ETV Bharat / state

জয় শ্রীরাম লেখা 10 লাখ পোস্টকার্ড যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় - post card

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় জয় শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠানোর কর্মসূচি নিল রাজ্য BJP যুব মোর্চা । আগামী 20 দিনের মধ্যে 10 লাখ চিঠি প্রাপকের ঠিকানায় পাঠানো হবে ।

চিঠি
author img

By

Published : May 16, 2019, 11:31 PM IST

Updated : May 16, 2019, 11:58 PM IST

কলকাতা, 16 মে : পোস্টকার্ডে লেখা "জয় শ্রীরাম" । ঠিকানা 30 বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 26 । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় এরকম 10 লাখ চিঠি পাঠাতে চলেছে BJP যুব মোর্চা । শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি ব্লক থেকেই চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে তারা ।

আজ দমদমে নরেন্দ্র মোদির জনসভা থেকে এই কর্মসূচির সূচনা হয় । আগামী 20 দিনের মধ্যে 10 লাখ চিঠি মমতার বাড়ির ঠিকানায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

ভিডিয়োয় শুনুন কালীচরণ সাউয়ের বক্তব্য

কিন্তু, হঠাৎ এই উদ্যোগ কেন ?

BJP সূত্রে খবর, চন্দ্রকোনায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় BJP-র 3 কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । BJP-র অভিযোগ, রাজ্যে যারাই এই ধ্বনি দিচ্ছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে । তাই প্রতিবাদ জানাতে পোস্টকার্ডে "জয় শ্রীরাম" লিখে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠানোর অভিনব সিদ্ধান্ত নিয়েছে BJP যুব মোর্চা ।

BJP যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য কালীচরণ সাউ বলেন, "রাজ্যের সব কটি ব্লকে যুব মোর্চার সদস্যরা নিজেরাই পোস্ট অফিস থেকে পোস্টকার্ড কিনে তাতে জয় শ্রীরাম লিখে প্রতীকী প্রতিবাদ হিসাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেবে । এই কর্মসূচিতে প্রথমদিনেই সাড়া পাওয়া গিয়েছে । প্রথমদিনেই রাজ্যে প্রায় 60 হাজার পোস্টকার্ড মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে ।"

কলকাতা, 16 মে : পোস্টকার্ডে লেখা "জয় শ্রীরাম" । ঠিকানা 30 বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 26 । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় এরকম 10 লাখ চিঠি পাঠাতে চলেছে BJP যুব মোর্চা । শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি ব্লক থেকেই চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে তারা ।

আজ দমদমে নরেন্দ্র মোদির জনসভা থেকে এই কর্মসূচির সূচনা হয় । আগামী 20 দিনের মধ্যে 10 লাখ চিঠি মমতার বাড়ির ঠিকানায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

ভিডিয়োয় শুনুন কালীচরণ সাউয়ের বক্তব্য

কিন্তু, হঠাৎ এই উদ্যোগ কেন ?

BJP সূত্রে খবর, চন্দ্রকোনায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় BJP-র 3 কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । BJP-র অভিযোগ, রাজ্যে যারাই এই ধ্বনি দিচ্ছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে । তাই প্রতিবাদ জানাতে পোস্টকার্ডে "জয় শ্রীরাম" লিখে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠানোর অভিনব সিদ্ধান্ত নিয়েছে BJP যুব মোর্চা ।

BJP যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য কালীচরণ সাউ বলেন, "রাজ্যের সব কটি ব্লকে যুব মোর্চার সদস্যরা নিজেরাই পোস্ট অফিস থেকে পোস্টকার্ড কিনে তাতে জয় শ্রীরাম লিখে প্রতীকী প্রতিবাদ হিসাবে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেবে । এই কর্মসূচিতে প্রথমদিনেই সাড়া পাওয়া গিয়েছে । প্রথমদিনেই রাজ্যে প্রায় 60 হাজার পোস্টকার্ড মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে ।"

Intro:16-05-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ এক অভিনব প্রতিবাদ কর্মসূচি বিজেপির যুব মোর্চার। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে ১০ লক্ষ "জয়- শ্রীরাম" লেখা পোষ্ট কার্ড পাঠানোর বিশেষ কর্মসূচি নিল বিজেপির যুব মোর্চা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দমদম এর জনসভা থেকে অনুষ্ঠিত ভাবে এই কর্মসূচির সূচণা হল। এটা সারা রাজ্যের সব কটি ব্লকেই এই কর্মসূচি নেওয়া হবে।



"জয়-শ্রীরাম" লেখা ১০ লক্ষ পোষ্ট কার্ড মুখ্যমন্ত্রী মমতা ববন্দ্যোপাধ্যায় এর ৩০ বি, হরিশ চ্যাটার্জী স্ট্রীটে, কলকাতা -২৬ এই ঠিকানায় পাঠানোর লক্ষ মাত্রা নেওয়া হয়েছে। তবে শুধু মাত্র কলকাতা ও শহরতলিয়ে নয় প্রতিটি ব্লকেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে। ২০ দিনের মধ্যে ১০ লক্ষের বেশী পোষ্টকার্ড মুখ্যমন্ত্রী এর বাড়িতে পৌচ্ছানোর পরিকল্পনা আছে।


হঠাৎ "জয়- শ্রীরাম" পোষ্ট কার্ড মুখ্যমন্ত্রী এর বাড়িতে পাঠানোর ইউনিক আইডিয়া টা কী ভাবে এল?
বিজেপি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এই ধ্বনি শুনে যে ভাবে মেদনীপুরের বিজেপির সাধারণ ৫ জন সদস্য কে পুলিশ গ্রেপ্তার করে। জয়- শ্রীরাম ধ্বনি যারাই দিচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। রাজ্য জুড়ে জয়- শ্রীরাম ধ্বনি বন্ধো করতে বিজেপির দলীয় কার্যকর্তাদের মারধোর করা হচ্ছে। তাই বিজেপির যুব মোর্চা এর প্রতিবাদ সরূপ পোষ্ট কার্ডে জয় শ্রীরাম লেখা খাম তার বাড়িতে পাঠানোর পরিকল্পনা করছে।


বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য কালিচরণ সাউ বলেন, " সারা রাজ্যের সব কটি ব্লকে যুব মোর্চার সদস্যারা নিজেরাই পোষ্ট অফিস থেকে পোষ্ট কার্ড কিনে প্রতিকি হিসাবে মুখ্যমন্ত্রী এর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেবে। আজকেই এই কর্মসূচিতেই ব্যাপক সারা পাওয়া গিয়েছে। প্রথম দিনেই সারা রাজ্যে প্রায় ৬০ হাজার পোষ্ট কার্ডে জয়শ্রীরাম লিখে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে। কলকাতার ৩ টি লোকসভার ২৮ টি বিধানসভায় এই কর্মসূচি নেওয়া হবে"Body:বাইটConclusion:
Last Updated : May 16, 2019, 11:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.