কালিম্পং, 12 অক্টোবর: সিকিমে বিদ্যুৎ মেরামতের কাজ করতে যাওয়ার সময় ব্রেক ফেল করে খাদে পড়ে গেল শ্রমিক বোঝাই গাড়ি । গুরুতর আহত হয়েছেন হাওড়ার তিন শ্রমিক । তাঁরা কালিম্পং জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের চার মাইলের কাছে মন্দিরগোলা এলাকায় ৷
উত্তর সিকিমের লোনাক হ্রদের বাঁধ ভেঙে যাওয়ায় বিপর্যস্ত গোটা সিকিমের বিস্তির্ণ এলাকা । ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়ক । বন্যা পরিস্থিতির জেরে ঘরবাড়িহারা হয়েছেন হাজার হাজার মানুষ । ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা । আর সেজন্যই বৃহস্পতিবার বিদ্যুৎ মেরামতের সামগ্রী নিয়ে সিকিমের জোরথাং যাচ্ছিল সাতজন শ্রমিক বোঝাই একটি গাড়ি । 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় লাভা হয়ে বিকল্প পথে যাচ্ছিল শ্রমিকরা ।
তবে কালিম্পংয়ের চার মাইলের কাছে মন্দিরগোলা এলাকায় খাড়া পথ ধরে নামার সময় ঘটে বিপত্তি ৷ আচমকা গাড়িটির ব্রেক ফেল হয়ে যায় । এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা খাদে পরে যায় । এরপর স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে পাঠায় । গুরুতর আহতরা হলেন রমেশ পাঁজা, রাজ সোরেন ও দীপ দাস । প্রত্যেকেই হাওড়ার বাসিন্দা । চালক-সহ বাকি চারজন বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে । এই দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালিম্পংয়ে ।
আরও পড়ুন: বিধাননগরে বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষে আহত 5, গ্রেফতার বাস চালক
কালিম্পং জেলা ট্রাক ওনার্স ও ড্রাইভার্স ট্রেড ইউনিয়নের সভাপতি কমল শর্মা বলেন, "10 নম্বর জাতীয় সড়ক খারাপ থাকায় গাড়িটি বিকল্প রুটে যাচ্ছিল । সেইসময় চার মাইলের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । এতে তিন হাওড়ার শ্রমিক গুরুতর আহত হয়েছে । আমাদের সমস্ত চালকদের কাছে আবেদন, বাইরে থেকে আগত সমস্ত গাড়ি বিকল্প পথে যাওয়ার আগে কালিম্পং মোটর স্ট্যান্ড পার করে যেন তাঁরা গাড়িকে বিশ্রাম দেয় । তা না হলে ব্রেকে চাপ পরায় তা ফেল হওয়ার ঝুঁকি থাকছে । গাড়িকে বিশ্রাম দিলে এতে এই ধরণের ঘটনা ঘটবে না ।"