ETV Bharat / state

রবীন্দ্র সরোবরে হচ্ছে না ছট পুজো, সিদ্ধান্ত পৌরনিগমের - রবীন্দ্র সরোবরে হচ্ছে না ছট পুজো, সিদ্ধান্ত পৌরনিগমের

কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে রবীন্দ্র সরোবরে গত বছর থেকেই ছট পুজো নিষিদ্ধ করা হয়েছে ৷ গতবছর রবীন্দ্র সরোবরে ছট পুজো করা নিয়ে বিতর্ক হয় ৷ বিতর্ক গড়ায় আদালত পর্যন্ত ৷

মেয়র ফিরহাদ হাকিম
author img

By

Published : Oct 21, 2019, 10:19 PM IST

কলকাতা, 21 অক্টোবর : সামনেই ছট পুজো ৷ পুজোর জন্য দক্ষিণ কলকাতার 11 টি পুকুরকে চিহ্নিত করা হয়েছে ৷ তবে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবরকে ৷ আজ একথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

মেয়র বলেন, "কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে রবীন্দ্র সরোবরে গত বছর থেকেই ছট পুজো নিষিদ্ধ করা হয়েছে ৷" গতবছর রবীন্দ্র সরোবরে ছট পুজো করা নিয়ে বিতর্ক হয় ৷ বিতর্ক গড়ায় আদালত পর্যন্ত ৷ এবছর আর বিতর্কে না জড়িয়ে কলকাতা পৌরনিগমের তরফে রবীন্দ্র সরোবরে পুজো না করার আগাম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যে 11 টি পুকুরকে ছট পুজোর জন্য চিহ্নিত করা হয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হচ্ছে ৷ এছাড়া অস্থায়ী শৌচাগার ও বিশ্রামাগার তৈরি করা হবে ।

কলকাতা, 21 অক্টোবর : সামনেই ছট পুজো ৷ পুজোর জন্য দক্ষিণ কলকাতার 11 টি পুকুরকে চিহ্নিত করা হয়েছে ৷ তবে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবরকে ৷ আজ একথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

মেয়র বলেন, "কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে রবীন্দ্র সরোবরে গত বছর থেকেই ছট পুজো নিষিদ্ধ করা হয়েছে ৷" গতবছর রবীন্দ্র সরোবরে ছট পুজো করা নিয়ে বিতর্ক হয় ৷ বিতর্ক গড়ায় আদালত পর্যন্ত ৷ এবছর আর বিতর্কে না জড়িয়ে কলকাতা পৌরনিগমের তরফে রবীন্দ্র সরোবরে পুজো না করার আগাম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যে 11 টি পুকুরকে ছট পুজোর জন্য চিহ্নিত করা হয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হচ্ছে ৷ এছাড়া অস্থায়ী শৌচাগার ও বিশ্রামাগার তৈরি করা হবে ।

Intro:রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না মেয়র ফিরহাদ হাকিম আজ একথা জানিয়ে দিলেন। দক্ষিণ কলকাতার 11 টি পুকুর ছট পুজোর জন্য চিহ্নিত করা হয়েছে। দিল্লির নির্দেশের চক্রান্ত জন্যেই ছট পুজো করা যাবে না জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র জানিয়েছেন দিল্লি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী জাতীয় শরবর রবীন্দ্র সরোবর গত বছর থেকেই ছট পূজো নিষিদ্ধ করা হয়েছে। যদিও গত বছর কেন্দ্রীয় সরকার ও গ্রিন ট্রাইবুনাল এর নির্দেশ অমান্য করেই রবীন্দ্র সরোবরে ছট পূজা অনুষ্ঠিত হয়েছিল।


Body:গতবছর রবীন্দ্র সরোবরে ছট পুজো হওয়া নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্কও গড়িয়েছিল আদালত পর্যন্ত। এবছর আর বিতর্ক তে না জড়িয়ে কলকাতা পৌরনিগম আগাম এই সিদ্ধান্ত নিয়েছে। মেয়র জানিয়েছেন দিল্লির নির্দেশিকার ফলেই এ বছর রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না। এগারটি পুকুরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। সেগুলিকে ছট পুজোর জন্য প্রস্তুত করছে কলকাতা পৌরনিগম। পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হচ্ছে। অস্থায়ী শৌচাগার ও বিশ্রামাগার তৈরি করা হবে ।


Conclusion:মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ছট পুজো পালনকারী ধর্মালম্বীদের যাতে কোনমতে আবেগকে আঘাত না আসে। তাই জন্য ছট পুজো পালনকারীদের ধর্মে আঘাত না আসে তার জন্যই এই ব্যবস্থা নিয়েছে কলকাতা পৌরনিগম।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.