কালিম্পং, ৫ জুন : দুর্গম পাহাড় । চরাই উতরাই পথ । খাদের ঢাল ধরে কয়েক কিলোমিটার পাহাড়ি রাস্তায় কয়েক ঘন্টার সফর । সবটাই পাহাড়বাসীর জন্য । কালিম্পংয়ের পানীয় জলের সমস্যা আজকের নয় । শুরু থেকেই তীব্র জলের সংকোটে ভুগে চলেছে কালিম্পংবাসী । আর এবার সেই সমস্যা সমাধানে কোমর বেঁধে ময়দানে নেমেছেন নবনির্বাচিত বিধায়ক রুদেন সাদা লেপচা । সঙ্গে কালিম্পং পুরসভার চেয়ারম্যান রবি প্রধান সহ পুর আধিকারিক ও অনুগামীরা ।
শনিবার সকালে পানীয় জলের সমস্যা বুঝতে পাহাড়ি রাস্তায় কয়েক কিলোমিটার চলার পর নেওরাভ্যালি সংলগ্ন থুকচুক নামে একটি গ্রামে পৌছন তাঁরা । জলের সমস্যা মেটাতে পাহাড়ের নদীর উৎসস্থল পরিদর্শন করেন তাঁরা । বর্ষার জল ধরে রাখার পাশাপাশি বছরের অন্যান্য সময়ে জল সরবরাহ যাতে স্বাভাবিক রাখা যায় সেই উদ্যোগ নিয়েছেন বিধায়ক ।
থুকচুক গ্রাম থেকে জলের উৎসস্থলের জায়গাটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে শহরে জল সরবরাহ করা সম্ভব তার জন্য একটি ডিটেল প্রজেক্ট রিপোর্ট এবং খরচের খসরা তৈরি করতে বলেন বিধায়ক ও চেয়ারম্যান । ব্রিটিশ আমল থেকে সেখান থেকে পানীয় জল পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল । কিন্তু পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে সেইসব পাইপ লাইনের একাধিক জায়গা খারাপ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা ।
কোথাও পাইপের উপর পড়ে গিয়েছে শ্যাওলা আবার কোথাও মাটির নীচে চলে গিয়েছে পাইপ । ফলে ব্রিটিশ আমলের সেইসব পাইপ দিয়ে জল যায় না বললেই চলে । অন্তত পাইপ পরিবর্তন করলে কিছুটা সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিধায়ক । পানীয় জলের প্রকল্পগুলি জিটিএ কেন দেখাশোনা করবে না, সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন রুদেন লেপচা ।
আরও পড়ুন :করোনার টিকাকরণে রাজ্যে প্রথমস্থানে কালিম্পং
রুদেন সাদা লেপচা বলেন, "এর আগে কারিগরি দফতর একা একা কাজ করত । একইভাবে পুরসভা, জনস্বাস্থ্য কারিগরি, জিটিএ নিজেদের মতো কাজ করত । কোনও দফতরের সঙ্গে কোনও দফতরের যোগাযোগ ছিল না । তাতে সমস্যা আরও বেড়ে গিয়েছে । সেজন্য আমি প্রত্যেক দফতর ও বিভাগের আধিকারিকদের একসঙ্গে সমস্যা সমাধানে এগিয়ে আসার আবেদন করেছি ।" পাশাপাশি বাড়িতে বাড়িতে জল পৌছানোর বিষয়েও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি ।