Sikkim Flash Flood: জিটিএ এলাকায় নিখোঁজ 11, মৃত এক শিশু; পাশে থাকার আশ্বাস অনিত থাপার গলায় - হড়পা বানে ক্ষতিগ্রস্ত এলাকা
পাহাড়ের অবস্থা খুবই খারাপ, জানালেন জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনিত থাপা ৷ সিকিমের মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান, চুংথাং বাঁধের জল ছাড়ায় প্লাবিত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ৷
Published : Oct 5, 2023, 2:09 PM IST
কালিম্পং, 5 অক্টোবর: এলাকার 11 জন পাহাড়বাসী নিখোঁজ ৷ কালিম্পং জেলার বাসিন্দা এক শিশুর মৃত্যু হয়েছে ৷ প্রায় পাঁচ হাজারের বেশি পরিবার সিকিমের হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তবে প্রত্যেক ক্ষতিগ্রস্তদের বাড়ি পুনর্নির্মাণ করে দেবে জিটিএ ৷ বৃহস্পতিবার কালিম্পং জেলায় হড়পা বানে ক্ষতিগ্রস্ত এলাকা ও সেখানকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের একথা জানান জিটিএ'র চিফ এগজিকিউটিভ অনিত থাপা ৷
সিকিমের হড়পা বানের খবর পেয়েই নিজের কলকাতা সফর বাতিল করে তড়িঘড়ি পাহাড়ে ফিরে আসেন জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনিতা থাপা ৷ রাতেই কালিম্পং পৌঁছন তিনি ৷ বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান পাহাড়ের এই নেতা ৷
সেখানে জিটিএ, দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে প্রাথমিক বৈঠক সারেন তিনি ৷ বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি খুবই খারাপ ৷ আমরা ভাবতে পারিনি এরকম অবস্থা হবে ৷ ইতিমধ্যে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে এবং সেই কমিটিতে আমাকেও রাখা হয়েছে ৷ রাজ্য সরকার এই প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়ে সবই জানে ৷ এখন আমরা বিপর্যয় মোকাবিলা এবং ত্রাণ ব্যবস্থার উপরে বেশি জোর দিচ্ছে ৷ প্রচুর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ যারা পড়াশোনা করে, তাদেরকে পেইং গেস্ট হিসেবে রেখে পড়াশোনার বন্দোবস্ত করা হবে ৷ যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ধীরে ধীরে তাঁদের বাড়িঘর তৈরি করে দেওয়া হবে ৷"
এদিন তিনি আরও জানান, বাড়িঘর তৈরির জন্য আগে সরকারকে জায়গা দেখাতে হবে ৷ এর জন্য জায়গা ঠিক করতে হবে ৷ সেই জায়গায় বাড়ি বানানো যাবে কি না, বিষয়টি ভালো করে দেখতে হবে ৷ অনিত বলেন, "আমাদের দীর্ঘ ও স্বল্প মেয়াদের কথা চিন্তাভাবনা করেই কাজ করতে হবে ৷"
বুধবার সিকিমের উত্তরে লোনাকলেকে মেঘ ভাঙা বৃষ্টি হয় ৷ এর ফলে রাজ্যের মধ্যে দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে হড়পা বান আসে ৷ পাশাপাশি চুংথাং বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ে সিকিম ৷ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের উত্তরে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে গতকালি সতর্ক করেন ৷ রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যে অনেককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গিয়েছে ৷ আজ নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
আরও পড়ুন: 'উত্তরবঙ্গে আসা মন্ত্রীরাও পর্যটক', তৃণমূলের কটাক্ষের পালটা দিলেন রাজ্যপাল