কালিম্পং, 10 জুন : শুক্রবার ভরদুপুরে কলকাতার পার্ক সার্কাসের ঘটনা নাড়িয়ে দিয়েছে সারা বাংলাকে । বাংলাদেশ হাইকমিশনের সামনে গুলি চালিয়ে আত্মঘাতী কনস্টেবল চরুপ লেপচা । কালিম্পংয়ের দোকানদ্বারা এলাকার বাসিন্দা আত্মঘাতী কনস্টেবলের এহেন কীর্তিতে ইতিমধ্যেই তাঁর মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে । অজানা কোনও অবসাদ থেকেই এস লেপচা এমনটা ঘটিয়েছেন বলে ওয়াকিবহাল মহল মনে করলেও আত্মঘাতী কনস্টেবলের পরিবার তা মানতে নারাজ (Family of died police personnel mourns on his sudden death) ।
এস লেপচার পরিবারের দাবি, তাদের ছেলের কোনও অবসাদ ছিল না । সামনের ছুটিতেই বিয়ে করার কথা জানিয়ে গিয়েছিল সে। এরইমধ্যে এমন মর্মান্তিক ঘটনা । কালিম্পং শহর থেকে বেশ খানিকটা দূরে লোলেগাঁওয়ে বসবাসকারী বাবার চাকরি পেয়েছিল চরুপ লেপচা। চাকরি পাওয়ার পর কোনওরকম হীনমন্যতা ছিল না তারপরেও কেন এমন ঘটল, ভেবে কূলকিনারা পাচ্ছে না পরিবার ৷ গত বুধবার বাড়ি থেকে ফেরত গিয়ে চরুপ লেপচা কাজে যোগ দিয়েছিল বলে জানিয়েছে পরিবার ৷
আরও পড়ুন : এসএলআরে থাকা 20 রাউন্ডের মধ্যে 19 রাউন্ড গুলি চালায় এস লেপচা
যাওয়ার আগে বিয়েতে বৌদিকে নতুন স্কুটি কিনে দেওয়ার প্রতিশ্রুতি করে গিয়েছিলেন আত্মঘাতী কনস্টেবল ৷ তারপরেও কীসের অবসাদ? ভাবতে বসে কেবল পরিবার নয়, পড়শিরা চরুপের আত্মঘাতী হওয়ার ঘটনায় ভেঙে পড়েছেন ৷ 10 দিনের ছুটিতে বাড়িতে থাকাকালীন চরুপের মধ্যে কোনওরকম রাখঢাকই কেউ লক্ষ্য করেননি। স্বাভাবিকভাবেই এমন ঘটনার আঁচ কেউই করতে পারেননি। মৃতদেহ ময়নাতদন্তের পর কফিনবন্দি হয়ে শনিবার ফিরবে লোলেবস্তির বাড়িতে ৷ আপাতত তারই অপেক্ষা ৷