরম রাজনৈতিক মহল। বন্ধ স্কুল খোলার দাবিতে আগামী 10 মার্চ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। আর এর মধ্যেই এবার কলকাতা কর্পোরেশনে ফের এমন ঘটনা। মাসখানেক আগে এই স্কুল মিশিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, প্রথম ধাপে 25টি স্কুল চিহ্নিত করা হয়েছে।

এই ধরনের অনেক স্কুলেই ছাত্র সংখ্যা কম । তাছাড়া স্কুল বাড়িগুলির অবস্থাও বেশ খারাপ। অনেক স্কুল বাড়িতেই সকাল এবং দুপুরে পৃথক দু'টি স্কুল চলছে। শিক্ষকের সংখ্যাও একটা বড় অংশ। এই ধরনের স্কুলগুলিকে চিহ্নিত করেই মেশানো হচ্ছে। যাতে স্কুল বাড়ি সংস্কার করা থেকে ছাত্র ও শিক্ষক ভারসাম্য তৈরি করে পঠন-পাঠনের মান উন্নত করা যায়। এই বিষয়ে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানান, 18টি স্কুল মিশে যাচ্ছে। এর মধ্যে কিছু স্কুল ইংরাজি মাধ্যমে রূপান্তরিত করা হচ্ছে। আরও 7টি স্কুল মেশানো হবে। বই-খাতা এবং পরিকাঠামো সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। ধীরে ধীরে কাজ চলছে সব সমস্যা সমাধান হবে এরপরেও বেশ কয়েকটি স্কুল সংযুক্ত করা হতে পারে পরিস্থিতি বুঝে।

আরও পড়ুন: পৌর প্রাথমিক স্কুলের মিড-ডে মিলের তালিকায় নেই সুষম আহার 'ডিম'

এসএফআই কলকাতা জেলা সম্পাদক মহম্মদ আতিফ এবিষয়ে জানান, রাজ্যে বন্ধ স্কুল খোলা-সহ একাধিক দাবিতে বিধানসভা অভিযানে সামিল হব। দেখা যাচ্ছে, এর মধ্যে সংযুক্তিকরণের নামে কলকাতা কর্পোরেশন আরও 18টি প্রাথমিক স্কুল বন্ধ করল। করোনা সময় স্কুলছুট বাচ্চাদের সংখ্যা বেড়েছে। দেশজুড়ে বিজেপি শিক্ষা ব্যবস্থাকে পুঁজিপতিদের হাতে তুলে দিয়েছে ৷ আর রাজ্যের তৃণমূল সরকার একই পথে যাচ্ছে। কলকাতা কর্পোরেশন তাদের হাতে। কখনও মডেল স্কুল, কখনও মাধ্যম বদলের নামে স্কুল বন্ধ করছে। আর এর ফলে বস্তিবাসী, প্রান্তিক ঘরের ছেলে-মেয়েরা বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.