ETV Bharat / state

Landslide in Kalimpong: দু'দিন থেকে টানা বৃষ্টির জের, কালিম্পংয়ে জাতীয় সড়কে ধসে বিপাকে পর্যটকরা

Landslide on National Highway: দু'দিন ধরে টানা বৃষ্টির জেরে ধস নামল জাতীয় সড়কে ৷ এর ফলে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা । বিপাকে পড়েছে নিত্যযাত্রী থেকে পর্যটকরা ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 3:41 PM IST

Landslide on National Highway
জাতীয় সড়কে ধস
দু'দিন থেকে টানা বৃষ্টির জেরে কালিম্পংয়ে জাতীয় সড়কে ধস

কালিম্পং, 24 সেপ্টেম্বর: দু'দিন ধরে টানা বৃষ্টির জের ৷ ধসের ঘটনা ঘটল কালিম্পংয়ের জাতীয় সড়কে ৷ যার ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে বিপাকে পড়েছে নিত্যযাত্রী থেকে পর্যটকরা ৷ জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে পাহাড়-সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে শুরু হয় বৃষ্টিপাত । পাহাড়-সহ তরাই ডুয়ার্স এলাকায় ভারী বৃষ্টি হয়েছে । যার জেরে রবিবার সকালে কালিম্পং জেলার শ্বেতিঝোরায় 10 নম্বর জাতীয় সড়কে বিশাল ধসের ঘটনা ঘটে । ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে ছোট বড় সমস্ত যোগাযোগ ব্যবস্থা ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ডার রোড অর্গানাইজেশন, জেলা প্রশাসন ও জিটিএ প্রশাসন । ওই রাস্তা দিয়ে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে কালিম্পং জেলা প্রশাসনের তরফে । জানা গিয়েছে, দু'বছর আগেও ঠিক একই জায়গায় ধসের ঘটনা ঘটেছিল । সেসময় ধসের পর এখানে সংস্কার ও মেরামতের কাজ করেছিল পূর্ত দফতর । কিন্তু দু'বছরের মাথায় ঠিক একই জায়গায় ফের ধসের ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । জেলা প্রশাসনের তরফে ওই রাস্তা দিয়ে চলা সমস্ত যান নিয়ন্ত্রণ করা হচ্ছে । যাতে যানজট না হয় তাই সেভক সেতু ও কার্শিয়াং দিয়ে বিকল্প রুটে গাড়ি চলাচল করানো হচ্ছে । শিলিগুড়ি থেকে তিস্তা যাওয়ার গাড়ি কার্শিয়াং দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।

পাশাপাশি সাঙ্গসে থেকে লাভা হয়ে গরুবাথান যাওয়ার গাড়িগুলিকে করোনেশন সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । শিলিগুড়ি থেকে সিকিমগামী সমস্ত গাড়ি করোনেশন সেতু থেকে গরুবাথান রোড হয়ে লাভা, কালিম্পং টাউন দিয়ে চিতরে ফাটক হয়ে যেতে বলা হয়েছে । তবে ভারী যানের ক্ষেত্রে ওই রুটে শুধুমাত্র রাত সাতটা থেকে সকাল ছটা পর্যন্ত যাতায়াত করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ।

আরও পড়ুন: তৈরি ঘূর্ণাবর্ত, নতুন সপ্তাহে নিম্নচাপের ভ্রুকুটি; পাহাড়ে ভারী সমতলে মাঝারি বৃষ্টি

আবহাওয়ার দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে আন্দামান সাগরে । 48 ঘণ্টার মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হবে । তার আগে আজ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ ৷ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পাহাড়েও ।

দু'দিন থেকে টানা বৃষ্টির জেরে কালিম্পংয়ে জাতীয় সড়কে ধস

কালিম্পং, 24 সেপ্টেম্বর: দু'দিন ধরে টানা বৃষ্টির জের ৷ ধসের ঘটনা ঘটল কালিম্পংয়ের জাতীয় সড়কে ৷ যার ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে বিপাকে পড়েছে নিত্যযাত্রী থেকে পর্যটকরা ৷ জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে পাহাড়-সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে শুরু হয় বৃষ্টিপাত । পাহাড়-সহ তরাই ডুয়ার্স এলাকায় ভারী বৃষ্টি হয়েছে । যার জেরে রবিবার সকালে কালিম্পং জেলার শ্বেতিঝোরায় 10 নম্বর জাতীয় সড়কে বিশাল ধসের ঘটনা ঘটে । ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে ছোট বড় সমস্ত যোগাযোগ ব্যবস্থা ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ডার রোড অর্গানাইজেশন, জেলা প্রশাসন ও জিটিএ প্রশাসন । ওই রাস্তা দিয়ে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে কালিম্পং জেলা প্রশাসনের তরফে । জানা গিয়েছে, দু'বছর আগেও ঠিক একই জায়গায় ধসের ঘটনা ঘটেছিল । সেসময় ধসের পর এখানে সংস্কার ও মেরামতের কাজ করেছিল পূর্ত দফতর । কিন্তু দু'বছরের মাথায় ঠিক একই জায়গায় ফের ধসের ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । জেলা প্রশাসনের তরফে ওই রাস্তা দিয়ে চলা সমস্ত যান নিয়ন্ত্রণ করা হচ্ছে । যাতে যানজট না হয় তাই সেভক সেতু ও কার্শিয়াং দিয়ে বিকল্প রুটে গাড়ি চলাচল করানো হচ্ছে । শিলিগুড়ি থেকে তিস্তা যাওয়ার গাড়ি কার্শিয়াং দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ।

পাশাপাশি সাঙ্গসে থেকে লাভা হয়ে গরুবাথান যাওয়ার গাড়িগুলিকে করোনেশন সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । শিলিগুড়ি থেকে সিকিমগামী সমস্ত গাড়ি করোনেশন সেতু থেকে গরুবাথান রোড হয়ে লাভা, কালিম্পং টাউন দিয়ে চিতরে ফাটক হয়ে যেতে বলা হয়েছে । তবে ভারী যানের ক্ষেত্রে ওই রুটে শুধুমাত্র রাত সাতটা থেকে সকাল ছটা পর্যন্ত যাতায়াত করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ।

আরও পড়ুন: তৈরি ঘূর্ণাবর্ত, নতুন সপ্তাহে নিম্নচাপের ভ্রুকুটি; পাহাড়ে ভারী সমতলে মাঝারি বৃষ্টি

আবহাওয়ার দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে আন্দামান সাগরে । 48 ঘণ্টার মধ্যে সেটি নিম্নচাপে পরিণত হবে । তার আগে আজ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ ৷ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পাহাড়েও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.