কালিম্পং ও গ্যাংটক, 17 মে : সিকিমের গ্যাংটক থেকে ছাঙ্গু যাওয়ার রাস্তায় ধস । গতকাল রাতে প্রবল বৃষ্টির জেরে ধস নামে পূর্ব সিকিমের সেরাথাংসহ সংলগ্ন এলকায় ।
এর জেরে আজ সকাল থেকে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । ছাঙ্গু যাওয়ার পথে প্রায় 6 মাইল এলাকায় রাস্তা বন্ধ রয়েছে । সিকিম প্রশাসনের তরফ থেকে বর্তমানে পর্যটকদের ছাঙ্গুতে যাওয়ার পারমিট দেওয়া হচ্ছে না ।
সিকিম পুলিশের সেরাথাং থানার OC থেণ্ডুপ শেরপা বলেন, "বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টি হয়। এরফলে রাতেই ধসে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে । ধস সরাতে সকাল থেকেই কাজ শুরু করেছে জেনেরাল রিজ়ার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স (GREF) । আশা করি দুপুরের পর থেকে যানচলাচল স্বাভাবিক হবে ।"