ETV Bharat / state

তিস্তা বাঁধে-মেরামতির কাজ কর‍তে গিয়ে স্কুবা ডাইভারের মৃত্যু - স্কুবা ডাইভার

Uttar Pradesh scuba diver Dies in Kalimpong: কালিম্পংয়ে মৃত্যু হল ভিন রাজ্যের স্কুবা ডাইভারের ৷ তিস্তা বাঁধের মেরামতের কাজ কর‍তে জলের তলায় নেমেছিলেন তিনি ৷

scuba diver death
স্কুবা ডাইভারের মৃত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 1:32 PM IST

কালিম্পংয়ে উত্তরপ্রদেশের স্কুবা ডাইভারের মৃত্যু

কালিম্পং, 9 জানুয়ারি: তিস্তা বাঁধের ইনটেক গেটে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ভিন রাজ্যের এক স্কুবা ডাইভারের । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালিম্পংয়ে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই স্কুবা ডাইভারের নাম সিদ্ধার্থ সবিতা (28) । তিনি উত্তরপ্রদেশের ডাবুপাড়া আগ্রার মোতিবাগ কলোনির বাসিন্দা । কালিম্পং জেলার কালিঝোরার রম্ভিতে অবস্থিত ন্যাশনাল হাইডেল প্রজেক্টের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন সিদ্ধার্থ । গত এক বছর ধরে এনএইচপিসিতে কর্মরত ছিলেন তিনি ।

জানা গিয়েছে, এর আগে অন্য সংস্থায় স্কুবা ডাইভিংয়ের কাজ করতেন সিদ্ধার্থ । স্কুবা ডাইভিংয়ে অভিজ্ঞতা ছিল ওই যুবকের । ভিন রাজ্যে বাড়ি হলেও কাজের সূত্রে কালিঝোরাতেই থাকছিলেন তিনি । মঙ্গলবার কালিম্পং জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ বাড়িতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ।

আরও জানা গিয়েছে, সোমবার দুপুরে এনএইচপিসির চার নম্বর ইনটেক গেটে মেরামতের কাজে নেমেছিলেন সিদ্ধার্থ । বাঁধে থাকা লিকেজ বন্ধ করতে স্কুবা ডাইভিং করে তিস্তার জলে নামেন তিনি । প্রায় 300 মিটার গভীরে লিকেজ ঠিক করতে গিয়েছিলেন । কিন্তু লিকেজের কাজ করার সময় আচমকা নদীর জলের প্রবল চাপে বাঁধের ফাটলে আটকে যান যুবক । জলের প্রবল চাপে কোনওভাবেই আর সেখান থেকে বের হতে পারেনি তিনি ৷ প্রায় এক ঘণ্টা বাঁধের অন্যান্য কর্মীরাও তাঁকে উদ্ধারের চেষ্টা করেন । তাঁকে বাঁচাতে গেট খুলে ছাড়া হয় নদীর জল । কিন্তু তাতেও কোন লাভ হয় না । দেড় ঘণ্টা বাদে সিদ্ধার্থর নিথর দেহ উদ্ধার হয় । তাঁর দেহ উদ্ধার করে পাঠানো হয় কালিম্পং জেলা হাসপাতালে । খবর দেওয়া হয় রম্ভি থানার পুলিশকে ।

এনএইচপিসির আধিকারিক বলবিন্দর সিং বলেন, "বাঁধের কাজের সময় ফাটলের মধ্যে আটকে পরে সিদ্ধার্থ । অক্সিজেন সিলিন্ডার-সহ সমস্ত উপকরণ ও সুরক্ষা নিয়েই জলে নেমেছিল সে । কিন্তু দুর্ভাগ্যবশত ফাটলের মধ্যে আটকে যায় । জলের প্রবল চাপে নিজেকে কোনওভাবে বাঁচাতে পারে না । পরে তার দেহ উদ্ধার হয়। নিয়ম অনুযায়ী তার পরিবারকে সমস্তরকম সহযোগিতা করা হবে ও ক্ষতিপূরণ দেওয়া হবে।"

আরও পড়ুন:

  1. আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের, মরদেহ পৌঁছল পাথরপ্রতিমার বাড়িতে
  2. ভিন রাজ্যে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের! 'বাংলায় কাজ নেই', অভিযোগ পরিবারের
  3. ভিন রাজ্যে মৃত্যু বাংলার শ্রমিকের, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আহত আরও এক

কালিম্পংয়ে উত্তরপ্রদেশের স্কুবা ডাইভারের মৃত্যু

কালিম্পং, 9 জানুয়ারি: তিস্তা বাঁধের ইনটেক গেটে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ভিন রাজ্যের এক স্কুবা ডাইভারের । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালিম্পংয়ে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই স্কুবা ডাইভারের নাম সিদ্ধার্থ সবিতা (28) । তিনি উত্তরপ্রদেশের ডাবুপাড়া আগ্রার মোতিবাগ কলোনির বাসিন্দা । কালিম্পং জেলার কালিঝোরার রম্ভিতে অবস্থিত ন্যাশনাল হাইডেল প্রজেক্টের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন সিদ্ধার্থ । গত এক বছর ধরে এনএইচপিসিতে কর্মরত ছিলেন তিনি ।

জানা গিয়েছে, এর আগে অন্য সংস্থায় স্কুবা ডাইভিংয়ের কাজ করতেন সিদ্ধার্থ । স্কুবা ডাইভিংয়ে অভিজ্ঞতা ছিল ওই যুবকের । ভিন রাজ্যে বাড়ি হলেও কাজের সূত্রে কালিঝোরাতেই থাকছিলেন তিনি । মঙ্গলবার কালিম্পং জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ বাড়িতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ।

আরও জানা গিয়েছে, সোমবার দুপুরে এনএইচপিসির চার নম্বর ইনটেক গেটে মেরামতের কাজে নেমেছিলেন সিদ্ধার্থ । বাঁধে থাকা লিকেজ বন্ধ করতে স্কুবা ডাইভিং করে তিস্তার জলে নামেন তিনি । প্রায় 300 মিটার গভীরে লিকেজ ঠিক করতে গিয়েছিলেন । কিন্তু লিকেজের কাজ করার সময় আচমকা নদীর জলের প্রবল চাপে বাঁধের ফাটলে আটকে যান যুবক । জলের প্রবল চাপে কোনওভাবেই আর সেখান থেকে বের হতে পারেনি তিনি ৷ প্রায় এক ঘণ্টা বাঁধের অন্যান্য কর্মীরাও তাঁকে উদ্ধারের চেষ্টা করেন । তাঁকে বাঁচাতে গেট খুলে ছাড়া হয় নদীর জল । কিন্তু তাতেও কোন লাভ হয় না । দেড় ঘণ্টা বাদে সিদ্ধার্থর নিথর দেহ উদ্ধার হয় । তাঁর দেহ উদ্ধার করে পাঠানো হয় কালিম্পং জেলা হাসপাতালে । খবর দেওয়া হয় রম্ভি থানার পুলিশকে ।

এনএইচপিসির আধিকারিক বলবিন্দর সিং বলেন, "বাঁধের কাজের সময় ফাটলের মধ্যে আটকে পরে সিদ্ধার্থ । অক্সিজেন সিলিন্ডার-সহ সমস্ত উপকরণ ও সুরক্ষা নিয়েই জলে নেমেছিল সে । কিন্তু দুর্ভাগ্যবশত ফাটলের মধ্যে আটকে যায় । জলের প্রবল চাপে নিজেকে কোনওভাবে বাঁচাতে পারে না । পরে তার দেহ উদ্ধার হয়। নিয়ম অনুযায়ী তার পরিবারকে সমস্তরকম সহযোগিতা করা হবে ও ক্ষতিপূরণ দেওয়া হবে।"

আরও পড়ুন:

  1. আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের, মরদেহ পৌঁছল পাথরপ্রতিমার বাড়িতে
  2. ভিন রাজ্যে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের! 'বাংলায় কাজ নেই', অভিযোগ পরিবারের
  3. ভিন রাজ্যে মৃত্যু বাংলার শ্রমিকের, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আহত আরও এক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.