ETV Bharat / state

পুজোর সময় হাওড়া থেকে 16টি স্পেশাল ট্রেন - Howrah station

পুজোর মাসে যাত্রী সুবিধার জন্য 16 টি স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল পূর্বরেল কর্তৃপক্ষ৷

প্রতিকী ছবি
author img

By

Published : Sep 12, 2019, 12:18 PM IST

হাওড়া, 12 সেপ্টেম্বর : পুজোর মাসে হাওড়া-গোরখপুর এবং হাওড়া-ছাপড়া স্টেশনের মধ্যে 16টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্বরেলের ৷ পুজোর দিনগুলোতে যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলওয়ের তরফে ৷ পুজো স্পেশাল এই ট্রেনগুলির মধ্যে 8টি হাওড়া-গোরখপুর এবং বাকি 8টি ট্রেন হাওড়া-ছাপড়ার মধ্যে চলাচল করবে ।

হাওড়া থেকে উত্তরপ্রদেশের গোরখপুর পর্যন্ত হাওড়া-গোরখপুর উইকলি স্পেশাল ট্রেনটি ব্যান্ডেল হয়ে যাতায়াত করবে । ট্রেনটি 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার রাত 11 টায় ছাড়বে । ওই ট্রেনটিই গোরখপুর থেকে 5 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার সন্ধে 7টা 5 মিনিটে হাওড়া স্টেশনের উদ্দেশে রওনা দেবে ।

অন্যদিকে, হাওড়া থেকে মধ্যপ্রদেশের ছাপড়া পর্যন্ত হাওড়া-ছাপড়া উইকলি স্পেশাল ট্রেন ডানকুনি স্টেশন দিয়ে যাতায়াত করবে ৷ ট্রেনটি 7 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত প্রতি সোমবার সন্ধে 8টা 5 মিনিটে ছাড়বে । আবার ছাপড়া স্টেশন থেকে 8 অক্টোবর থেকে শুরু করে 29 অক্টোবর প্রতি মঙ্গলবার বেলা 12টা 55 মিনিটে হাওড়ার উদ্দেশে রওনা হবে ।

আরও পড়ুন : ছন্দে দার্জিলিং, লাভের মুখ দেখছে টয়ট্রেন

যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই ট্রেনগুলিতে জেনেরাল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থাও রাখা হয়েছে ।

হাওড়া, 12 সেপ্টেম্বর : পুজোর মাসে হাওড়া-গোরখপুর এবং হাওড়া-ছাপড়া স্টেশনের মধ্যে 16টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্বরেলের ৷ পুজোর দিনগুলোতে যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলওয়ের তরফে ৷ পুজো স্পেশাল এই ট্রেনগুলির মধ্যে 8টি হাওড়া-গোরখপুর এবং বাকি 8টি ট্রেন হাওড়া-ছাপড়ার মধ্যে চলাচল করবে ।

হাওড়া থেকে উত্তরপ্রদেশের গোরখপুর পর্যন্ত হাওড়া-গোরখপুর উইকলি স্পেশাল ট্রেনটি ব্যান্ডেল হয়ে যাতায়াত করবে । ট্রেনটি 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার রাত 11 টায় ছাড়বে । ওই ট্রেনটিই গোরখপুর থেকে 5 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার সন্ধে 7টা 5 মিনিটে হাওড়া স্টেশনের উদ্দেশে রওনা দেবে ।

অন্যদিকে, হাওড়া থেকে মধ্যপ্রদেশের ছাপড়া পর্যন্ত হাওড়া-ছাপড়া উইকলি স্পেশাল ট্রেন ডানকুনি স্টেশন দিয়ে যাতায়াত করবে ৷ ট্রেনটি 7 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত প্রতি সোমবার সন্ধে 8টা 5 মিনিটে ছাড়বে । আবার ছাপড়া স্টেশন থেকে 8 অক্টোবর থেকে শুরু করে 29 অক্টোবর প্রতি মঙ্গলবার বেলা 12টা 55 মিনিটে হাওড়ার উদ্দেশে রওনা হবে ।

আরও পড়ুন : ছন্দে দার্জিলিং, লাভের মুখ দেখছে টয়ট্রেন

যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই ট্রেনগুলিতে জেনেরাল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থাও রাখা হয়েছে ।

Intro:বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো দিয়ে শুরু উৎসবের মাস। তারপর কালীপূজো ও ছটপুজো। এই সময় বহু মানুষ লম্বা ছুটি পেয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তাই রি পুজোর মাসে যাত্রীদের চাপ কমাবার জন্য ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পূর্ব রেল হাওড়া-গড়খপুর এবং হাওড়া-ছাপড়া স্টেশনের মধ্যে 16 টি স্পেশাল ট্রেন চালানো হবে। এই পুজো স্পেশাল ট্রেনগুলির মধ্যে 8টি হাওড়া-গোরখপুর এবং বাকি 8টি ট্রেন হাওড়া ও চাপড়ার মধ্যে চলাচল করবে। Body:03033/03034 হাওড়া-গোরখপুর হাওড়া হুগলি স্পেশাল, যেটি ব্যান্ডেল হয়ে যাতায়াত করবে। ট্রেনটি 4 অক্টোবর ও 25 অক্টোবরের মধ্যে প্রতি শুক্রবার রাত 11 টায় ছাড়বে। ওই ট্রেনটিই গোরখপুর থেকে 5 অক্টোবর থেকে 26 অক্টোবরের মধ্যে প্রতি শনিবার সন্ধ্যে 7:05 মিনিটে হাওড়া স্টেশনের জন্য রওনা দেবে। Conclusion:03035/03036 হাওড়া-চাপড়া হাওড়া উইকলি স্পেশাল ট্রেন যেটি ডানকুনি স্টেশন দিয়ে যাতায়াত করবে, ট্রেনটি 7 অক্টোবর থেকে 28 অক্টোবরের মধ্যে প্রতি সোমবার সন্ধে 08:05 মিনিটে ছাড়বে। ওই ট্রেনটি ছাপড়া থেকে 8 অক্টোবর থেকে 29 অক্টোবরের মধ্যে প্রতি মঙ্গলবার বেলা 12:55 মিনিটে হাওড়ার জন্য রওনা হবে।

যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই ট্রেনগুলিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থাও রাখা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.