ETV Bharat / state

ঝাড়গ্রামে উপসর্গহীন-সহ একইদিনে তিন কোরোনা আক্রান্তের হদিস - ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে গত 24 ঘণ্টায় তিনজনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে একজন কোরোনা আক্রান্ত উপসর্গহীন । গতকাল রাত 8 টা নাগাদ রাজ্য সরকারের কোরোনা সংক্রান্ত একটি ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় বিষয়টি উল্লেখ করা হয়েছে ।

Jhargram Hospital
ঝাড়গ্রাম হাসপাতাল
author img

By

Published : May 11, 2020, 1:38 PM IST

ঝাড়গ্রাম, 11 মে : ঝাড়গ্রামে একইদিনে তিন কোরোনা আক্রান্তের হদিস মিলল । আক্রান্তদের মধ্যে একজন কোরোনা আক্রান্ত উপসর্গহীন । গতকাল রাত 8 টা নাগাদ রাজ্য সরকারের কোরোনা সংক্রান্ত একটি ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় বিষয়টি উল্লেখ করা হয়েছে । আক্রান্তের কথা স্বীকার করেছে ACMOHও ।

উপসর্গহীন ওই কোরোনা আক্রান্ত ঝাড়গ্রামের জুবলি মার্কেটের ভুষি মালের দোকানের কর্মচারী । বাড়ি বিনপুরে হলেও কর্মসূত্রে ঝাড়গ্রামে মালিকের বাড়িতেই থাকত । কিছুদিন আগে বাড়ি যাবে বলে গ্রামে ফোন করে জানান । তখন গ্রামের লোক জানিয়ে দেয়, বাড়ি ফিরতে হলে নমুনা পরীক্ষা করাতে হবে । সেইমতো 8 মে(শুক্রবার) ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিজের নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসেন তিনি । লালারসের নমুনা দিয়ে আসার পরই বিনপুরের উদ্দেশে রওনা দিয়ে দেন । 9 মে(শনিবার) তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । এরপরেই ওই ভুষি মালের দোকান কর্মীকে পূর্ব মেদিনীপুরের বড়মা হাসাপাতালে পাঠানো হয় । তখনই জানা যায়, তাঁরা শরীরে কোরোনার কোনও উপসর্গ নেই । পুলিশ জুবলি মার্কেটের সমস্ত দোকান বন্ধ করে দেয় । বাজারে প্রবেশে প্রতিটি রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় ।

গতকাল সম্প্রতি খড়গপুর থেকে আসা এক 22 বছর বয়সি যুবতির রিপোর্টেও কোরোনা পজ়িটিভ আসে । তাঁর বাড়ি ঝাড়গ্রামের জামবনি ব্লকে । শুধু তাই নয়, ওড়িশা থেকে ফেরা এক শ্রমিকও কোরোনায় আক্রান্ত বলে গতকালই খবর পাওয়া যায় । ওই শ্রমিকের বাড়ি ঝাড়গ্রাম ব্লকে ।

একইদিনে তিন কোরোনা আক্রান্তের হদিস মেলার পর থেকেই আতঙ্কে রয়েছেন ঝাড়গ্রামবাসী । প্রশাসনের তরফেও এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে । যদিও এই প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্যবিভাগের তরফে স্পষ্টভাবে কিছু জানা যায়নি । তবে, ACMOH-এর তরফে তিন কোরোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করা হয়েছে । রাজ্য সরকারের কোরোনা সংক্রান্ত ওয়েবাসাইটেও এই তিন কোরোনা আক্রান্তের উল্লেখ রয়েছে ।

ঝাড়গ্রাম, 11 মে : ঝাড়গ্রামে একইদিনে তিন কোরোনা আক্রান্তের হদিস মিলল । আক্রান্তদের মধ্যে একজন কোরোনা আক্রান্ত উপসর্গহীন । গতকাল রাত 8 টা নাগাদ রাজ্য সরকারের কোরোনা সংক্রান্ত একটি ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় বিষয়টি উল্লেখ করা হয়েছে । আক্রান্তের কথা স্বীকার করেছে ACMOHও ।

উপসর্গহীন ওই কোরোনা আক্রান্ত ঝাড়গ্রামের জুবলি মার্কেটের ভুষি মালের দোকানের কর্মচারী । বাড়ি বিনপুরে হলেও কর্মসূত্রে ঝাড়গ্রামে মালিকের বাড়িতেই থাকত । কিছুদিন আগে বাড়ি যাবে বলে গ্রামে ফোন করে জানান । তখন গ্রামের লোক জানিয়ে দেয়, বাড়ি ফিরতে হলে নমুনা পরীক্ষা করাতে হবে । সেইমতো 8 মে(শুক্রবার) ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিজের নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসেন তিনি । লালারসের নমুনা দিয়ে আসার পরই বিনপুরের উদ্দেশে রওনা দিয়ে দেন । 9 মে(শনিবার) তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । এরপরেই ওই ভুষি মালের দোকান কর্মীকে পূর্ব মেদিনীপুরের বড়মা হাসাপাতালে পাঠানো হয় । তখনই জানা যায়, তাঁরা শরীরে কোরোনার কোনও উপসর্গ নেই । পুলিশ জুবলি মার্কেটের সমস্ত দোকান বন্ধ করে দেয় । বাজারে প্রবেশে প্রতিটি রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় ।

গতকাল সম্প্রতি খড়গপুর থেকে আসা এক 22 বছর বয়সি যুবতির রিপোর্টেও কোরোনা পজ়িটিভ আসে । তাঁর বাড়ি ঝাড়গ্রামের জামবনি ব্লকে । শুধু তাই নয়, ওড়িশা থেকে ফেরা এক শ্রমিকও কোরোনায় আক্রান্ত বলে গতকালই খবর পাওয়া যায় । ওই শ্রমিকের বাড়ি ঝাড়গ্রাম ব্লকে ।

একইদিনে তিন কোরোনা আক্রান্তের হদিস মেলার পর থেকেই আতঙ্কে রয়েছেন ঝাড়গ্রামবাসী । প্রশাসনের তরফেও এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে । যদিও এই প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্যবিভাগের তরফে স্পষ্টভাবে কিছু জানা যায়নি । তবে, ACMOH-এর তরফে তিন কোরোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করা হয়েছে । রাজ্য সরকারের কোরোনা সংক্রান্ত ওয়েবাসাইটেও এই তিন কোরোনা আক্রান্তের উল্লেখ রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.