ঝাড়গ্রাম, 15 মার্চ: সাপের ছোবল খাওয়া যুবক (Youth bitten by snake) জ্যান্ত সাপ নিয়ে হাজির হাসপাতালে ! ঘটনায় চাঞ্চল্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । পরে অবশ্য বনদফতর সাপটিকে উদ্ধার করে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে পাঠায় । বুধবার ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার চাকুলিয়া থানার অন্তর্গত কামারিগড়া গ্রামের 30 বছরের চঞ্চল দাস সাদা খরিসের ছোবল খায় । জানা গিয়েছে, চঞ্চল এলাকায় সাপ বিশেষজ্ঞ নামেই পরিচিত । কারও বাড়িতে বা কোথাও সাপ দেখা গেলে এই চঞ্চলকে জানালে তিনি সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে সেগুলিকে ছেড়ে দেন।
এখনও পর্যন্ত অজগর, শিয়াল চাঁদা, খরিস-সহ বিভিন্ন প্রজাতির প্রায় 100টিরও বেশি সাপ উদ্ধার করেছেন চঞ্চল। এদিন দুপুর সাড়ে বারোটার সময় চঞ্চলের কাছে খবর আসে চাকুলিয়ার একটি রাইস মিলে বিষধর সাপ দেখতে পাওয়া গিয়েছে । চঞ্চল সাপটিকে উদ্ধার করতে যায়। সাপটিকে ধরেও ফেলে চঞ্চল। কিন্তু সাপটিকে জারে ভরার সময় হঠাৎ করে সাপটি চঞ্চলের ডানহাতে ছোবল মারে। তারপরে ছুরি দিয়ে ক্ষতস্থান কেটে রক্ত বার করে দেয় চঞ্চল। এরপর ছোবল দেওয়া সাপটিকে নিয়েই সে পৌঁছে যায় চাকুলিয়া হাসপাতালে। সেখানে চিকিৎসা পরিকাঠামো না-থাকার কারণে তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেইমতো চঞ্চলকে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চঞ্চলকে দেখার পর জানতে চান কী সাপে কামড় দিয়েছে। তারপরেই চঞ্চলের ভাই প্রদীপ দাস ব্যাগ থেকে বার করে প্লাস্টিকের বড় চকলেটের জার। জারের মধ্যেই রাগে ফঁসফঁস করছিল সাদা খরিস। প্রদীপ অবশ্য জারের মুখ খুলে সাপটি দেখাতে চেয়েছিলেন চিকিৎসককে। তারপরেই চিকিৎসকের পাশে থাকা নার্স এবং অন্যান্য রোগীর আত্মীয়রা রীতিমতো সাপের গর্জন শুনে আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদফতরে ।
ঘটনাস্থলে ঝাড়গ্রামের বনদফতরের কর্মীরা পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় । বর্তমানে চঞ্চল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, 72 ঘণ্টা না পেরোলে কিছু বলা সম্ভব নয় । প্রদীপ বলেন, "কারও বাড়িতে যদি সাপ বের হলে সেগুলি ধরার জন্য লোক দাদাকে বলত । দাদা সাপগুলো ধরে জঙ্গলে ছেড়ে দিত । এখনও পর্যন্ত অনেক সাপ ধরেছে কখনও দাদার সঙ্গে এরকম হয়নি । এই প্রথম দাদাকে সাপ কামড়াল ৷"
আরও পড়ুন: শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার বিলুপ্ত প্রজাতির সাপ, গ্রেফতার চার পাচারকারী