ETV Bharat / state

Kolkata Port Trust: কলকাতা বন্দরকে উন্নত করতে 4 হাজার কোটি টাকার 11 প্রকল্প - কলকাতা বন্দর

কলকাতা বন্দরকে উন্নত করতে 4 হাজার কোটি টাকার 11টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে ৷ কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন চেয়ারম্যান রথেন্দ্র রামন এ কথা জানিয়েছেন ৷

Kolkata Port Trust
Kolkata Port Trust
author img

By

Published : May 24, 2023, 8:03 PM IST

কলকাতা, 24 মে: 1942 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ । দুই পড়শী শহর কলকাতা এবং হাওড়ার মধ্যে সেতু বন্ধন হল প্রথমবার । 81 বছরের পুরনো এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যানবাহন চলাচল করে । তাই স্বাভাবিকভাবেই প্রশাসন ব্রিজের স্বাস্থ্য নিয়ে সচেতন । কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন চেয়ারম্যান রথেন্দ্র রামন জানান যে, নিয়মিতভাবেই হাওড়া সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । কলকাতা বন্দরকে উন্নত করার জন্য 4 হাজার কোটি টাকার 11টি প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷

প্রায় 81 বছরের পুরনো হাওড়া ব্রিজ । লম্বায় 2313 ফিট । নয়া কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান জানান যে, হাওড়া ব্রিজের নিরন্তর স্বাস্থ্য পরীক্ষা চলছে । তিনি আরও জানান, এই নিয়মিত পরীক্ষা এবং সমীক্ষার ফলে যখনই কোথাও কোনও রকম সমস্যা দেখা দেয়, সেটি অবিলম্বে মেরামত করা হয় । এই বিষয়ে উদাহরণ হিসেবে পিলারগুলিকে বিশেষ কোটিং দিয়ে রং করার কথা উল্লেখ করেন তিনি ।

পাশাপাশি তিনি আরও জানান যে, কলকাতা জাহাজ বন্দরকে আরও উন্নত মানের এবং অত্যাধুনিক করে তুলতে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে । শ্যামাপ্রসাদ বন্দরের ইতিহাসে সম্প্রতি সবচেয়ে বড় জাহাজ নোঙর করা হয় । অর্থাৎ এ বার বন্দরের ক্ষমতা বৃদ্ধি করার দিকেও জোর দেওয়া হচ্ছে ।

এই ধরনের উন্নতির জন্য শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরেই আগামী 2030 সালের মধ্যে 4 হাজার কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে । মোট 11টি প্রকল্প বাস্তবায়িত করা হবে এই লক্ষ্যমাত্রার মধ্যে । 11টি প্রকল্পের মধ্যে চলতি বছরের শেষে 370 কোটি টাকা বিনিয়োগ করে 6টি প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ।

অন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়েও তুলে ধরেন রাথেন্দ্র রামান । তিনি জানান যে, গার্ডেনরিচ থেকে হাওড়া পর্যন্ত একটি আন্ডারপাস করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে । এই জন্য ডিজাইনিং ও প্ল্যানিং-এর জন্য একটি সংস্থাকে নিযুক্ত করা হয়েছে । এখন শুধু এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা ।

অন্যদিকে, কাজ পরিকল্পনা মাফিক এগোলে আগামী তিন বছরের মধ্যেই বালাগড় আইল্যান্ডের কাজ শেষ হবে । প্রথম ধাপের কাজের জন্য 98 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে । প্রথমে ধাপের কাজের জন্য পোর্ট ট্রাস্টের নিজেস্ব জমি ব্যবহার করা হয়েছে । দ্বিতীয় ধাপে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কাজ করা হবে ।

আরও পড়ুন: বিটুমিনাসের বোঝা কমাতে খুব শীঘ্রই সংস্কারের পথে হাওড়া ব্রিজ

কলকাতা, 24 মে: 1942 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ । দুই পড়শী শহর কলকাতা এবং হাওড়ার মধ্যে সেতু বন্ধন হল প্রথমবার । 81 বছরের পুরনো এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যানবাহন চলাচল করে । তাই স্বাভাবিকভাবেই প্রশাসন ব্রিজের স্বাস্থ্য নিয়ে সচেতন । কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন চেয়ারম্যান রথেন্দ্র রামন জানান যে, নিয়মিতভাবেই হাওড়া সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । কলকাতা বন্দরকে উন্নত করার জন্য 4 হাজার কোটি টাকার 11টি প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷

প্রায় 81 বছরের পুরনো হাওড়া ব্রিজ । লম্বায় 2313 ফিট । নয়া কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান জানান যে, হাওড়া ব্রিজের নিরন্তর স্বাস্থ্য পরীক্ষা চলছে । তিনি আরও জানান, এই নিয়মিত পরীক্ষা এবং সমীক্ষার ফলে যখনই কোথাও কোনও রকম সমস্যা দেখা দেয়, সেটি অবিলম্বে মেরামত করা হয় । এই বিষয়ে উদাহরণ হিসেবে পিলারগুলিকে বিশেষ কোটিং দিয়ে রং করার কথা উল্লেখ করেন তিনি ।

পাশাপাশি তিনি আরও জানান যে, কলকাতা জাহাজ বন্দরকে আরও উন্নত মানের এবং অত্যাধুনিক করে তুলতে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে । শ্যামাপ্রসাদ বন্দরের ইতিহাসে সম্প্রতি সবচেয়ে বড় জাহাজ নোঙর করা হয় । অর্থাৎ এ বার বন্দরের ক্ষমতা বৃদ্ধি করার দিকেও জোর দেওয়া হচ্ছে ।

এই ধরনের উন্নতির জন্য শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরেই আগামী 2030 সালের মধ্যে 4 হাজার কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে । মোট 11টি প্রকল্প বাস্তবায়িত করা হবে এই লক্ষ্যমাত্রার মধ্যে । 11টি প্রকল্পের মধ্যে চলতি বছরের শেষে 370 কোটি টাকা বিনিয়োগ করে 6টি প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ।

অন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়েও তুলে ধরেন রাথেন্দ্র রামান । তিনি জানান যে, গার্ডেনরিচ থেকে হাওড়া পর্যন্ত একটি আন্ডারপাস করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে । এই জন্য ডিজাইনিং ও প্ল্যানিং-এর জন্য একটি সংস্থাকে নিযুক্ত করা হয়েছে । এখন শুধু এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা ।

অন্যদিকে, কাজ পরিকল্পনা মাফিক এগোলে আগামী তিন বছরের মধ্যেই বালাগড় আইল্যান্ডের কাজ শেষ হবে । প্রথম ধাপের কাজের জন্য 98 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে । প্রথমে ধাপের কাজের জন্য পোর্ট ট্রাস্টের নিজেস্ব জমি ব্যবহার করা হয়েছে । দ্বিতীয় ধাপে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কাজ করা হবে ।

আরও পড়ুন: বিটুমিনাসের বোঝা কমাতে খুব শীঘ্রই সংস্কারের পথে হাওড়া ব্রিজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.