ETV Bharat / state

Gold Seized: কলকাতা বিমানবন্দরে 1 কেজি সোনা-সহ আটক 1 - Gold Seized

এক মাসের মধ্যেই ফের কলকাতা বিমানবন্দরের এক যাত্রীর কাছ থেকে বাজেয়াপ্ত সোনা ৷ সিঙ্গাপুর থেকে ওই যাত্রী কলকাতা আসছিলেন বলে জানা গিয়েছে(Gold Seized)৷

Etv Bharat
কলকাতা বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত হওয়া সোনা
author img

By

Published : Sep 20, 2022, 12:28 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: কলকাতা বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে প্রায় 1 কেজিরও বেশি ওজনের সোনা-সহ আটক সিঙ্গাপুর ফেরত এক ভারতীয় নাগরিক(1 Person Detained with Gold from Kolkata Airport)। সোমবার সকালে ওই নাগরিককে আটক করা হয় ৷

জানা গিয়েছে, শুল্ক দফতরের কলকাতা বিমানবন্দর শাখার আধিকারিকেরা সূত্র মারফত খবর পেয়ে সিঙ্গাপুর ফেরত এক ভারতীয় নাগরিককে বিমানবন্দরে আটক করে । এরপর তাকে তল্লাশি করে 27টি সোনার কয়েন ও তিনটি সোনার বার উদ্ধার করা হয় । যার ওজন প্রায় 1 হাজার 140 গ্রাম । যার বাজার মূল্য 56 লাখ 78 হাজার 694 টাকা ।

প্রসঙ্গত, 27 অগস্ট মুম্বই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে প্রায় 1500 গ্রাম সোনা বাজেয়াপ্ত করে শুল্ক দফতর (Gold Bar Seized from Kolkata Airport)। যার মধ্যে ছিল 24 ক্যারেটের 5টি সোনার বার (Gold Bar Seized)৷ যার বর্তমান বাজার মূল্য প্রায় 77 লক্ষ 21 হাজার টাকা ৷

আরও পড়ুন : কলকাতা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে বেসরকারি সংস্থা

কলকাতা, 20 সেপ্টেম্বর: কলকাতা বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে প্রায় 1 কেজিরও বেশি ওজনের সোনা-সহ আটক সিঙ্গাপুর ফেরত এক ভারতীয় নাগরিক(1 Person Detained with Gold from Kolkata Airport)। সোমবার সকালে ওই নাগরিককে আটক করা হয় ৷

জানা গিয়েছে, শুল্ক দফতরের কলকাতা বিমানবন্দর শাখার আধিকারিকেরা সূত্র মারফত খবর পেয়ে সিঙ্গাপুর ফেরত এক ভারতীয় নাগরিককে বিমানবন্দরে আটক করে । এরপর তাকে তল্লাশি করে 27টি সোনার কয়েন ও তিনটি সোনার বার উদ্ধার করা হয় । যার ওজন প্রায় 1 হাজার 140 গ্রাম । যার বাজার মূল্য 56 লাখ 78 হাজার 694 টাকা ।

প্রসঙ্গত, 27 অগস্ট মুম্বই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে প্রায় 1500 গ্রাম সোনা বাজেয়াপ্ত করে শুল্ক দফতর (Gold Bar Seized from Kolkata Airport)। যার মধ্যে ছিল 24 ক্যারেটের 5টি সোনার বার (Gold Bar Seized)৷ যার বর্তমান বাজার মূল্য প্রায় 77 লক্ষ 21 হাজার টাকা ৷

আরও পড়ুন : কলকাতা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে বেসরকারি সংস্থা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.